উইন্ডোজ বনাম উবুন্টু (বা লিনাক্স)

আজকে আপনাদের জন্য উবুন্টু ও উইন্ডোজের মধ্যকার কিছু পার্থক্য নিয়ে উপস্থিত হয়েছি। এগুলো বিচার বিবেচনা করে আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন আপনি কোনটি গ্রহণ করবেন।

উইন্ডোজঃ

১। সহজলভ্য নয়। বংলাদেশী হিসেবে আসল উইন্ডোজের দাম ১৩,৫০০ (সাড়ে তের হাজার) টাকা। তবে মাত্র ৫০ টাকায়ও পাইরেসী করা উইন্ডোজ ওএস পাওয়া যায়। কিন্তু এতে কিছু কিছু ফাইল অনুপস্থিত থাকে।
২। যে কেউ সহজেই অন্যকারও কম্পিউটারের ক্ষতি করতে পারে। যেমনঃ ভাইরাস প্রবেশ করাতে পারে। ম্যালওয়্যার আছে এমন সফটওয়্যার ডাউনলোড দিতে পারে। হ্যাক করতে পারে। এছাড়াও এমন কিছু কাজ করতে পারে যা প্রকৃতপক্ষে কম্পিউটারের মালিকের অনুমতি ছাড়া করা অনুচিত।
৩। প্রচুর পরিমাণে ভাইরাস তৈরি করে। বিশেষ করে সর্টকাট ভাইরাস। এছাড়াও যেকোনো ভাবে সহজেই ভাইরাস প্রবেশ করতে পারে। এমনও কিছু ভাইরাস আছে যা এন্টি ভাইরাস দ্বারাও সহজে ধ্বংস হয়না।
৪।  পুরানো কম্পিউটার বা পুরাতন নোটবুক বা পুরাতন ল্যাপটপে খুব ধীরগতি সম্পন্ন এবং অনেক সময় চলেনা। এছাড়াও উইন্ডোজের পুরানো ভার্সন গুলো ধীরগতিসম্পন্ন (যেমনঃ এক্স পি ইত্যাদি)।
৫। আপডেট দিতে টাকার প্রয়োজন হয়।
৬। কোনো নির্দিষ্ট জায়গায় সকল সফটওয়্যার পাওয়া যায়না।
৭। প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ (যেমনঃ অফিস,অডিও-ভিডিও প্লেয়ার ইত্যাদি) আলাদা ভাবে ইন্সটল দিতে হয়।
৮। নিজের ইচ্ছামত অপারেটিং সিস্টেমকে চালানো যায়না। অর্থাৎ মাইক্রোসফট যেভাবে চায় সেভাবেই চালাতে হয় তাও আবার হাজার হাজার টাকা খরচ করে।
৯। সবচেয়ে বড় কথা উইন্ডোজ শুধুমাত্র টাকার জোরে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

উবুন্টুঃ

১। আসল উবুন্টু ওএস পাবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে।
২। সম্পূর্ণ রূপে নিরাপদ। কেউ আপনার কম্পিউটারের ক্ষতি করতে পারবেনা। হ্যাক হবার সম্ভাবনা নেই। ম্যালওয়্যারের ঝামেলা নেই। আপনার অনুমতি ছাড়া কোনো সফটওয়্যার ইন্সটল করা যাবেনা।
৩। ভাইরাস তৈরি হয়না। কোনো প্রকার ভাইরাস প্রবেশ করতে পারেনা। এমনকি অ্যান্টি ভাইরাসের কোনো প্রয়োজন হয়না।
৪। যেকোনো কম্পিউটার, নোটবুক, ল্যাপটপে খুব ভালোভাবে চলতে পারে। উইন্ডোজের পুরাতন ভার্সন গুলো থেকে দ্রুততম। এছাড়াও বর্তমান ভার্সন গুলোর তুলনায় তুলনামূলকভাবে দ্রুততর।
৫। আপডেট দেওয়াও সম্পূর্ণ বিনামূল্য।
৬। উবুন্টু সফটওয়্যার ম্যানেজারে উবুন্টুর সকল সফটওয়্যার পাবেন যেমনটা অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোরে পাওয়া যায়। এছাড়াও আরও কিছু সফটওয়্যার আছে যেখানে উবুন্টুর সকল সফটওয়্যার পাওয়া যায়।
৭। প্রয়োজনীয় সকল সফটওয়্যার ইন্সটল করা থাকে। আলাদা ভাবে ইন্সটল করতে হয়না।
৮। নিজের ইচ্ছামত অপারেটিং সিস্টেমের কোডিং করে চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সকল প্রকার প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে ও অভিজ্ঞ হতে হবে।
৯। টাকার জোরে নয় বরং নিজেদের সেবার মাধ্যমে মানুষের মন জয় করছে।

