কিভাবে কালি লিনাক্স ইন্সটল করবেন with Dual BOOT

কেমন আছেন সবাই ?

আশা করি এই রমজান মাসে সবায় ভালো আছেন। আমি TechTunes এ অনেক আগে থেকে Follow করি, কিন্তু আমি আজ প্রথম কিছু লিখতেছি যা আপ্নারদের কাজে লাগতে পারে।আজ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ এর পাশাপাশি কালি লিনাক্স ব্যবহার করা যায় এবং কিবাবে কালি লিনাক্স ইন্সটল করা যায়। অনেক এ কালি লিনাক্স ইন্সটল করতে যেয়ে হার্ড ডিস্ক এর ড্রাইভ রিমুভ করে দেয় তায় ভালো ভাবে নিয়ম দেখে নিবেন।

যা যা লাগবে ঃ

  1. 1: USB Pandrive
  2. 2: Kali Linux Operating System
  3. 3: Power iso software

Pandrive মিনিমাম 4 GB হলে চলবে, কিন্তু ভালো হয় যদি আপনি  8 GB ব্যবহার করেন তাহলে একটু ভালো হয়। দ্বিতীয়ত কালি লিনাক্স ওএস ডাউনলোড করতে হবে। কালি লিনাক্স ৩২ বিট নতুন টার সাইজ হল 2.7 GB তাই আপনার অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। নিম্নে লিঙ্ক দেয়া হল এখান থেকে ডাউনলোড করে নিবেন। এর যদি ডাউনলোড করা থাকে তাহলে এর লাগবে না। http://cdimage.kali.org/kali-2017.1/kali-linux-2017.1-i386.iso

Power iso একটি সফটওয়্যার যা দিয়া আমরা কালি লিনাক্স কে Pandrive এ সেট করতে পারবো। নিম্নে লিঙ্ক দেয়া হল এখান থেকে ডাউনলোড করে নিবেন। https://www.poweriso.com/download.php । আমি নিম্নে ভিডিও এর লিঙ্ক দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুজতে পারবেন।

ভিডিও এর শেষে আবার কিভাবে Pan drive ঠিক করতে হবে টা দেয়া হয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। যে কোন সমস্যা আমাদেরকে জানাতে পারবেন। আমাদের পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন https://facebook.com/FixProblemBD

ফেসবুক এ আমি MIHRCrack

সম্পূর্ণ লেখা পড়ার জন্য ধন্যবাদ 🙂

Level 1

আমি ইমাম হোসেন রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুক এ আমি facebook.com/MIHRCrack


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস