[আমি এবং আমার উবুন্টু] রিদমবক্স মিউজিক প্লেয়ার

"A person with ubuntu is open and available to others, affirming of others, does not feel threatened that other are able and good, for he or she has a proper self-assurance that comes from knowing that he or she belongs in a greater whole and is diminished when others are humiliated or diminished, when others are tortured or oppressed.” - Archbishop Desmond Tutu

ধরুন আপনার একটা গান খুব শুনতে ইচ্ছে করছে। আপনি কি করেন? হার্ডডিস্ক ঘেটে গানটা কোন ফাইলে রাখা আছে সেটা খুঁজতে থাকেন, তারপর অনেক ঘামটাম ঝরিয়ে কোনমতে গানটা খুঁজে বের করে তারপর গানটার উপর দুইটা চাপ দিলে তবেই গানটা বাজতে শুরু করে। তাই না? জীবণটা কেমন হতো যদি আপনার খোজাখুজির কাজ অন্য কেউ করে দিতো? আপনি শুধু টেবিলের উপর পা তুলে মহারাজের মত বলতেন, "বাজাও!" অমনি কেউ একজন গান টান খুঁজে বের করে বাজানো শুরু করে দিতো? আপনি যদি একটা মিউজিক ফ্রিক হন, কিংবা একজন মহারাজা হন, তাহলে এই পোস্টটা আপনার জন্য।

রিদমবক্স মিউজিক প্লেয়ার

রিদমবক্স বহুদিন আমার পিসির এক কোণে পড়ে ছিল। আমি টটেম মুভি প্লেয়ার ব্যবহার করতাম, আমি ভাবতাম ব্যবহার করছি যখন একটা মাগনা অপারেটিং সিস্টেম আর কত চাবো? তারপর আমি হঠাৎ করে রিদম বক্সকে খুঁজে পেলাম খুব অবাক হয়ে, আমার ধারণাই ছিলো না এত দারুণ একটা জিনিস থাকতে পারে, যেটার খবর আমি জানতামই না। এটা উবুন্টুতে ইন্সটল করে নিতে হয় না, কারণ এটা জিনোম এর সাথে আসে। তবে শুধু আপনাকে একটু কষ্ট করে বলে দিতে হবে যে আপনি রিদমবক্সকে নিয়োগ দিচ্ছেন আপনার হুকুমে কাজ করার জন্য।

সেট আপ

সিস্টেম > প্রেফারেন্স > প্রেফার্ড অ্যাপলিকশন থেকে রিদমবক্স কে সিলেক্ট করুন মিডিয়া প্লেয়ার হিসেবে।

c2.png

আমি জানি না এরপর এটা করা গুরুত্বপূর্ণ কিনা কিন্তু আমি একটা এমপিথ্রি খুলে এমপিথ্রি গুলো রিদমবক্সে সেট করে রেখেছি।

d1.png

আপনি এখন কোন এমপিথ্রি খুললেই সেটা রিদমবক্স বাজাবে।

a3.png

লাইব্রেরী সেট আপ

শুধু কাহিনী হচ্ছে আপনি লাইব্রেরী ব্যবহার করতে পারবেন না। যদিও প্রতিবার গানগুলো চালানোর সময় তাদের লাইব্রেরীতে যোগ করা হবে। লাইব্রেরী ব্যবহার করা হচ্ছে রিদম বক্সের আসল সুবিধা, আপনি যদি কারো গান শুনতে চান, বা কোন নির্দিষ্ট গান শুনতে চান শুধু গানটার নাম লিখে দিলেই রিদমবক্স ধুমধাম করে কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে আপনার জন্য খুঁজে দিবে গানটাকে।

b2.png

লাইব্রেরী সেট করার জন্য, আপনার যেই ড্রাইভটায়/ফোল্ডারটায় সব গান আছে, সেটার লোকেশনকে লাইব্রেরীর ঠিকানা হিসেবে বুঝিয়ে দিতে হবে। আর ওয়াচ মাই লাইব্রেরী ফর নিউ ফাইলস এ টিক দিয়ে দিন, তাহলে বাকি জীবণ আপনার আর কোন কষ্ট করা লাগবে না, পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবেন।

