বুঝে নিন zorin os ultimate একদম ফ্রীতে।

এটি আমার প্রথম টিউনস, তাই সকল প্রকার ভুল ভ্রান্তির জন্য প্রথমেই খমা চেয়ে নিচ্ছি।

হয়ত অনেকেই zorin os এর নাম শুনে থাকবে। এটি হছে এন্ট্রি লেভেল লিনাক্স distro. যারা উইন্ডোজ থেকে লিনাক্স এ আসতে চান, তাদের জন্য খুব ইউজার ফ্রেন্ডলি একটি লিনাক্স distro. এবং এর ব্যাবহার অনেক সহজ।

বিস্তারিত জানতে visit করতে পারেন http://zorin-os.com/

তবে আজ আমার টিউন এর বিষয় বস্তু শুধু মাত্র zorin os কে নিয়ে নয়।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি zorin os এর সর্ব শেষ premium edition, zorin os 9 ultimate একদম ফ্রী,

তাই আর কথা না বারিয়ে সরাসরি ডাউনলোড করেনিন এখান থেকে= http://www.mediafire.com/download/ry2ru0r9lit2d0t/zorin-os-9-ultimate-64.iso

Level 0

আমি asmsj sunny। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটা বেশ সংক্ষিপ্ত হয়ে গেল, তবে যেহেতু এটা আপনার প্রথম টিউনস কিছু বলব না, চালিয়ে যান ভাল হচ্ছে

vi kao amaka whatsapp e calll koro plz 01709276068

কমপ্রেস করা নাই? ওস টা আপনি ইউস করছেন?

    @নাফিউল ইসলাম: zorin os core এবং zorin os ultimate ২ টাই বেবহার করেছি, বারতি হিসাবে লুক চেনজার এ mac os + unity, লিনাক্স plartform এর কিছু গেমস, আরো অনেক productivity টুলস দেয়া আছে। মাল্টিমিডিয়া ফুল সাপোর্ট আছে (অনেক মিডিয়া প্লেয়ার + converting টুলস দেয়া আছে। আরো অনেক কিছুই আছে। না বেবহার করলে বুঝতে পারবেন না।

    @নাফিউল ইসলাম: আপাদত কম্প্রেস করা হয় নাই, ফাইল corruption এর ভয় থাকে তাই।

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

bro,,, installation process ta jodi ektu bolten bhalo hoito ….. Ei bapare ami ekdom new but onnkkk iccha ache use korar ….

১ বছরের পুরনো টিউনে টিউমেন্ট করলাম। আমার মনে হয় এটা শেয়ার করা উচিৎ হয় নি। কারণ জরিন ওএস কোর ভার্সনে সামান্য কিছু ফিচার কম আছে, তবে এটা মোটেও খারাপ না। অথচ এটা ফ্রি, কিন্তু ডেভেলোপারদের বেঁচে তো থাকতে হবে, তাই আল্টিমেট ভার্সনটি ফ্রি নয়। অতএব, কোর ভার্সন শেয়ার করলেই ভাল হত। লিনাক্সের ওপেন সোর্সের জগতে যদি কেউ এভাবে প্রবেশ করে তাহলে কেমন যেন হয় না?