ডুয়ালবুট অবস্থায় লিনাক্সের যেকোন অপারেটিং সিস্টেম রিমুভ করবেন যেভাবে-

আমাদের লিনাক্স ওএস ব্যবহারকারিদের মধ্যে বেশিরভাগই ডুয়ালবুট করে উইন্ডোজ ও লিনাক্সের ওএস একসাথে ব্যবহার করার করার প্রবণতা বেশি দেখা যায়। এই ক্ষেত্রে কিভাবে এই ডুয়াল বুট লিনাক্স ওএস ইন্সটল দিতে হয় তার টিউটোরিয়াল যোগার করে ইন্সটল করতে আমাদের কোন অসুবিধা হয় না বললেই চলে কিন্তু সমস্যাটা হয় যখন আমরা লিনাক্সের সেই ওএসটি না চালানোর সিদ্ধান্ত নেই এবং খুব সহজ ভাবে
My Computer>>manage>>Disk Management এ গিয়ে লিনাক্সের অপারেটিং সিস্টেম ইন্সটল দেয়া ড্রাইভটি/ড্রাইভগুলো ডিলিট করে দেই আর ভাবি কেচ্ছা খতম...!

কিন্তু যখন রিস্টার্ট দেই তখন বুঝতে পারি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি...
কেননা আগের উইন্ডজ এখন আর চালানো যাচ্ছে না।

এই সমস্যাটা হওয়ার কারন হলো লিনাক্সের সেই অপারেটিং সিস্টেমটি রিমুভ হলেও গ্রাবমেনুটি রয়ে যায়।
আর তাই বাদ সাধে আপনার উইন্ডোজ ব্যবহারে আর এর সমাধানে উইন্ডোজ আবার আপনাকে নতুন করে উইন্ডোজ দিতে হয়। কিন্তু আপনি যদি জানেন কিভাবে এই গ্রাব(grub) মেনু রিমুভ করতে হয় তাহলে এই সমস্যাটা এড়াতে পারবেন।

উইন্ডোজ দিয়ে যেভাবে গ্রাব মেনু রিমুভ করতে হয়-

১। প্রথমে My Computer>>manage>>Disk Management এ গিয়ে লিনাক্সের অপারেটিং সিস্টেম ইন্সটল দেয়া ড্রাইভটি/ড্রাইভগুলো ডিলিট করে দিন। এরপর রিস্টার্ট দিন...

২। এবার উইন্ডোজ বুটেবল করা কোন পেনড্রাইভ বা ডিস্ক রান করান...যেভাবে উইন্ডোজ ইন্সটল দেয়ার সময় করেন ঠিক সেভাব...।

৩। সিডি বা পেনড্রাইভটি রান হলে Language to installTime formate... Keyboard input method এর অপশন আসবে তখন তা next দিয়ে পরের ধাপে চলে যান। এরপর install now স্টেপে এসে repair your computer এ ক্লিক করুন।

এখন আপনার এই বুটেবল করা সিডি বা পেনড্রাইভের অপারেটিং সিস্টেমটি যদি windows 8 হয় তাহলে advanced option>>command prompt এ যান... আর যদি windows 7 হয় তাহলে repair your computer এ গিয়ে পরে যে অপশনটা থাকবে তা next দিয়ে চলে যান এবং সেখানে গিয়ে command prompt সিলেক্ট করুন।
আশাকরি এই ধাপে এসে আমি যা বললাম তাতে করে আপনি খুব সহজেই বুঝে গেছেন যে আমাদের মুল কাজটি command prompt এ...

৪। এবার command prompt এসে লিখুন bootrec.exe /FixMbr এবং এন্টার চাপুন।
এই কাজ শেষ হলে এবার লিখুন bootrec.exe /FixBoot এবং এন্টার...
এই কাজ শেষ হলে exit লিখে এন্টার দিয়ে কমান্দ প্রম্পট থেকে বের হপ্যে যান এবং রিস্টার্ট দিন।
(conmand propmt এ কমান্ড লেখার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবেন।)

৫। আবার এই সিডি বা পেনড্রাইভে বুটেবল করা অপারেটিং সিস্টেমটি রান করুন।
এবারও আগের নিয়মে command prompt পর্যন্ত যান।

৬। এবার লিখুন-
diskpart এবং এন্টার চাপুন।

কমান্ড প্রম্পট এর কাজ এবার diskpart এ করবো আমরা...
এবার লিখুন list disk এবং এন্টার।
এতে করে আপনার পিসিতে কটা হার্ডড্রাইভ আছে তা শো করবে।
এখন সেখান থেকে সেই হার্ডড্রাইভটি সিলেক্ট করুন যেখানে অপারেটিং সিস্টেম ইন্সটল দেয়া আছে।

আমারটায় 0 নাম্বার হার্ড্ড্রাইভে তা ইন্সটল দেয়া আছে তাই আমি কমান্ড প্রম্পট এ লিখলাম-
select disk 0 এবং এন্টার চাপলাম।
ডিস্কটি সিলেক্ট হওয়ার পর কমান্ড প্রম্পট এ এবার লিখুন
list partition এন্টার...
তারপর পার্টিশনের লিস্ট আসবে আর তা আসলে লিখুন-
select partition 2 এবং এন্টার...

পার্টিশন এবার সিলেক্ট করার ক্ষেত্রে সে পার্টিশনটি সিলেক্ট করবেন যেটাতে আপনার উইন্ডোজ দেয়া আছে।
আমার দুই নাম্বার পার্টিশনে উইন্ডজ দেয়া আছে তাই আমি সেটা সিলেক্ট করলাম।
(সাইজ দেখে পার্টিশন চিনে নিবেন)
এবার প্রম্পট এ লিখুন
active এন্টার...
ব্যাস আপনার কাজ শেষ।
এবার exit এন্টার দিয়ে diskpart থেকে বের হোন এবং আবার
exit এন্টার দিয়ে কমান্ড প্রম্পট থেকে বের হয়ে যান...
রিস্টার্ট করুন এবং আরামে উইন্ডোজ চালান...

এই টিউটোরিয়ালটি সব লিনাক্স অপারেটিং সিস্টেমের গ্রাব রিমুভের ক্ষেত্রে প্রযোজ্য

TechTunes এ এটা আমার প্রথম টিউন। এখানে ভুলও থাকতে পারে, তাই এক্সপার্ট যাররা আচেন তাদের চোখে কোন প্রকার ভুল ধরা পরলে তা শুধরে দিবেন।
সবাইকে ধন্যবাদ।

ফেইসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি সাজিদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন করেছেন। প্রিয়তে রাখলাম। txQ

ধন্যবাদ জনি ভাই… 🙂
ভবিষৎ এ টিউন করার উৎসাহ পেলাম। 😀

অনেক ধন্যবাদ ভাই আমি একবার এই সমস্যায় পড়েছিলাম।

কাজের জিনিস।।
Thanks for Share..

প্রিয়তে রাখলাম

Tnx…

নতুন কিছু নয়।

vai kali linux install niye video post korle valo hoto. amr moto aro onk unexpart ra upokrito hoto…..

    আমি নিজেও কালি লিনাক্সের কিছু বুঝি না।
    তবে অল্প সল্প যা জেনেছি তা সম্পর্কে তা নিয়ে একটা পোস্তদিব ভাবছি যাতে কালি লিনাক্স নিয়ে ভ্রান্ত ধারণার দূর হয় আপনাদের।

দেরিতে পেলাম আমি, ধন্যবাদ আপনাকে। প্রিয়তে রাখলাম