“A person with ubuntu is open and available to others, affirming of others, does not feel threatened that other are able and good, for he or she has a proper self-assurance that comes from knowing that he or she belongs in a greater whole and is diminished when others are humiliated or diminished, when others are tortured or oppressed.” - Archbishop Desmond Tutu
আপনার কি কিছু একটা ম্যাজিক টুল লাগবে যে আপনার *.wav কে *.mp3 বানিয়ে দেবে। কিংবা আরো উল্টা পাল্টা ফরম্যাটকে ধুম ধারাক্কা *.mp3 তে ডিকোড করে দেবে - আপনি যেই বিটরেট চাচ্ছেন সেই বিটরেটে? কিংবা একটা বি-শা-ল ভারী mp3 কে স্লিম করে হাল্কা বানিয়ে দেবে? লেইম হলো সেরকম একটা টুল - LAME মানে হচ্ছে LAME Ain't an Mp3 Encoder।
টার্মিনাল খুলুন। ফিশফিশ করে বলুন ছু মন্তর ছু, তারপর লিখুন -
sudo apt-get install lame
আপনি যেই ফাইলটাকে ডিকোড করবেন, সেই ফোল্ডারে ঢুকুন cd কমান্ড দিয়ে।
এটা হচ্ছে নরমাল কমান্ড কোন ধরণের ডিকোডিং করার জন্য।
lame -V2 input.wav output.mp3
আপনি যদি বিটরেট কমিয়ে ফাইলটাকে হাল্কা করতে চান তাহলে লিখুন
lame -V2 -b 112 input.mp3 output.mp3
-b হলো বিটরেট ঠিক করার কমান্ড আর 112 হচ্ছে আমার নতুন বিটরেট, বাকিগুলো হচ্ছে যথাক্রমে ইনপুট ফাইল আর আউটপুট ফাইল। আপনি চাইলে বিটরেট বাড়াতে পারেন বা কমাতে পারেন, কখনো ভুলে যাবেন না যে আপনি একজন স্বাধীন মানুষ!
যদি আরো সাহায্য লাগে কিংবা আরো অন্য কিছু করতে চান ডিকোডারটাকে দিয়ে, লেইমকে বলুন যে আপনার সাহায্য লাগবে, সেজন্য লিখুন
lame --help
আপনি সাহায্য চাওয়া মাত্র লেইম ছুটে চলে আসবে টার্মিনালে! কারণ সে মানুষদের মত অকৃতজ্ঞ নয়, সে একটা চমৎকার হাসিখুশি প্রোগ্রাম! 🙂
আমি smilitude। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উবুন্টু ব্যবহারে আগ্রহী হয়ে উঠছি। আসলেই!