ফেডোরা ইন্সটল করবেন যেভাবে (ওপেন সোর্স সফওয়ার)

আমরা জানি আর কিছুদিন পরেই ফেডোরার নতুন ভার্সন আসতে যাচ্ছে। তো একটু কেরামতি করি মানে আগে থেকেই ইন্সটল টা শিখে ফেলি। ইন্সটল করার আগে আসুন ফেডোরার সাথে পরিচয় হয়ে। ফেডোরা লিনাক্সেরই একটি ভার্সন। এর গ্রাফিকেল ইন্টারফেস মোটামোটি সুন্দর। এটা উবুন্টু মতই কাজ করে ইত্যাদি। তবে উবুন্টু সব ফাইল উবুন্টুতে যেভাবে ইন্সটল করেন ফেডোরাতে সেভাবে ইন্সটল করতে পারবেন না। মানে বুঝনই একেক অপারেটিং সিসিটেম একেক রকম হয়। তো প্রথমে চলুন দেখী এটা দেখতে কেমন। নিচের ছবিটি দেখুন।

ছবিটি দেখার পর যদি আপনার কাছে ফেডোরা ভালো লাগে তবে ডাউনলোড করুন।

ডাউনলোড করুন এখান থেকে।

এখন একবার কষ্ট করে এই লিংকে যান এবং ঐ মোতাবেক কাজগুলো করুন এবং সিডিতে বা ইউএসবিতে ফেডোরা রাইট করুন।

ইন্সটলঃ

এতক্ষণে মানে ডাউনলোড করতে (যদি কারেন না যায়) ১২ ঘন্টা সময় তারপর সিডি/পেনড্রাইভে রাইট করা ইত্যাদি কষ্ট করে যে কাজগুলো করেছি তা শুধু ফেডোরা ইন্সটল করার জন্য। তবে কথায় আছে না কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে। তাহলে চলুন সেই কেষ্টটা মানে ফেডোরা ইন্সটল করে দেখী।

বুটেবল সিডি বা পেনড্রাইভ প্রবেশ করান ও কম্পিউটার রিষ্টার্ট করুন। লগইন উইন্ডো আসবে। অটোমেটিক লগইন (Live Drive) নির্বাচন করুন। যদি আপনি ইন্সটল ইট নির্বাচন করেন তবে ফেডোরা ইন্সটল হবার সময় আপনার কম্পিউটারের হার্ডডিক্স ফরম্যাট করে ফেলবে। নেক্সট এ ক্লিক করুন। কিবোর্ড এর লেআউড নির্বাচন করে নেক্সট এ ক্লিক করুন।

কম্পিউটারের নাম লিখুন।

পরের ধাপে Create custom layout তে ক্লিক করে নতুন দুটি পার্টিশন তৈরী করতে হবে। পার্টিশন তৈরী করতে যেকোন একটি ড্রাইভে ক্লিক করুন এবং resize/move এ ক্লিক করে ১৫ গিগাবাইট জয়গা নিন। এভার ১৫ গিগাবাইটের ঐ খালি জায়গাটিতে রাইট ক্লিক করে New তে ক্লিক করুন এবং ১২ গিগাবাইটের একটি পার্টিশন তেরী করুন যার Mount Point: “/” (root) নির্বাচন করুন এবং File System Type: ext4 নির্বাচন করুন। এভার বাকি ৩ গিগাবাইট খালি জায়গাতে রাইট ক্লিক করে New তে ক্লিক করে File System Type: swap নির্বাচন করে Ok করুন। Next এবং Write changes to disk এ ক্লিক করুন। Boot loader operating system list থেকে Other নির্বাচন করুন । Next, এ ক্লিক করুন, ইন্সটলেশন শুরু হবে।

কিছুক্ষণ পরে Congratulations, the installation is complete দেখতে পাবেন যার মনে আপনি সফলভাবে ইন্সটল করেছেন। System> Shut Down> Restart এ ক্লিক কম্পিউটার রিস্টার্ট করুন। রিস্টার্ট করে ফেডোরাতে প্রবেশ করুন। এখানে আপনাকে ভিবিন্ন তথ্য দিতে হবে দিয়ে দিন। লগইন স্কিন আসবে লগইন করুন এবং উপভোগ করুন ফেডোরা।
টিউনটি কিছুদিন আগে আমার সাইট মুক্তব্লগে প্রকাশিত।

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটা কাজের জিনিস ভাল লাগল ।

http://firstaidstips007.blogspot.com/

কয়েকটা ছবি দিলে নতুনদের বুঝতে সুবিধা হত।
টিউন ভাল হয়েছে।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    দিয়েছিলাম, কিন্তু কেন যে সো করেনি। যাক আবার দিয়ে দিলাম।

আপনাকে স্বাগতম। আমি উবুন্টুতে আছি। আপনি কি ফেডোরায়? কি করেন?

    না ভাই। আমিও উবুন্টুতে আছি। তবে উবুন্টুর পাশাপাশি ফেডোরা টেষ্ট করব।

জি ভাই দেখলাম আপনার সাইট। তবে এভাবে এড দেওয়া কি ঠিক হল…।

Level 0

bhaia ami install korta parsi na……amer HD partition daoa asa.akon ami jokon pen drive dia boot kortisi tokon ami setup er create option a gia atka gasa.okana ami er create korta parsi na.it says not enough space……plz i need help…..