আশা করি এতক্ষনে বুঝে ফেলেছেন আপনার জন্য কোন আপারেটিং সিস্টেমটি গ্রহণযোগ্য।
একটা কথা মনে রাখবেন হুট করে উবুন্টুতে আসলেই আপনি জানতে পারবেন তা কিন্তু নয়। এজন্য অন্তত একমাস এর সাথে লেগে থাকতে হবে। তবেই আপনি সম্পূর্ণ ভাবে এর মজা নিতে পারবেন।

 

বিশেষ দ্রষ্টব্যঃ তুলনা টি ইন্টারনেট অবলম্বনে দেয়া হয়েছে, এটা একান্তই আমার নিজস্ব মতমত নয়।

বাংলা এক ছোট্ট ব্লগ আছে আমার সেখানে এটি প্রথম প্রকাশিত হয়।

 

চাইলে ঘুরে আসুন আমার ব্লগ থেকে।

Level 0

আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধীর গতি সম্পন্ন বলে Win XP এর উদাহরন দিলেন? আপনি মনে হয় ভুলে গেছেন- WinXP হলো এক সময়ের উইন্ডোজ প্লাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ভার্সন এখনো ৩ নং স্থানে রয়েছে । https://www.netmarketshare.com/operating-system-market-share.aspx?qprid=10&qpcustomd=0

    এক সময়ের, এই কথাটা বলতে কিন্তু উইন্ডোস ২০০০ কম ছিলো না। সবই অতীত। লিনাক্স সত্যি ই অনেক ফাস্ট। যাই হোক, প্রথম টামেন্টের জন্য ধন্যবাদ। উইন্ডোস নির্ভরতার জন্য এই জরিপ, এক্সপির সমতুল্য বা তার থেকেও ভালো হলো লিনাক্স মিন্ট। তাই সবাইকে জানানো উচিত ফ্রিওয়্যার সম্পর্কে।

      Brother, I am using windows for a long time. I have used the original windows 7, 8, 8.1 and now 10 as my university has a subscription in microsoft. I have also used ubuntu for sometime. You can’t compare windows to linux. Linux can never be a daily driver to general people and to engineers as there is not a single software in linux for high level research. But if you tell me to write down my own software then I can’t argue with you. If I could make my own software I would have been the 2nd Bill Gates.

        i’m agree with u……..

        নিজস্ব অপারেটিং সিস্টেম অনেক আছে, ছিল আর থাকবে। যেমন লিনাক্স এর অনেক ডিস্ট্রো আছে। জানালা বা ম্যাক বাদেও আছে স্কাই, সোলারিস বা কোরিয়া, জাপানীর নিজস্ব সিস্টেম। আর ছিলো ইউনিক্স এর মতো সিস্টেম। আপনি কেনোই বা পারবেন না? পারলে এই মুভিটা দেখুন আজ জানুন Apple ব্রান্ড এর জন্মের ইতিহাস।
        http://goo.gl/sNBawF মানুষ কি না পারে?

    sob e thik ase oita jokhon cilo tokhon oitai best cilo but somoy er sathe ajker best ta future e last hoye jabe aitai niyom,,,,,,,,,,,

      নতুন এবং সুবিধা যে দিবে তাকেই গ্রহন করতে হবে বা করা উচিত। যেমন এন্ড্রোয়েড কে সবাই গ্রহণ করেছে জানালা বা ব্ল্যাক বেরী কে পিছনে যা লিনাক্স এর একটি কার্ণেল

আসলে আপনার লেখাটা পুরোটাই উইন্ডোজের নেতিবাচক যা সহযে মানতে কেমন লাগে । উবুন্টু অবশ্যই ভালো তবে একটা লাইসেন্সড ভারসনের মান এতটাই ভালো হয় যে উইন্ডোজ বারবার সেটাপ দিতে হয় না।

    ami nijew apnader moto DVD kine windows use korce……..er লাইসেন্সড ভারসনের মান valo hobe aitai savabik ……….

