লিনাক্সের জন্য প্রোগ্রাম লিখুন ভিজ্যুয়াল বেসিক দিয়ে!

যে লিনাক্সের নাম শুনতেই মনে হয় সারা গা দিয়ে ভূতের গল্পের মত শিহরণ বেয়ে যায়, সেই লিনাক্সে নাকি Visual Basic দিয়ে প্রোগ্রাম লিখা যায়! পুরাই গাঁজা, তাই না? উহুঁ!

Gambas2 এর সাহায্যে আপনি যেকোন ধরণের লিনাক্স এ্যাপ্লিকেশন অতি সহজেই Visual Basic কোডে তৈরী করতে পারবেন। হোক সেটা গ্রাফিক্যাল কিংবা কমান্ড লাইন। গ্রাফিকাল হলে সেই ড্র্যাগ এন্ড ড্রপ ইন্টারফেসেই লিনাক্স এ্যাপ্লিকেশন খতম! কোডিংটাও VB মার্কা!

Gambas2 এর IDE

তবে, একটু catch আছে, এটিকে আবার ১০০% ভিজ্যুয়াল বেসিক মনে করবেন না কিন্তু, অর্থাৎ, আপনার যেকোন VB প্রজেক্ট ফাইল Gambas2 দিয়ে কম্পাইল করলেই যে লিনাক্সে চলে আসবে, তা আবার ভাববেন না কিন্তু! তবে, ভয় পেলে চলবে কেন? দুই একটা ব্যতিক্রম ছাড়া এটিকে ৯৮% VB কম্পাটিবল বলতে পারেন নিঃসন্দেহে!

উবুন্টুতে ইন্সটল করতে টার্মিনালে লিখুনঃ

sudo apt-get install gambas2

Gambas এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুনঃ gambasrad.org

Level 0

আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধুমাত্র কমেন্ট করার জন্য লগ ইন করলাম। আমি অনেকদিন ধরে ভিবি ব্যাবহার করি। আর এভাবে gambas এর কথা টিউনে লেখার জন্য ধন্যবাদ। অনেকেই জানেনা, তারা জানতে পারবে।

ধন্যবাদ দাদা, জিনিসটা শেয়ার করার জন্য। কিন্তু কপাল মন্দ। উইন্ডোজ নেই, কোড লেখব কোথায়?

    দাদা, আপনার কথা বোঝা গেল না। উবুন্টু বা যেকোন UNIX মার্কা OS এ এটা কাজ করবে।

ডট নেটের জন্যও আছে mono.
ধন্যবাদ আপনাকে।

আমিও C# এর জন্য mono ব্যবহার করি, তবে gambas নতুনদের জন্য ভালো!

ভাল লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

হুম ভাল করেছেন জানিয়ে। আমি খুজছিলাম অনেক দিন ধরে।