প্রতি ২ বছর পরপর এপ্রিল মাসের শেষ সপ্তাহে বর্তমান প্রযুক্তি বিশ্বের সবচাইতে জনপ্রিয় সার্ভার ওএস এবং স্টেবল-নিরাপদ-ঝামেলামুক্ত ডিস্ট্রো “ডেবিয়ান” প্রকাশিত হয়। উবুন্টু, লিনাক্স মিন্ট, কালি লিনাক্স সহ বেশ কিছু জনপ্রিয় ডিস্ট্রো এই ডেবিয়ান ডিস্ট্রোর উপর ভিত্তি করেই প্রস্তুতকৃত। এই জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোটি বর্তমানে সার্ভার জগতে সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়ে সারা বিশ্বের জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। চলতি ২০১৫ইং সালে ডেবিয়ানের ৮ম প্রকাশনাটি হয়েছে এপ্রিল মাসেের শেষাংশে আর এর সাংকেতিক নাম রাখা হয়েছে-''জেসসি''। লক্ষ্যনীয় যে, “ডেবিয়ান” কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান কর্তৃক তৈরী করা হয় না, বরংচ এটি তৈরী হয়ে থাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন অবদানকারীদের সম্পূর্ণই নিজস্ব প্রচেষ্টা আর স্বেচ্ছাশ্রমে।
বিশ্বের প্রায় প্রতিটি তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ দেশেই “ডেবিয়ান” ব্যবহারকারীরা প্রতিটি সংস্করনের প্রকাশের পরপরই আনন্দ আয়োজনের মাধ্যমে উক্ত প্রকাশনাকে স্বাগত জানিয়ে থাকেন। আমরা, বাংলাদেশের ডেবিয়ান পরিবার বাংলাদেশের সকল জিএনইউ/লিনাক্স প্রেমীদের সাথে নিয়ে, ডেবিয়ান ৮ "জেসসি" এর প্রকাশনা উদযাপন করতে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক এই আয়োজনের স্থানীয় সংস্করনের সাথে সার্বিক সহযোগীতা দিতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র সফটওয়্যার প্রকৌশল বিভাগ।
এই আয়োজনে থাকবে বাংলাদেশের ডেবিয়ান ব্যবহারকারীদের সাথে উপস্থিত সকলের পরিচিতি, ডেবিয়ান ৮ “জেসসি” এর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে চলচ্চিত্রের প্রদর্শনী, জমজমাট আড্ডা আর কেক কাটার মাধ্যমে প্রকাশনা উদযাপন ও আপ্যায়ন। একই সাথে সাধারণ ব্যবহারকারী এবং আগ্রহী জনদের ল্যাপটপ/নেটবুক/নোটবুক এ ডেবিয়ান ৮ জেসসি'র নতুন সংস্করনটি ইন্সটল এবং ব্যবহার সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে থাকবে ''জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো ইন্সটলেশন এবং ব্যবহার সহযোগীতা সেবা'' বুথ এবং জিএনইউ/লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহের ব্যবস্থা।
আসন্ন ২২মে ২০১৫ইং শুক্রবার, ঢাকার ১০২ মিরপুর রোড, শুক্রাবাদে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র এবি বিল্ডিংয়ে বিকাল ৩টা থেকে ৬টা ৩০মিনিট ব্যাপী এ আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত এবং আপনাকে সবান্ধবে অংশ নেবার জন্য আমন্ত্রন জানানো যাচ্ছে। আয়োজনে আপনার আসন বিন্যাস সহ অন্যান্য ব্যবস্থা চুড়ান্ত করতে আমাদেরকে সহযোগীতা করুন এবং এই লিংক থেকে প্রাপ্ত ফর্মটিতে যথাযথ তথ্য দিয়ে পূরন করে দিন।
আমি sagir42। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম । 🙂