    কি যে বলেন ভাই, কয়জন অরিজিনাল লাইসেনশড ধারী আছে? আর সেটয়াপের কথা নাই বা বললাম।

টিউন করবেন মানসম্মত । সেটা যদি বিতর্কতিত হয়ে পড়ে তবে সেটা করার দরকার নেই ।

পাবলিক আপনার মত এত বেশি বুঝলে উইন্ডোজ চালাত না । সবাই লিনাক্স নিয়াই নেমে পড়ত ।

    মোশারফ তানভির jibone 1st pc use korcen e hoito উইন্ডোজ xp diye …….amio tai but jeta valo seta বিতর্কতিত korlei tar man kome jabe na,,,,,,,,,,,,,, বিতর্কতিত kore apnar moto manush rai kore……… ato jokon xp er kotha bolcen jan thole licence kora version kine chalan……….ekta OS free er tar joto subidha ase seta jodi valo hoi tahole obossoi shae kore uchit,,,,,,,, apnar valo na lagle use koiren na……… er valo kono chesta k বিতর্কতিত korben na

      Brother, I am using windows for a long time. I have used the original windows 7, 8, 8.1 and now 10 as my university has a subscription in microsoft. I have also used ubuntu for sometime. You can’t compare windows to linux. Linux can never be a daily driver to general people and to engineers as there is not a single software in linux for high level research. But if you tell me to write down my own software then I can’t argue with you. If I could make my own software I would have been the 2nd Bill Gates.

      ধন্যবাদ ভাইয়া, বুঝানোর জন্য।

    মোশারফ তানভির apnake er ek ta kotha bolte vule gesi “টিউন করবেন মানসম্মত” nijei 1tu vabun TT te onek faltu tune hoi ………….kew kew meye manush er name e id khule niomito bit.fly adf.ly ai dhoroner link share kore koi sekhane to apnake kono kicu bolte dekhi na …….hate ki churi pore bose thaken tokon……….. nije মানসম্মত thakun onno kaw k upodesh deya sohoj niye মানসম্মত hon ok

    এখানে বিতর্কিত কি ভাই? এটা আলোচনা যেখানে সমালচনাও স্থাপিত হয়। জন্ম xp এর হাতে তাই আমরা সহযে এটা ছাড়তে চাই না। কিন্তু আমাদের এই ধারা থেকে বেড়িয়ে আসাটাই ভালো, আমাদের জানতে বা জানাতে হবে যে জানালা বা ম্যাক এর থেকেও ভালো কিছু আমাদের জন্য আছে, সময় এখন গ্রহনের। যা বিনা মূল্যে…………

টাকার জোরে নয় বরং নিজেদের সেবার মাধ্যমে মানুষের মন জয় করছে

ও আচ্ছা , এজন্যই বোধহয় সারা পৃথিবীতে লিনাক্স ইউজার মাত্র 1.5% ? ভালো কোনো ফটো এডিটর নাই, IDE নাই, ভিডিও এডিটর নাই ( এনিমেশন এর কথা তো বাদ ই দিলাম ) সেই জিনিসের আবার অবস্থান ????? আর গেম এর কথা তো নাই ই বলি, বিলিয়ন ডলারের গেমের মার্কেট পুরোটাই উন্ডোজের দখলে । উবুন্টু দিয়ে ২ লাইনের ওয়েব ডেভেলপমেন্ট আর এন্ড্রয়েড এপ ছাড়া কোন কাজটা করা যায় ? – https://en.wikipedia.org/wiki/Usage_share_of_operating_systems

সহজলভ্য নয়। বংলাদেশী হিসেবে আসল উইন্ডোজের দাম ১৩,৫০০ (সাড়ে তের হাজার) টাকা। তবে মাত্র ৫০ টাকায়ও পাইরেসী করা উইন্ডোজ ওএস পাওয়া যায়। কিন্তু এতে কিছু কিছু ফাইল অনুপস্থিত থাকে।

