আশা করি সবাই ভাল আছেন। অনেকেই আছেন লিনাক্স সম্পর্কে আগ্রহি, কিন্তু পর্যাপ্ত সোর্সের অভাবে অনেকেই এই নেশা বাদ দেন। আর নতুন ইউজার অনেকেই আছেন। যারা বিভিন্ন ফোরাম খুজতেও সমস্যা বোধ করেন। আবার প্রিপূর্ণ না জেনেই ইনস্টল দিতে গিয়ে পড়েন নানা রকম সমস্যায়। তাই নতুন অপারেটিং সিস্টেম এ যাবার আগে কমপক্ষে ১ মাস সেটা নিয়ে রিসার্চ করা ভালো। তবেই না আসল মজা পাওয়া যাবে।
যাই হোক, আপনি লিনাক্স উবুন্টু বিভিন্নভাবে ইনস্টল করতে পারবেন। চাইলে ইনস্টল ছাড়াও ব্যবহার করতে পারবেন!!!! টাসকি খেলেন তো? গ্বী, পারবেন। উবুন্টুর প্রতিটি ওএস লাইভ হিসেবে থাকে। আপনি সিডি থেকে বা ইউএসবি তে আইএসও বার্ণ করে লাইভ চালাতে পারবেন। তারপর ভালো লাগলে ইনস্টল দেবেন। আপনি চাইলে উইন্ডোজ না ছেড়েও পাশাপাশি এটা মানে উবুন্টু ব্যবহার করতে পারবেন।
তাই আপনাদের জন্য নিয়ে এলাম লিনাক্স এর বহুল প্রচলিত একটি ডিস্ট্রো লিনাক্স উবুন্টু এর শেখার জন্য বই 'সহয উবুন্টু শিক্ষা'
সাইজ মাত্র ১০ এম্বি। লেখা আছে আমার মাতৃভাষা বাংলায়। নানারকম ইনস্টলেশন পদ্ধতি বাংলায় সুন্দরভাবে উপস্থাপন করা আছে। ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করলে কথাও সমস্যা হবে না আশা করি। সাথে প্রোয়জনীয় লিংক সমূহ দেয়া আছে।
বরাবরের মতোই আপলোড করা আছে মিডিয়াফায়ারে আপনার ঝামেলাহীন ডাউনলোডের জন্য।
আমার ছোট্ট বাংলাব্লগে সর্বপ্রথম এটি প্রকাশিত হয়। সেখানে আছে আপনাদের জন্য কম্প্রেস করা ১০০-২০০ এম্বির মধ্যে মুভি, ফুল ভার্শন সফটওয়্যার, টিপস তো থাকছেই।
ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীতে।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
চালিয়ে যান