আপনার উবুন্টু ১০.০৪ কে দিন ম্যাকের রূপ

অাপনারা যারা উবুন্টুর ডিফল্ট থিম ব্যবহার করে ক্লান্ত,উবুন্টুকে নতুন ভাবে দেখতে চান সর্বোপরি উবুন্টু চালিযে ম্যাকের সাধ নিতে চান তারা একবার এই থিম প্যাকেজটি ডাউনলোড করে নিতে পারেন।

অাসুন দেখে নেই এর একটি স্ক্রিনশট

এই থিম প্যাকেজটির নাম ম্যাকবন্টু।এই প্যাকেজটি  উবুন্টু ১০.০৪ এর জন্য পরিক্ষিত।
দেখে নেই এই প্যাকেজটির সাথে কি কি থাকছে:

  1. অসাধারন doc বার ও স্পেশাল ইফেক্ট
  2. minimize এবং maximize স্পেশাল ইফেক্ট
  3. desktop rotation  স্পেশাল ইফেক্ট
  4. installation এর সময় firefox এর জন্য ম্যাক থিম ডাউনলোড।
  5. installation এর সময় google chrome এর জন্য ম্যাক থিম ডাউনলোড।
  6. ম্যাক icon,gtk,boot screen

এক কথায় বলতে গেলে এটা উবুন্টুর জন্য ম্যাকের transformation pack.
তবে অার দেরি কেন ডাউনলোড করুন এখান থেকে

ইনস্টলেশন:

  1. ডাউনলোডের পর প্যাকেজটি extract করুন।
  2. ctrl+alt+T চেপে টারমিনাল ওপেন করুন।
  3. তারপর extract করা folder থেকে install.sh ফাইলটা ড্রাগ করে টারমিনালে ড্রপ করুন।
  4. তারপর enter চাপুন।তাহলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে।
  5. এবার নির্দেশনা অনুযায়ী কাজ করুন।

অানইনস্টলেশন:

  1. extract করা folder থেকে uninstall.sh ফাইলটা ড্রাগ করে টারমিনালে ড্রপ করুন এবং enter চাপুন,তাহলে uninstall হয়ে যাবে।

ইনস্টলেশন শেষে দেখুন ম্যাক এর ম্যাজিক।


অামার বাংলা ব্লগে অাপনাদের অামন্ত্রন রইল CSELB

Level 0

আমি কাউছার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to write........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভাল। নতুনরা আগ্রহী হবে।
একবার ম্যাক4লিন ট্রাই করেছিলাম। ভাল লাগেনি। উবুন্টু ইজ উবুন্টু।
আচ্ছা এটা আনইন্সটল করবে কিভাবে?

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

জটিল জিনিস তো! আজকেই ইন্সটল করব। তবে আনইন্সটল কিভাবে করব সেটা একটু বললে ভাল হয়।

দারুন হয়েছে। যদিও আগে ভেবেছিলাম এটা করবনা, তবু এখন আগ্রহ বেড়েছে। উবুন্টু নিয়ে টিউনে সর্বদা আমাকে কাছে পাবেন। Go Ahead !

উবন্তু বলেই তো ঢুকলাম।

আপ্নে মনে হয় উবুন্টুর উস্তাদ ! প্লিজ একটু হেল্প করেন না , কেও তো হেল্প করল না। <a href =http://www.somewhereinblog.net/blog/ohonab/29256099 এই লিঙ্ক এ ক্লিক দেন ।