এই তথ্য কোথায় পেয়েছেন ? নিশ্চই কোনো লিনাক্স ফোরাম থেকে ? উইন্ডোজ এইটের দাম ৩৮০০ টাকা আর উইন্ডোজ ১০ সম্পুর্ন বিনামুল্যে ।

প্রচুর পরিমাণে ভাইরাস তৈরি করে। বিশেষ করে সর্টকাট ভাইরাস। এছাড়াও যেকোনো ভাবে সহজেই ভাইরাস প্রবেশ করতে পারে। এমনও কিছু ভাইরাস আছে যা এন্টি ভাইরাস দ্বারাও সহজে ধ্বংস হয়না।

নিয়মিত পর্ন সাইট ভিজিট করলে আর যার তার কম্পিউটারের সাথে ডেটা শেয়ার করলে তো ভাইরাস ঢুকবেই । আমি নিজে ৮ বছর ধরে উইন্ডোজ ইউজ করছি । গত চার বছরে কম্পিউটারে একটা শর্টকার্ট ভাইরাস ও ঢোকে নি ।

আপডেট দিতে টাকার প্রয়োজন হয়।

উইন্ডোজ কোনোদিন আপডেট দিয়ে দেখেছেন ? নাকি আপডেট আর আপগ্রেডের মাঝের পার্থক্যই এখনও বোঝেননা ?

প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ (যেমনঃ অফিস,অডিও-ভিডিও প্লেয়ার ইত্যাদি) আলাদা ভাবে ইন্সটল দিতে হয়।

উইন্ডোজে ডিফল্টভাবে Windows Media Player আর WordPad থাকে । আমি নিজেও ৬ মাস উবুন্টূ চালিয়েছি । আপনাদের অফিস এর যা অবস্থা সেই তুলনায় উইন্ডোজের ওয়ার্ডপ্যাড ও অনেক গুনে ভালো ।

টিউনের টাইটেল দিয়েছেন “উবুন্টু (বা লিনাক্স)” । উবুন্টু আর লিনাক্স কি এক জিনিস নাকি ? লিনাক্স আবার অপারেটিং সিস্টেম হল কবে থেকে ?

    Windows jokhon suru hoicilo tokhon er o user kom e cilo……….er windows OS e IOS ba linux er theke virus attack besy hoi aita nijew janen
    .
    apnar dekhi onek experience নিয়মিত পর্ন সাইট ভিজিট করলে আর যার তার কম্পিউটারের সাথে ডেটা শেয়ার করলে তো ভাইরাস ঢুকবেই ।….. valoi……..valo antivirus use korle net theke virus attack hoi na bollei chole
    .
    Windows Media Player e sob video/audio format chole na…..volume control valo na
    .
    উবুন্টু আর লিনাক্স কি এক জিনিস নাকি ?
    উবুন্টু linux OS kendrik……….android OS…..tizen OS ai gulaw linux kendrik
    .
    virus er hack er voi e google er moto boro tech jaint o linux kendrik server use kore………microsoft er nijeder jonno use kora server o linux kendrik………. windows to tader nijerder e tahole windows sever use kore na kano????
    .
    e chara er ja bolecen ami tar sathe 100% ak mot

      Level 0

      Windows এর IOS এর তুলনা কেন? IOS তো আইফোনের অপারেটিং সিস্টেম।আবাল মনে হয় ম্যাক অপারেটিং সিস্টেম কে বোঝাতে চেয়েছে।আগে ভালমত জেনে তারপর তর্ক করতে আইসেন।

      Level 0

      Windows এর IOS এর তুলনা কেন? IOS তো আইফোনের অপারেটিং সিস্টেম।বেকুব মনে হয় ম্যাক অপারেটিং সিস্টেম কে বোঝাতে চেয়েছে।আগে ভালমত জেনে তারপর তর্ক করতে আইসেন।

        ami just OS gular user k bujhanor try korce j suru er diye pc OS hok er mobile os hok setar user kom thake…………. bekub to apni example na bujhei bolod er moto vul dhoren

      সঠিক উদাহরন ভাইয়া, আজকাল হোস্টিং এর অনন্য বৈশিষ্ট্য হলো লিনাক্স সিকিউরড সার্ভার, এটা মনে হয় অনেকেই ভুলে গেছেন।

    অনেক ভালো রিসার্চ করেছেন। যাই হোক…..

