অবশেষে রিলিজ হয়ে গেলো কালি লিনাক্স এর লেটেস্ট ভার্শন ‘কালি সানা’ গরম গরম এখনি ডাউনলোড করে নিন

সবাই কেমন আছেন? আমি জানি সবাই অনেক অনেক ভালো আছেন।
যারা হ্যাকিং এ প্রচুর আগ্রহী তাদের কাছে কালি লিনাক্স অনেক বড় একটা সুযোগ করে হ্যাকিং কাজ-কর্ম  করার জন্য। আর কালি লিনাক্স কি? সেটা আমার চেয়ে আপনারাই ভালো বলতে পারবেন। কারন আমি কোনো হ্যাকার না। 
তারপরেও নতুনদের জন্য একটু বলে দেই (যারা এক্সপার্ট তারা আমাকে গাধা বইলেন না আবার)- 
কালি লিনাক্স হলো একটা অপারেটিং সিস্টেম যেটা হ্যাকারদের জন্য  তৈরি। বিভিন্ন রিসোর্স পড়ে যতদূর জানতে পেরেছি, যে কালি লিনাক্স এর সব টুলস্‌ এর ব্যবহার পারে, তাকে আটকানো অনেক কঠিন। সে হ্যাকিং এর অনেককিছুই জানে।

আজকে আমি আপনাদের সাথে কালি লিনাক্স এর লেটেস্ট ভার্শন কালি সানা শেয়ার করবো। অনেকেই হইতো জানেন কালির এই ভার্শন সম্বন্ধে। হ্যাকারদের জন্য আশির্বাদস্বরুপ এই কালি লিনাক্স। জটিল সব ফিচার নিয়ে হাজির হয়েছে কালি সানা নামে। অফিসিয়ালি ১১ তারিখে রিলিজ হয়েছে তাদের এই ভার্শনটি।যারা এখনো ডাউনলোড করেননি তারা জলদি ডাউনলোড করে নিতে পারেন এখনি।

সরাসরি এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন-

চাইলে তাদের অফিসিয়াল সাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন।

ফিচারসমূহঃ যারা এখনো কালি সানার ফিচার সম্বন্ধে জানেনা তারা এখনি নিচ থেকে ফিচারগুলো দেখে নিতে পারেন।
Youtube Link: Click to watch review 

প্রথম প্রকাশিত এখানে
আমার ব্লগঃ ফালতুসাইট.নেট

আজকের মতো এখানেই শেষ করছি।
আবার কোনো একদিন দেখা হবে...

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি x86 এ x64 আর x64 এ x86 এর লিঙ্ক দিলেন!