Kali linux সম্পর্কিত সাহায্য প্রয়োজন

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ Kali linux লাইভ ইউএসবি পেন্ড্রাইভে ইন্সটল দিলাম। কিন্তু সফল হতে পারি নাই। কারণ প্রতিবার সফল ইন্সটলের পর যখন কোনো কারনে রিবুট করি তখন Kali linux আবার প্রথম থেকে ইন্সটল হওয়া শুরু করে। যার ফলে অনেক সমস্যা হয়। এবং প্রতিবার সেটাকে নতুন করে সাজাতে হয়। ইউটিউবে এবং গুগল এ অনেক খোজাখোজি করেও এর সমাধান পাইনি।

তাই এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায়। এবং উইন্ডোজ এর মত করে কোনো সমস্যা ছাড়া ইন্সটল করা যায় তা দয়া করে যাদের জানা আছে তারা জানাবেন।

 

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ Kali linux লাইভ ইউএসবি পেন্ড্রাইভে ইন্সটল দিলাম। কিন্তু সফল হতে পারি নাই। কারণ প্রতিবার সফল ইন্সটলের পর যখন কোনো কারনে রিবুট করি তখন Kali linux আবার প্রথম থেকে ইন্সটল হওয়া শুরু করে। যার ফলে অনেক সমস্যা হয়। এবং প্রতিবার সেটাকে নতুন করে সাজাতে হয়। ইউটিউবে এবং গুগল এ অনেক খোজাখোজি করেও এর সমাধান পাইনি।

তাই এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায়। এবং উইন্ডোজ এর মত করে কোনো সমস্যা ছাড়া ইন্সটল করা যায় তা দয়া করে যাদের জানা আছে তারা জানাবেন।

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ Kali linux লাইভ ইউএসবি পেন্ড্রাইভে ইন্সটল দিলাম। কিন্তু সফল হতে পারি নাই। কারণ প্রতিবার সফল ইন্সটলের পর যখন কোনো কারনে রিবুট করি তখন Kali linux আবার প্রথম থেকে ইন্সটল হওয়া শুরু করে। যার ফলে অনেক সমস্যা হয়। এবং প্রতিবার সেটাকে নতুন করে সাজাতে হয়। ইউটিউবে এবং গুগল এ অনেক খোজাখোজি করেও এর সমাধান পাইনি।

তাই এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায়। এবং উইন্ডোজ এর মত করে কোনো সমস্যা ছাড়া ইন্সটল করা যায় তা দয়া করে যাদের জানা আছে তারা জানাবেন।

ধন্যবাদ .

ধন্যবাদ .

Level 0

আমি শেখ মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেক সমন্ধে খুব সামান্য কিছু জানি। সব সময় নতুন কিছুর চিন্তায় থাকি। তাই আমি সবসময় চাই, আমি যা জানি তা আপনাদের জানাতে এবং আপনারা যা জানেন তা আমাকে জানাবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.youtube.com/watch?v=_1N8DiDIrSk

এই ভিডিওটা দেখেন। আশা করি সফল হবেন।

https://goo.gl/kN5X4H
এই ভিডিওটা দেখেন। আশা করি সফল হবেন।

Level 0

vi reboot dewar aga pendrive ta remove koren…………………….

then see…………..

ami kal kali linux 2 pendrive diainstall dici……………..

হা, reboot দেয়ার আগে pendrive টা করেন তাহলেই সমাধান হয়ে যাবে ।