    ০১. “ও আচ্ছা , এজন্যই বোধহয় সারা পৃথিবীতে লিনাক্স ইউজার মাত্র 1.5%”…. ভাইয়া, এটা নির্ভরতা বেশী। কিন্তু আপনার হাতের ফোনটা মনে হয় এন্ড্রোয়েড যা লিনাক্স এর একটি কার্নেল। এটার দিকে দেখুন তাহলে, সারা বিশ্বে কতজন এন্ড্রয়েড ইউজার?

    ০২. বিল্ট ইন যে এডিটর আছে তা নিয়ে ভালভাবে কাজ করুন, অবশ্যই বুঝবেন। হয়তো এডোব প্রোডাক্ট এর সমান নয়, কিন্তু কাছাকাছি।

    ০৩. জানালা ১০ সম্পূর্ন বিনামূল্যে, মানলাম। কিন্তু সেটা সারা জীবনের জন্য নয়, মাত্র ১ বছরের জন্য। তারপর? পাইরেটেড নাকি লাইসেন্স নিবেন?

    ০৪. ভাই পর্ণ সাঈট ছাড়া কি আর ভাইরাস আসে না ?

    ০৫. ডিফল্ট প্লেয়ার দেয়া আছে জানালা তে এটা জানি আমরা। কতোজন ব্যাবহার করেন এটা? ঠিক তো গম প্লেয়ার, ভিএলসি প্লেয়ার বা কে এম প্লেয়ার ইত্যাদি ইত্যাদি খুজে নেন ।

    ০৬. ভাই জানালার কমান্ড দেখা আছে যা সেই ডস মুডের পর আর বেশী এগোতে পারেনি। আর লিনাক্স ভিত্তিক কার্ণেলগুলোর টার্মিনাল ব্যাবহার করে দেখেন কতো শক্তিশালি আর ইউজার ফ্রেন্ডলি।

    ০৭. ভাই অনেকের কাছেই লিনাক্স এর ডিস্ট্রোগুলো অপরিচিত। অনেক ডিস্ট্রো আছে যেমন ঃ উবুন্টু, লিনাক্স মিন্ট, ফেডেরো ইত্যাদি ইত্যাদি যা সবাই আমাদের কাছে লিনাক্স নামেই পরিচিত বা আমরা বলতে অভ্যস্ত। তাই ব্র্যাকেটে উল্লেখ করেছি যার মানে আমি লিনাক্সের একটি ডিস্ট্র নিয়ে আলোচনা করছি।

    ধনবাদ ইফতি ভাই, লিনাক্সের ডিস্ট্রোগুলো সম্পর্কে আমাদের আগে ভালোভাবে ধারনা নেয়া উচিত। কারন আমরা জানালাতে শুধুমাত্র অভ্যস্ত নয়, আমরা আসক্ত ও বটে। একটা ফ্রীওয়্যার হিসেবে আমরা সব ধরনের সহযোগিতা পাই লিনাএক্স ডিস্টড়োগুল থেকে, কিন্তু পাইরেটেড ইউজার হবার কারনে অনেক সময় না, কখোনোই আমদের (পাইরেটেড ইউজার) কোনো সহযোগিতা দেয়া হয় না।

আপনিতো উইন্ডোজ নিয়ে একটা নেতিবাচক কথাও বললেননা, উইন্ডোজ এর যদি সামান্যতম কিছুও থেকে থাকে, তাও আপনার টিউনে অনুপুস্থিত, যতটুকু বুঝতে পারছি, আপনি মনে হয় উবুন্টু নিয়ে মহা বিপদে আছেন, তাই ভাবছেন অন্য কাউকে যদি আপনার লাইনে আনা যায়… চিন্তাধারা বদলান…

    আপনি মনে হয় উবুন্টু নিয়ে মহা বিপদে আছেন, তাই ভাবছেন অন্য কাউকে যদি আপনার লাইনে আনা যায় apnar ai kotha thik hotew pare naw pare,,,,,,,,,, pc use kora suru ei korce windows diye ….jai hok windows obossoy onek onek valo….but free hisebe linux j subidha disse seta k kom vabar kono karon nai

