সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন, তবুও জিজ্ঞেস করলাম। আসলে শুরু করবো কি লিখে বুঝতে পারছিলামনা।
আজকে আমি মূলত কালি লিনাক্স ইন্সটল করা নিয়ে কথা বলবো। যারা এই টিউন পড়ছেন, আশা করি সবাই কালি সম্বন্ধে জানেন। অনেকে হয়তো আমার চেয়ে বেশি জানেন, কারন আমি কালি ইন্সটল করতে পারলেও এটা চালাতে পারিনা। আজকের টিউনটা মূলত ভিডিও টিউন ভিত্তিক একটা টিউন। এইটাই আমার ফার্স্ট ভিডিও টিউন। তাই, বুঝতেই পারছেন টিউনে অনেক ভুল-ভ্রান্তি পাবেন। দয়াকরে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
কালি লিনাক্স ইন্সটল দেওয়ার জন্য যা যা দরকার হবে-
* কালি লিনাক্স এর iso ফাইল
* একটা পেনড্রাইভ
* আপনার ইচ্ছাশক্তি (যদিও এই জিনিসটা প্রথমে দরকার)
আমি প্রথমেই বলেছি আজকের টিউনটা মুলত ভিডিও টিউন। সো, বুঝতেই পারছেন, এখন আমাদের ইউটিউবে চলে যেতে হবে।
আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A man who listens to his heart.
kali linux-এর iso file-এর সাইজটা কত হতে পারে?