এইমাত্র আমার লিনাক্স মিন্টে MIB-UBUNTU প্লাইমাউথ ইন্সটল করলাম। এটি একটি জোস প্লাইমাউথ।প্লাইমাউথ হচ্ছে উবুন্টু/মিন্টের বুট প্রসেস স্ক্রিনের থিম। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ইন্সটলের আগে নিচের স্ক্রিনশট দুইটা দেখুন।
এইবার প্রথমে টার্মিনাল খুলে লিখুন
sudo apt-get install plymouth-theme*
কোডে একটা এস্টেরিক চিহ্ন আছে।এটা সহ টার্মিনালে লিখুন বা এখান থেকে টার্মিনালে কপি-পেষ্ট করে এন্টার চাপুন।
এইবার আপনার পিসিতে প্লাইমাউথ ইন্সটল হবে।(আপনার যদি আগে থেকেই প্লাইমাউথ ইন্সটল করা থাকে তাহলে আপনার উপরের কমান্ডটা দিতে হবে না।)
এইবার আপনি MIB-UBUNTU এর জন্য নিচের লিঙ্ক থেকে zip ফাইলটি ডাউনলোড করে এটিকে আপনার Home ফোল্ডারে Extract করুন।
http://love2spooge.deviantart.com/art/MIB-Ubuntu-Plymouth-Themes-170195920
আর MIB-KUBUNTU এর জন্যে নিচের লিঙ্ক থেকে Zip ফাইলটি ডাউনলোড করে আপনার Home ফোল্ডারে Extract করুন।
http://love2spooge.deviantart.com/art/MIB-Kubuntu-Plymouth-Themes-170196314
এখন ডাউনলোড ও Extract করা শেষে MIB-UBUNTU এর জন্যে টার্মিনালে লিখুন->
sudo cp -R MIB-Ubuntu/ /lib/plymouth/themes/
এরপর লিখুন
sudo update-alternatives --install /lib/plymouth/themes/default.plymouth default.plymouth /lib/plymouth/themes/MIB-Ubuntu/MIB-Ubuntu.plymouth 100
অথবা MIB-KUBUNTU এর জন্যে লিখুন->
sudo cp -R MIB-Kubuntu/ /lib/plymouth/themes/
এরপর লিখুন
sudo update-alternatives --install /lib/plymouth/themes/default.plymouth default.plymouth /lib/plymouth/themes/MIB-Kubuntu/MIB-Kubuntu.plymouth 100
এখন আপনি টার্মিনালে নিচের কমান্ডটি দিন।
sudo update-alternatives --config default.plymouth
এরপর আপনি নিচের মত আউটপুট পাবেন->
এবার আপনি আপনার MIB-UBUNTU বা MIB-KUBUNTU এর জন্য টার্মিনালে উপযুক্ত সংখ্যাটি লিখে এন্টার বাটন চাপুন।উপরের ছবিতে আমার MIB-UBUNTU প্লাইমাউথ এর জন্য সংখ্যাটি ছিল "১" কিন্তু আপনার জন্যে সংখ্যাটি ভিন্ন হতে পারে। তাই ঠিক মত খেয়াল করে সংখ্যাটি লিখবেন।
এবার আপনি টার্মিনালে নিচের কমান্ডটি লিখুন।
sudo update-initramfs -u
এবার আপনার পিসি রিস্টার্ট দিয়ে প্লাইমাউথটি উপভোগ করুন।আমার কাছে এটি অন্য সব প্লাইমাউথের চেয়ে ভালো লেগেছে। 🙂 🙂 🙂
পোষ্টটি এর আগে আমার ভার্চুয়াল নোটপ্যাডে প্রকাশিত
আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/
সুন্দর জিনিস দেখা যাচ্ছে। দেখি ট্রাই করা যায় কি না।