কে বলেছে আপনাকে যে উইন্ডোজ পয়সার জোরে টিকে আছে? তাই যদি হোত তাহলে আর ঊইন্ডোজের বিশ্ব ব্যাপি এত ব্যাবহার হোত না। তাহলে আর উইন্ডোজের ক্রা-ক খোজার আর এত ধুম পড়তো না. জনপ্রীয়তা আছে আর ইউজার ফ্রেন্ডলি বলেই না মানুষ পাইরেটেড উইন্ডোজ ব্যাবহারেও পিছপা হয়না। আপনি বলছেন লিনাক্সে ভাইরাস এ্যটাক হয়না? লিনাক্সেও ভাইরাস এটাক হয় তবে লিনাক্সের জন্য ভাইরাস কম তৈ্রী করে ভাইরাস ক্রিয়েটার রা. কারণ লিন্যাক্সের থেকে উইন্ডোজের ব্যাবহারকারী অনেক বেশি আর জনপ্রীয়তা অনেক বেশি তাই ভাইরাস প্রোগ্রামারদের উইন্ডোজের জন্য ভাইরাস তৈ্রী অনেক লাভজনক। লিনাক্স ভাইরাস যে আছে এবং তা দিন দিন যে বাড়ছে তার প্রমানঃ—-In the past, it has been suggested that Linux had so little malware because its low market share made it a less profitable target. Rick Moen, an experienced Linux system administrator, counters that:

[That argument] ignores Unix’s dominance in a number of non-desktop specialties, including Web servers and scientific workstations. A virus/trojan/worm author who successfully targeted specifically Apache httpd Linux/x86 Web servers would both have an extremely target-rich environment and instantly earn lasting fame, and yet it doesn’t happen.[3]

In 2008 the quantity of malware targeting Linux was noted as increasing. Shane Coursen, a senior technical consultant with Kaspersky Lab, said at the time, “The growth in Linux malware is simply due to its increasing popularity, particularly as a desktop operating system … The use of an operating system is directly correlated to the interest by the malware writers to develop malware for that OS.”[4]পুরো নিউজ পড়ুন……https://en.wikipedia.org/wiki/Linux_malware সোর্স উইকি পিডিয়া

Tom Ferris, a researcher with Security Protocols, commented on one of Kaspersky’s reports, stating, “In people’s minds, if it’s non-Windows, it’s secure, and that’s not the case. They think nobody writes malware for Linux or Mac OS X. But that’s not necessarily true,”[4]

    পারেন ও বটে আপনারা

    নিউজ না পড়ে ডেভেলপিং কাজ বেশি করতে গেলেই এক সময় বুঝবেন উইন্ডোজ কত সমস্যা করছে। এছাড়াও ভাইরাস এবং মলওয়্যার তো আছেই। তবুও মাঝে মাঝে সাধারন ব্যবহারকারী যারা সহজেই সব চায় কিছু শিখতে চায় না, তাদের জন্য উইন্ডোজটাও রাখা যেতে পারে লিনাক্সের পাশে। এটা আগেই বলা হয়েছে সবার জন্য না। এমনকি আমার জন্যও নয়। তবে আমি জানি আমার কাজে বেশি দক্ষ্য হতে হলে লিনাক্স লাগবেই উইন্ডজোএর পাশাপাশি। আর কত গেম খেলবো !!

apni 100% thik bolecen………. jetar user besy thakbe tar jonnoi to valo and kharap mane virus besy toiri hobe….jamon akhon android er jonno virus besy ase……….. iOS, tizen OS, ba windows OS phone er theke………

Ubuntu is a special purpose OS.Not for all. It’s virus less but useless also for general purpose.

