রাস্পবেরি পাই কিনবেন ভাবছেন? অথবা কিনে ফেলেছেন তাহলে এই টিউনটি আপনার জন্নই। রাস্পবেরি পাই বেসিক টিউটোরিয়াল

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হল রাস্পবেরি পাই।

রাস্পবেরি পাই কি?

রাস্পবেরি হল একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার। অর্থাৎ একটি ক্রেডিট কার্ড সাইজ এর একটি বোর্ড এর মধ্যে প্রসেসর, গ্রাফিক্স প্রসেসর, ইউ.এস.বি পোর্ট, ইথারনেট পোর্ট, এইচ.ডি.এম.আই সহ সবকিছু।

আর সবচেয়ে ভাল অর্থাৎ যে কারনে রাস্পবেরি পাই হবিস্টদের কাছে এত প্রিয় তাহলে এই বোর্ড এ আছে ৪০টি ফুল জি.পি.আই.ও পোর্ট। এই পোর্টগুলকে প্রোগ্রামিং করে যেকোনো ভাবে ব্যবহার করা যাবে। যেমন এই পোর্ট গুলো দিয়ে খুব সহজেই ঘরের লাইট ফান চালু কিনবা বন্ধ করা যাবে। আর এই পোর্টগুলকে কাজে লাগিয়ে সহজেই রোবট তৈরি করা যেতে পারে। অনেকে তা করেছেনও।

কই পাব রাস্পবেরি পাই?

যেকোনো অনলাইন ইলেক্ট্রনিক্স শপ যেমন টেকশপ থেকে সহজেই রাস্পবেরি পাই কিনতে পারেন। এছারা আর কিছু শপ আছে। আমি নিজে অনলাইন থেকেই কিনেছি। ভাল কন ওয়েবসাইট থেকে কিনলে আশা করি কোন সমস্যা হবে না।

কোন ভার্সনটি কিনবেন?

রাস্পবেরি পাই এর কয়েকটি ভার্সন আছে। আমি দুই বছর আগে যখন কিনি তখন রাস্পবেরি পাই ২বি ছিল লেটেস্ট  ভার্সন। আমি দুই বছর যাবত এটা ইউজ করছি। এখন পর্যন্ত কোন সমস্যা হয় নাই। তবে এখন রাস্পবেরি পাই ৩ বের হয়েছে যেটি এর আগের ভার্সনগুলোর থেকে অনেক উন্নত। যেমন আগের ভার্সনগুলতে ওয়াইফাই বা ব্লুটুথ ছিল না। কিন্তু রাস্পবেরি পাই ৩ তে তা আছে। ফলে এখন রাস্পবেরি পাই দিয়ে করা প্রোজেক্ট গুল কন্ট্রোল করতে অনেক সুবিধা। তবে যদি আপনারা কম দামে রাস্পবেরি পাই ২ পান তাহলে সেটিও কিনতে পারেন। কারন এটি অনেক ভাল কাজ করে।

এবার আসি কাজের কথায়। এতক্ষণ ত খালি রাস্পবেরি পাই সম্পর্কে বললাম। এবার আপনি যদি একটি রাস্পবেরি পাই এর মালিক হয়ে থাকেন বা কিনবেন ভাবছেন তাহলে অবশ্যই কিছু বেসিক জিনিস আপনার মাথায় রাখতে হবে। যেহেতু রাস্পবেরি পাই এর অফিশিয়াল অপারেটিং সিস্টেম রাস্পবিয়ান। আর এটা লিনাক্স এর ডিস্ট্র। আশা করি আপ্নারা লিনাক্স কি তা জানেন। না হলে গুগল এ সার্চ দিয়ে দেখতে পারেন অথবা নিচে আমার বানানো একটি ভিডিও দিলাম দেখে নিতে পারেন। যদি আপনি ইংরেজি ভাল না বুঝেন তাহলে ভিডিও তা না দেখলেই চলবে।

আশা করি এবার আপনি বুঝতে পারছেন লিনাক্স খায় না মাথায় দেয়। যাই হক। রাস্পবিয়ান অন্য সব লিনাক্স ডিস্ট্রোর মত না। আপনার যদি আগে লিনাক্স মিন্ট বা অন্য কন ডিস্ট্রো চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে খুব সহজেই আপনি রাস্পবিয়ান চালাতে পারবেন। বা যদি একবারে নতুন হন সমস্যা নেই। আস্তে  আস্তে শিখে যাবেন। নিচে আমি কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। যদি আপনার লেখা পরতে ভ্ল না লাগে তাহলে নিচে ভিডিও দেয়া আছে সেটি দেখতে পারেন।

এটা হল রাস্পবিয়ান এর স্ক্রীনশট। রাস্পবিয়ান এর কমান্ড লাইন

লিনাক্স প্রথম বার চালু করার পর যেটি করতে হবে সেটি হল আপনার লিনাক্স কে আপডেট করতে হবে। রাস্পবিয়ান আপডেট করার কোড ঃ  sudo apt-get update

তারপরে যখন আপডেট শেষ হবে তখন সবকিছু আপগ্রেড করতে হবে তার জন্য কোড ঃ sudo apt-get upgrade

তবে একটা জিনিস যখন আপনি কোন কমান্ড এর আগে sudo ব্যবহার করবেন তখন মাথায় রাখবেন এই sudo কমান্ডকে সুপার ইউজার পারমিশন দিয়ে দেয়। তাই সাবধান। sudo দিয়ে কন কমান্ড রান করার আগে দেখে নিবেন সেই কমান্ড কি কাজ করবে।

আমি যখন রাস্পবেরি পাই কিনি তখন আমাকে অনেক ঝামেলায় পরতে হয়েছিল। কারন তখন আমি জানতাম না কিভাবে কি করতে হয়। কিন্তু আপনাদের জাতে এই সমস্যায় না পরতে হয় তাই আমি রাস্পবেরি পাই এর একটি বেসিক টিউটোরিয়াল অ্যাড দিয়ে দিলাম নিচে।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

etar modhe ki ami windows ba onno kono operating system install korte parbo?

রাস্পবেরি পাই 3 কোথাই কিনতে পাবো?