“A person with ubuntu is open and available to others, affirming of others, does not feel threatened that other are able and good, for he or she has a proper self-assurance that comes from knowing that he or she belongs in a greater whole and is diminished when others are humiliated or diminished, when others are tortured or oppressed.” - Archbishop Desmond Tutu
আপনি কি বুড়ো হয়ে যাচ্ছেন? চোখে চশমা পড়েছে, ফাংশন লিখে রিটার্ন ভ্যালু লিখতে ভুলে যাচ্ছেন, কিংবা ব্র্যাকেট বন্ধ করতে ভুলে যাচ্ছেন? তাহলে এই পোস্টটা আপনার জন্য। তবে আপনি যদি জি এডিট এর নাম শুনে অক্কা পেয়ে যান - প্লিজ এই পোস্টটা দেখুন।
প্লাগইন কিছু এমনিতেই দিয়ে দেয়া থাকে, এডিট > প্রেফারেন্স > প্লাগইন এ।
তবে আরো ইন্সটল করার জন্য টার্মিনাল খুলুন এবং বলুন ছু মন্তর ছু -তারপর লিখুন
sudo apt-get install gedit-plugins
আপনার প্লাগইন ইন্সটল হয়ে গেলো। নতুন প্লাগইন পাবার জন্য জে এডিট বন্ধ করে আবার খুলন।
প্লাগইন এনাবল করার জন্য এডিট > প্রেফারেন্স > প্লাগইন খুলতে হবে। তারপর যেটা যেটা এনাবল করতে চান সেগুলোর বামপাশে একবার করে চাপ দিন। যদি বেশি চাপাচাপি করতে ইচ্ছে করে, বেজোড় সংখ্যক বার চাপ দিলেই হবে!
ব্র্যাকেট বাবা খুব ভালো মানুষ। আপনি যখনি একটা ওপেনিং ব্র্যাকেট ("{")লিখবেন ব্র্যাকেট বাবার আশীর্বাদে আপনার কোডে একটা ক্লোজিং ব্র্যাকেট ("}") যোগ হবে। খালি ব্র্যাকেট বাবার কাছে দোয়া চাইতে হবে Bracket Completion প্লাগইনটা এনাবল করে।
কমেন্ট বাবাও খুব ভালো মানুষ। ধরুন আপনি একটা লাইনকে কমেন্ট করতে চান। কি করতে হয়? লাইনে যেতে হয়, লাইনের শুরুতে যেতে হয়, দুইবার / কে চাপতে হয়। মহা ঝামেলা! কমেন্ট বাবা করেন কি, আপনি যখনই কোন লাইনে যাবেন শুধু কমেন্ট বাবার কাছে দোয়া চাইবেন, কমেন্ট বাবা সব মুশকিল আসান করে দেবে।
Code comment এনাবল করুন এবং যে কোন লাইন কমেন্ট করতে Ctrl+M চাপুন, আর কমেন্ট তুলে দিতে Ctrl+Shift+M চাপুন। কে বলে চাপাচাপিতে কিছু হয় না?
টাইম বাবা আরো ভালো মানুষ - আপনি তারিখ, সময় সব বেমুলুম ভুলে যান, কোন ব্যাপারই না। খালি Insert date/time এনাবল করে রাখুন।
এক চাপাতেই বাবা কাম সেরে দেবে। আপনি যেভাবেই তারিখ চান না কেন, বাবার কোন সমস্যা নেই!
কল্পনা করুন আপনার জি এডিট এর তলায় একটা টার্মিনাল আছে। আপনার কষ্ট করে আর টার্মিনাল খোলা লাগছে না একবারো! জীবণটা কত্তো সহজ হয়ে যেতো তাই না? হুমম আপনি যেহেতু বুড়ো হয়েছেন আপনার জন্য আছে টার্মিনাল বাবা। বাবাকে ডাকুন Embedded Terminal এনাবল করে।
এরপরও বাবার দেখা না পেলে বটম প্যানটা এনাবল করুন View থেকে - নিশ্চই বাবার দেখা মিলবে!
আপনি যদি কোন ফাইল খুলে তারপর ওটা কম্পাইল করতে চান, ওটা করার জন্য ওই ফোল্ডারে কষ্ট করে ঢোকার দরকার নেই, শুধু এমবেডেড টার্মিনালের কার্সরে রাইট ক্লিক করুন এবং চেন্জ ডিরেক্টরি তে চাপ দিন।
আচ্ছা আপনার যদি এরপরও মনটা খুতখুত করে - দরগা শরীফে চলে যান, আরো অনেক বাবার দেখা মিলবে। আচ্ছা, তারপরও যদি আপনার মনে হয়, ধুরর.. চোখ বন্ধ করে যদি আরো কিছু শর্টকাট মারা যেতো, তহলে শর্টকাট কির খোজ করতে পারেন এখানে।
এবার দয়া করে এই বাবার জন্য একটু দোয়া করুন মন থেকে, কারণ আমি এতক্ষণ আমার ক্যালকুলাস পরীক্ষার পড়া বাদ দিয়ে আপনাদের জন্য বাবাদের খোজ এনে দিলাম! 🙁
পুনশ্চ: এই পোস্টটাও ডার্কলর্ডকে উৎসর্গ করা হলো - আমাকে 'ৎ' খুঁজে দেবার জন্য! হে হে হে! ;
আমি smilitude। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার সেন্স অফ হিউমার/টিউন হিউমার খুবই ভাল। টিউনটা বেশ মজা নিয়ে পড়লাম।