Level 0

প্রয়োজনীয় সকল সফটওয়্যার ইন্সটল করা থাকে,আমার হিন্দি চুল থাকে :S

    প্রয়োজনীয় সকল সফটওয়্যার ইন্সটল করা থাকে na…………. windows e jamon bivinno kaj er jonno software deyai thake linux eo kicu thake thake ,,,,,,,,, but besy jaiga niye setup dile onek software paowa jai er er jonno debien version lagbe,,,,,,,,,

    Level New

    হাহ হাহ হাহ হাহ হা ………………

ভাই যারা উইন্ডোজ নিয়ে লাফাচ্ছেন তারা কি 1/2 মাস উবুন্ত নিয়ে খুব ভালভাবে জেনে বুঝে শিখে সেটাপ করে চালিয়ে কথাগুলো বলছেন? আপনি প্রথম যখন xp ব্যবাহার করেছেন তখন লিনাক্স ডিস্ট্র গুলো বর্তমানে অবস্থা ছিল না। বা অতটা প্রচলন ছিল না বা একটু কঠিন ছিল বলেই কেউ হয়ত এটা চালাত না তাই xp মার্কেট টা ধরে ফেলেছে এবং আপনি এতে অভ্যস্ত হয়ে পরেছেন। বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করব না। তবে যারা না ব্যবহার করে না শিখে না বুঝে লাফালাফি করে তারা মুর্খ। আর আমি মনে করি মুর্খ দের জন্য লিনাক্স না। এটা ব্যবাহার শিখতে হলে এর পিছনে আপনাকে সময় দিতে হবে ধের্য্য ধরতে হবে এটা সম্পর্কে আরো ভালভাবে বুঝতে হবে তারপর আপনি লিনাক্স এর মজা পাবেন। আর এখানে শুধু লিনাক্স এর পজেটিভ আর উইন্ডোজের নেগেটিভ তুলে ধরা হয়েছে। আমার মতে তেল আর জল এক হবে না লিনাক্স আর উইন্ডোজ এর কাজ এক হবে না। উইন্ডোজে এমন কিছু কাজ আছে যা লিনাক্স এ করা একটু কষ্টকর আবার লিনাক্স এর কিছু ব্যবহার আছে যা উইন্ডোজ এ করা সম্ভব না। সব থেকে বড় কথা লিনাক্স কাজ করে মানুষের কল্যানে আর উইন্ডোজ কাজ করে তার নিজের কল্যানে। উইন্ডোজ আপনাকে তার সোর্স কোড দিবেনা কিন্তু লিনাক্স এর সব সোর্স গুলোই আপনি পাবেন বিনামুল্যে। আর প্রোগামার দের শেখার জন্য লিনাক্স ব্যবাহার করা হয় কারন উইন্ডোজ এর সোর্স আপনি টাকা দিয়েই পাবেন না। আপনার কম্পিটার এর বেশির ভাগ সফট বা গেম বাইরের কোন প্রোগ্রামার এর। লিনাক্স এর ইউজার কম আর গেম বানালে টাকা পাবে না বলে প্রোগামার গেম বানাই না। আরো অনেক বিষয় আছে সেগুলো না জেনে লাফালাফি না করলেই ভাল হয়। আর আমাকে যদি লিনাক্স আর উইন্ডোজ এর কম্পেয়ার করতে বলা হয় আমি যেহেতু 2 টাই একসাথে ব্যবাহার করি আমি 100% এ 60% লিনাক্স কে দেব আর 40% ‍ উইন্ডোজ কে দেব।

মোহাম্মদ আপন pnake thnx sundor vabe eder bujhanor jonno………..but amar mone hoi tar por o oneke post na pore na bujhei sudhu comment pore torko kora suru korbe………..xp jokon 1st use kori tokhon Ctrl+C diye copy koja jai jantam na………….pore sikhce,,,,,,,,apni 100% r8……….kono kicu er babohar na jene use korle kothin mone hobei……… abaro thnx ato sundor comment er jonno

Level New

মিয়া আম্নে Windows OS এর কিছুই বুজেন না। আম্নে কি জানেন DirectX কি এবং কি কাজে লাগে?
জানলে আম্নের এই পোস্ট তা আহনি Delete করুইন মিয়া ।

প্রকৃতপক্ষে উিইন্ডোজের কাছে আমরা দায়বদ্ধ ও কৃতঙ্গ । উইন্ডোজ ও ম্যাক ও এস নিয়ে আপনার টিউন হলে আরো জমতো ।

