বিসমিল্লাহির রাহমানির রাহীম
কেমন আছেন সবাই। আজ আপনাদের সাথে শেয়ার করব লিনাক্সের জন্য কিছু ট্রান্সফরমেশন প্যাক।
প্রথমেই উইনডোজ ৭:
এটি লিনাক্সের জন্য তৈরিকৃত সবচেয়ে সহজ এবং শক্তিশালী ট্রান্সফরমেশন প্যাক। এটি বলতে গেলে আপনার লিনাক্সকে পুরোপুরি ভাবে উইনডোজ ৭ এ পাল্টে দিবে।
কি ছবি দেখে কি মনে হচ্ছে। ডাউনলোড করে নিন এখান থেকে। ইনস্টল করতে জাস্ট GUIInstall.sh আর আনইনস্টল করতে GUIUninstall.sh ফাইলটি রান করলেই হবে। ও আরেকটা কথা লিঙ্কটিতে বিস্তারিত পাবেন।
এবার আসি ম্যাকেঃ
ম্যাক উবুন্টু একটি ওপেন সোর্স যা লিনাক্স বা debian/GTK বেসড অপারেটিং সিস্টেমকে ম্যাকের রুপ দেবার জন্য তৈরি করা হয়েছে।
প্রথমে ডাউনলোড করে নিন এখান থেকে।
এরপর যেভাবে ইনষ্টল করবেন
১. ডাউনলোড করা ফাইলটি ডেক্সটপে সেভ করুন। (আপনার যদি আনইনষ্টল করার ইচ্ছা থাকে তবে ডাউনলোড করা ফাইলটি ডিলিট করবেন না। তা না হলে আনইনষ্টল করার জন্য আপনাকে আবার ডাউনলোড করতে হবে।)
২. ডেক্সটপে এক্সট্র্যাক্ট(Extract) করুন। ফাইলটিতে রাইট ক্লিক করে Extract Here বাটনে ক্লিক করুন।
৩. এবার Terminal খুলে cd Desktop/Macbuntu-10.10/ লিখে এন্টার চাপুন।
৪. এরপর ./install.sh লিখে এন্টার চাপুন।
৫. এরপরে Terminal এ দেখানো পথে চলুন। অর্থাৎ Terminal এ কয়েকটি প্রশ্ন করবে আপনি শুধু সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন।
ব্যাস।
এরপর যেভাবে আনইনষ্টল করবেন
১. ইনষ্টল করার পদ্বতি থেকে প্রথম ৩টি নিয়ম হুবুহু ফলো করে যান।
২. এরপর ./uninstall.sh
লিখে এন্টার চাপুন।
৩. এরপরে Terminal এ দেখানো পথে চলুন। অর্থাৎ Terminal এ কয়েকটি প্রশ্ন করবে আপনি শুধু সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন।
ব্যাস।
আরেকটি ম্যাক ট্রান্সফরমেশন প্যাকঃ
ডাউনলোড করে নিনঃ ম্যাক৪লিন(mac4Lin) (৩৪.৬ এমবি)।
আজ আর না। লিনাক্সের অতিথি হয়ে লিনাক্স নিয়ে টিউন করার দুঃসাহস দেখানোর জন্য ক্ষমা করবেন।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
সুন্দর হয়েছে।
মাখন ভাই এগিয়ে যান আমরা আছি আপনার সাথে।