এটা খুঁজে পাওয়া যাবে এডিট থেকে প্রেফারেন্স এ গিয়ে। আর আপনার পিসিতে যদি দুইটা ওএস লোড করা থাকে, আর আপনি যদি একটা নির্দিষ্ট ড্রাইভে গান রাখেন, তাহলে আমি বলবো file:///media/disk লিখে দিতে লাইব্রেরী লোকেশন হিসেবে, আর কম্পিউটার ছেড়ে সব সময় সবার আগে ওই ড্রাইভটাকে মাউন্ট করবেন। এটা চমৎকার কাজ করবে, যদিও আমি উপদেশ দিবো, গানগুলো গুছিয়ে রাখতে আর পুরো পিসিতে একটাই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে - অন্তত লিনাক্স পার্টিশনে যথেষ্ট হার্ডডিস্ক রাখতে। তাহলে জীবণটা একটু সহজ হয়।

আরো কিছু

আর যারা ঠিক প্রচুর গান শোনে না, ওরা আসলে গানের নাম, অ্যালবামের নাম এগুলো গুছিয়ে রাখতে পারে না। আমার বাংলা আর হিন্দি গানগুলো নিয়ে আমি এই সমস্যায় খুব পড়ি, গান চালালে টাইটেলে একজনের ফোন নাম্বার ভাসতে থাকে। কিংবা উদ্ভট নাম ভাসতে থাকে।

f1.png

এই জিনিসটা ঠিক করা যায় রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ গিয়ে। রিদমবক্সের যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে, আপনি চাইলে একগাদা গান একসাথে সিলেক্ট করে নিতে পারেন আর সবগুলো একসাথে ঠিক করে ফেলতে পারেন একটা উইন্ডো এডিট করেই। হয়তো সবগুলো একই জনরার বা একই অ্যালবামের, রিদমবক্স সেটা ঠিক করে নিবে, কিন্তু টাইটেল পাল্টাতে হলে একটা একটা করে কাজ করা লাগবে।

আরো আরো কিছু

রিদমবক্স বাকি সব নরমাল সুবিধাগুলো এমনিই দেয় - প্লে লিস্ট সেট আপ করে রাখা যায় বিভিন্ন মুডের জন্য। পডকাস্ট ডাওনলোড করতে বলা যায় নিয়ম করে। আর লাস্ট ডট এফ এম শোনা যায় রিদমবক্সের ভিতর থেকে। আপনি যদি last.fm এর সাথে পরিচিত না হন, আমার মনে হয় এখখুনি ঘুরে আসা উচিত ওখান থেকে। মোটামুটি চলার মতো নেটের স্পিড থাকলেই এই সাইটটা একটা অসাধারণ জায়গা গান শোনার জন্য। এটা অনেকটা ফেইসবুকের মতো গান-পাগলাদের জন্য। আপনি ডিস্ক রাইট ও করতে পারবেন রিদমবক্স দিয়ে। তাছাড়া আইপড, মিউজিক প্লেয়ার, ফ্ল্যাশ ড্রাইভে মিউজিক ট্রান্সফারও করতে পারে রিদমবক্স।

আরো আরো আরো কিছু

আমি রিদমবক্সে একটা প্লাগইন প্রচুর ব্যবহার করি। সেটা আমার জন্য লিরিক্স এনে দেয়। চালু করার জন্য এডিট > প্লাগ ইন এ গিয়ে Song Lyrics নামের প্লাগ ইন টা একটিভেট করুন।

a4.png

আর লিরিক্স দেখার জন্য গানটার উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ চাপ দিন আর লিরিক্স ট্যাব টা অন করে নিন।

b3.png

দারুণ না?

linux_dc_map.jpg

Level 0

আমি smilitude। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিদমবক্স ভালো তবে কেন জানি আমার প্রিয় বানশি

Level 0

ভােলা লাগে নাই

@ ডার্কলর্ড – আমার রিদমবক্সে সব কাজ হয়ে যাচ্ছে, বানশির স্পেশাল ফিচার কি?
@ রাজ – অনেক ধন্যবাদ আপনার নেগেটিভ এনার্জি শেয়ার করার জন্য! 🙂 আশা করি আপনার অনেক ভালো লেগেছে “ভালো লাগে নাই” বলতে!