আগের টিউন এ আমরা দেখেছি কিভাবে Clonezilla দিয়ে কোন সিস্টেম এর ক্লোন ইমেজ নিতে হয়। এবার দেখব কিভাবে সেই ইমেজ কে অন্য সিস্টেম এ রিস্টোর করতে হয়।
এখানে উল্লেখ্য টার্গেট সিস্টেম এর সাইজ সোর্স সিস্টেম এর সাইজ এর সমান বা বড় হতে হবে।
Use the arrow keys to highlight your language (we are going to use English) and press Enter;
You can select the keymap from a list; if you do not have particular needs, select Don't touch keymap and press Enter.
image directory হল যেখানে আপনি system backup সেভ করবেন, এই ক্ষেত্রে আমরা external hard disk ব্যবহার করছি।
USB external disk, যেখানে আপনার ইমেজটি আছে সেটি পিসির সাথে কানেক্ট করুন, ৫ সেকেন্ড অপেক্ষা করুন, তারপর Enter চাপুন;
If you choose "Expert" mode, you will have some chances to choose advanced parameters, e.g. imag ing program, compression program, etc.
নিশ্চিত করার জন্য "Enter" চাপুন।
নতুন সিস্টেমে আপনার আগের ক্লোনটি রিস্টোর হয়ে গেছে, USB External Drive এবং CD বের করে সিস্টেম চালু করুন, দেখুন আগের সব কনফিগারেশন নিয়ে সিস্টেমটি চালু হয়ে গেছে।
যেকোন তথ্যের জন্য এখানে দেখুন।
ভিডিও টিউটোরিয়াল এর জন্য এখানে দেখুন।
আমি তাসবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
B.Sc In Telecomminication & Electronic Engineering.
ভাল লেখা। ধন্যবাদ।
আমার দুটি প্রশ্ন-(যদি আপনি লিনাক্স সম্পর্কে মোটামুটি ভালো বোঝেন)
যদি এই দুটির উত্তর পেয়ে যাই তবে আর লিনাক্স ব্যাবহারে আমার আর কোন প্রবলেম নেই।
১* আমি লিনাক্সে কোন ভাবেই বাংলা লেখা আনতে পারিনি। বিশেষ করে বিজয় বা অভ্র। এটা আমার অপারগতা।
২* কোন সাইট থেকে সফটওয়্যার নামিয়ে আজ পর্যন্ত কিভাবে ইন্সটল করে সেটা বুঝিনি (টার্মিনাল সিস্টেম ছাড়া)
অফ টপিক ঃ openSUSE-Leap-42.1 কিভাবে ইন্সটল দিব বা এটা সম্পর্কে আপনার কমেন্ট কি? (এটা নরমালি ইন্সটল হয়না অন্য গুলর মত আর ইউটিউবে এটার লেটেস্ট ভারসন কিভাবে ইন্সটল করে এমন কোন ভিডিও ও পাইনি।
যেহেতু কমেন্ট করে এর ডিটেইল বলা অনেক কষ্ট সাপেক্ষ তাই আমার ফেসবুকে দয়া করে আপনার নাম্বারটা দিলে খুব উপকার হয়। জাস্ট কমেন্টে টেক্টিউন শব্দটা লিখে দিলেই আমি বুঝবো।
আমার ফেসবুক [email protected] বা abdullah ether khan
দেখেন আমার এই উপকার করতে পারেন কিনা … চুরি করে আর দরজা ব্যাবহার করতে ভালো লাগে না ।। বিবেকে বাধা দেয়। আপনাকে আবার ধন্যবাদ