যারা ফাউল উইন্ডোস এর গুণগান গাচ্ছেন তাদের প্রতি অনুরোধ করবো যে পারলে একবার লিনাক্স ব্যাবহার করে দেখুন। তবে শুরুতেই লিনাক্স এর হাই ভারশন চালাবেন না। মিন্ট অথবা জোরিন দিয়ে শুরু করেন।

কমেন্টগুলো যায়গামতো ঠিকঠাক প্লেস হচ্ছে না, যাই হোক সারা দিন অফিসে ব্যস্ত থাকার কারনে উত্তর দিতে পারিনি। চেষ্টা করেছি, ধন্যবাদ ভাইয়াদের যারা ব্যাপারটা বুঝাতে সাহায্য করেছেন। উইন্ডোজের গুণের কথাগুলো বলে পোস্টে আমি ত্যানা প্যাচাতে চাই নি, কারন ৯৯% ইউজার কে তা আর নতুন করে বুঝানোর মানে হয় না। যে যায়গাগূলো সমস্যা আমি সেগুলো তুলে ধরেছি। আর আমি এটা নিজের মতামত দিয়ে লিখিনি তা উল্লেখ করেছি। তবে লিনাক্স সম্পর্কে আমাদের অনেকেরই ধারনা সীমিত, কঠিন মনে করে আমরা এড়িয়ে যাই। তাই লিনাক্স এর একটা ডিস্ট্রো সিলিক্টয় করে আমরা যদি একটু সময় দেই, তাহলে মনে হয় এই ফ্রীওয়্যারটা আমাদের কাজে আসবে। আমরা এখন ফ্রীওয়্যার এর মর্ম বুঝি। আইডিএম নিয়ে আমরা কতো ঝামেলাতে পড়ি,মতাই এখন অনেকেই বিকল্প হিসেবে ঈগলগেট ব্যাবহার করি। তাই সময় এসেছে সুবিধা নেবার, লিনাক্সের ডিস্ট্রগুলোর।

Level 2

Ami Jodi akhon Linax or Ubuntu use korte chai, thaole konta use kora best hobe? kon version?

ami age kokhono linax or ubuntu use korinai

    নতুন ইউজার হলে লিনাক্স মিন্ট ব্যাবহার করতে বলবো। কারন আপনি এর সাথে আপনার চিরিচেনা এক্সপির কিছুটা নয় অনেকটা মিল পাবেন আর অনেক সোজা

      Level 2

      version ???

      ar amar xp akdom valo lage na 😛

    প্রথম ইউজার হলে লিনাক্স মিন্ট ব্যাবহার করতে বলবো

আমি এখন Most Wanted গেম খেলব
উবুন্টুতে খেলা যাবে ???

    এই জন্য আপনি লিনাক্সের সাথে উইন্ডোজ দুইটিই রাখতে পারেন। এতে করে লিনাক্স দিয়ে ডেভেলপিং কাজ করবেন আর উইন্ডোজ দিয়ে গেম খেলবেন। লিনাক্স নিয়ে এমন তর্ক আজকাল কেউ করে না। আর করলেও রিপ্লাই কেউ দেয় না। কিছু মনে করবেন না। আমার সব ডেভেলপার বন্ধুরা লিনাক্স ব্যবহার করে আর পাশাপাশি গেম খেলতে উইন্ডোজটাকে রাখছে। সব টিউন সবার জন্য থাকে না, তাই বলে তর্ক করাটা কেমন না বলেন !!

লিনাক্স সিকিউর এবং খুবই ভালোমানের অপারেটিং সিস্টেম আর বিশেষ করে এটা ডেভেলপারদের জন্য বেস্ট। লিনাক্স তো লিনাক্স। এটা নিয়ে বলার কিছু নেই। আমার ডেভেলপার বন্ধুরা তো বলে লিনাক্স ডেভেলপারদের জন্য আর উইন্ডজো ইউজারদের জন্য যারা বেশি গেম খেলে। যা হোক। আপনার লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ। আমার কাজে আসছে। তবে আমার কিছু বিষয় জানার ছিল। আমি লিনাক্স ও উইন্ডজো দুইটাই রাখতে চাই। এক্ষেত্রে আমি লিনাক্স থেকে কে অন্য সকল ড্রাইভের ফাইলগুলো একসেস করতে পারবো?