গ্রাব, লিনাক্স সিস্টেমে সবচাইতে বেশী ব্যবহৃত বুটলোডার গুলির ম্যধ্যে একটি। কম্পিউটার অন করার সময় যে উইন্ডো থেকে কোন অপারেটিং সিস্টেম ওপেন করবেন সেটি নির্বাচন করতে হয় সেটিকে বুটলোডার মেনু বলে। সাধারনভাবে এটি কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা থাকে। যদি আপনি এটিতে সন্তুষ্ট থাকেন তবে টিউটোরিয়ালটি না পড়লেও চলবে । কিন্তু যদি আপনি বুটলোডার মেনুটি এডিট করে নিজের পছন্দ মত তৈরী করতে চান তবে এই লেখাটি আপনার কাজে আসবে আশা করছি।
যে কোন ছবি এডিট করার সফটওয়্যার ব্যবহার করে এটি তৈরী করা যায়। তবে ছবি নির্বাচনের সময় যে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত ছবিটির আকার যেন ৬৪০x ৪৮০ হয় এবং এটি যেন অতিরিক্ত রং এর ব্যবহার হয়েছেএমন কোন ছবি না হয় কারন Grub শুধুমাত্র ১৪-বিট রং সমর্থন করে। কারন যখন ছবিটি Grub এর উপযোগী ফরম্যাটে পরিবর্তন করা হবে তখন দেখা যাবে অনেক কিছুই ঠিক ভাবে দেখা যাচ্ছে না।
http://www.gnome-look.org ওয়েব সাইটটিতে আপনি এধরনের অনেক ছবি পাবেন, সেখান থেকেও আপনি একটি বেছে নিতে পারেন।
ছবিটি এডিট করা শেষ হলে jpg, png এর মত যে কোন একটি ফরম্যাটে সেভ করে রাখুন।
প্রথমে ছবিটি GIMP (Applications >> Graphics >> GIMP Image Editor) নামের ছবি এডিট করার সফটওয়্যারটিতে ওপেন করতে হবে।
ফরম্যাট পরিবর্তন করতে হবে এভাবে
Image >> Mode >> Indexed
এবার একটি উইন্ডো ওপেন হবে যেখানে Generate optimum palette লেখাটি নির্বাচন করতে হবে এবং Maximum number of cocors -এ 14 লিখতে হবে। উইন্ডোটির নিচের অংশে Color dithering None নির্বাচন করুন। এবং ছবিটি কনভার্ট করুন।
এবার File >> Save as থেকে ছবিটি সেভ করবেন .xpm ফরম্যাটে।
ছবিটির উপর মাউসের ডান বাটন চাপুন এবং Create Archive নির্বাচন করুন।
নতুন একটি উইন্ডো ওপেন হবে যেখঅন থেকে আপনি Archive এর ধরন .gz নির্বাচন করতে হবে। সংকুচিত করার পর ফাইলটির নাম হবে <image_name>.xpm.gz এখানে <image_name> হবে ছবিটির নাম।
বুটলোডারে ছবিটি সেট করার দুধরনের পদ্ধতি আছে, আপনি যেকোন একটি ব্যবহার করে কাজটি করতে পারবেন। প্রথম পদ্ধতিটি একটি নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং সেটি ব্যবহার করে ছবিটি সেট করা যাবে এবং দ্বিতীয় পদ্ধতিটি বেশী সহজ নির্দিষ্ট একটি ফোল্ডারে ছবিটি রাখতে হবে এবং এরপর একটি ফাইলে লিখে দিতে হবে যে ছবিটি কোথায় রাখা হল।
Startup manager ইনস্টল করতে এখানে ক্লিক করুন।
টারমিনাল(Applications >> Accessories >> Terminal) থেকে ইনস্টল করতে হলে লিখুন
sudo apt-get install startupmanager
~ Startup Manager (System >> Administration >> StartUp Manager) ওপেন করুন। Boot options ট্যাব(প্রথম ট্যাব) থেকে Show bootloader menu নির্বাচন করুন।
এবার Appearance ট্যাব থেকে Manage bootloader themes বাটনে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি ওপেন হবে সেখান থেকে Add বাটনে ক্লিক করে সেভ করা কম্প্রেসড ফাইলটি নির্বাচন করে দিন।
Close বাটন চেপে বেরিয়ে এসে use background image for bootloader menu নির্বাচন করতে হবে । কম্পিউটার রিস্টর্ট করুন । এখন থেকে আপনি Grub -এ নতুন ছবিটি দেখতে পাবেন।
Alt+F2 একসাথে চাপুন, Run Application নামে একটি উইন্ডো ওপেন হবে। সেখানে gksu nautilus লিখে Run বাটন চাপলে আপনার পাসওয়ার্ড জানতে চাওয়া হবে সঠিক ভাবে পাসওয়ার্ড লিখলে একটি ফাইল ব্রাউজার উইন্ডো ওপেন হবে। বাম দিকের সাইড প্যানেল থেকে File System নির্বাচন করুন। এবার boot >> grub ফোল্ডারটি ওপেন করে সেখানে themes নামে একটি ফোল্ডার তৈরী করুন। এই ফোল্ডারে আপনি একটু আগে তৈরী করা <image_name>.xpm.gz ফাইলটি রাখবেন।
grubফোল্ডারে menu.lst নামে একটি ফাইল আছে সেখানে নিচের লেখাটুকু কপি করে পেস্ট করে দিতে হবে।
######################################################
foreground=ffffff
background=00254c
splashimage=/boot/grub/themes/<image_name>.xpm.gz
######################################################
এখানে <image_name> এর জায়গায় ছবিটির নাম হবে। যেমন ছবিটির নাম যদি ubuntu হয় তবে <image_name> এর জায়গায় ubuntu লিখতে হবে।
আমি nasir khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সৈকত,
তুমি সবার জন্য যা করছো, তা অত্যন্ত প্রশংসনীয়।
তবে সবার আগে বলো, কিভাবে গ্রাব লোডারের সিকোয়েন্স চেন্জ করতে হয়।
কারণ আমি (সবাই) চাই গ্রাব লোডরে সবার আগে যেন এক্সপি থাকে, আর সবার পরে যেন থাকে উবুন্তু।
জিকো