উবুন্টুর অরিজিনাল ভার্সনের সিডি সংগ্রহ করুন সম্পূর্ণ ফ্রি

উবুন্টুর অরিজিনাল ভার্সনের সিডি সংগ্রহ করুন সম্পূর্ণ ফ্রি। ভাবছেন কি ভাবে? এ জন্য এই লিংকে যান।
তারপর গেট উবুন্টু লিংকে ক্লিক করুন।

u1.JPG

এবার রিকুয়েস্ট ফ্রি সিডিতে ক্লিক করুন।

u2.JPG

এবার এখানে একাউন্ট ওপেন করে লগ ইন করুন। এবং আপনার প্রয়োজনীয় সিডিটি বেছে নিন।

u3.JPG

তারপর যে ফরমটি আসবে সেখানে আপনার নাম ঠিকানা বিস্তারিত দিয়ে রিকুয়েস্ট কনফার্ম করুন।

u5.JPG

এবার কয়েক সপ্তাহ অপেক্ষা করুন তারপর একদিন দেখবেন আপনার বাসার ঠিকানায় উবুন্টু পাঠিয়ে দিয়েছে আপনার পছন্দ করা সিডিটি।

ubuntu-cd-stickers.jpg

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুর! আমি করছিলাম আসে নাই।

এর আগে এরকম টিউন অবশ্য একজন করেছিল। তবে যারা দেখেনি তাদের কাজে লাগবে। আমি রিকুয়েষ্ট করেছিলাম এবং 21 দিনের মধ্যে সিডিটি পেয়েছিলাম। তবে ব্যবহার করার ইচ্ছা হয়না।

এর আগে এইরকম টিউন হইছে এবং খুব ভালো টিউন তাই এই টিউন এর কোনো মানে হয়না। আর আমি দশটা আইনা ইতি মধ্যেই আটটা বিতড়ন সম্পন্ন করিয়াছি। কিছছু মনে কইরেন না শাকিল ভাই

Level 0

কিন্তু আমাকে পাঠায় নি। একবার শিপমেন্ট ক্যানসেল হয়েছে। আর একবার করেছি। এখনো পাই নি। একটি ব্যাপার সাবমিট রিকোয়েস্টএ ক্লিক করলে আবার চেন্জ করতে বলে।

Level 3

আমি পাইছি সেই ২০০৬ সালে। দশটা সিডি । তখনকার সময়ের জন্য এটা খুব উত্তেজনাকর ঘটনা ছিল।বন্ধুবান্ধব, কলিগস্‌- যে আগে অনুরোধ করেছে তাদের মাঝে সব গুলার বিলি বন্টন শেষ ।

আমি পাইছি আরো আগে তবে হঠাৎ কিছুদিন আগে আমার এক ছোট ভাই উবুন্টুর সিডি খুজছিল তখন ভাবলাম নতুনরা তো অনেকেই জানেনা তাদের জন্যই এটা লেখা।

vhai ubuntu ki kinte paoya jabe bazare?

আমি আজ করলাম। দেখি কি হয়। thanks

আমি করছি এখনও আসেনি…karo kase takle amk akta dite paren…[email protected]

ধন্যবাদ শাকিল ভাই শেয়ার করার জন্য। আপনার লিন্কে গিয়ে মিল পেলাম না উপরের ছবির সাথে। উবুন্টু ১০.১০ এর ব্যাখ্যা দেয়া আছে। তাই যদি আবার একটু সাহায্য করতেন উবুন্টুর অরিজিনাল ভার্সনের সিডিটা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করার জন্য – প্লিজ।

Level 0

ভাই, উবুন্টু ওই ফ্রি দেয় মানুষকে সাহায্য করার জন্য। তার মানে কিন্তু এই নয় যে, ফ্রি পাইছি তো আনায়ে রাখি। যদি ব্যবহার না করতে চান তাহলে শুধু শুধু ওদের পকেটের বারোটা বাজানোর জন্য ওর্ডার দিয়েন না।

আর একটা কথা, ঢাকায় হলে, আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। একটা সিডি নিয়ে আসেন, নতুন ডাউনলোড করা আছে, রাইট করে দেবো। অথবা পেনড্রাইভ নিয়ে আসেন কপি করে নিয়ে যাবেন। মেইল করুন আমার কাছে [email protected]