উবুন্টু/মিন্টে গুগল আর্থ ইন্সটল দেন আর সম্পূর্ণ পৃথিবীকে আপনার হাতের মুঠোয় করে নিন…

আমাদের প্রায় সবার বাসায় যাদের পিসি আছে তাদের বাসায় নেট থাকবে না এমন কোন কথা নেই... আর যাদের নেট আছে তারা কখনোও গুগল আর্থে প্রবেশ করেন নি তাও এমন লোক বিরল... আমরা সবাই জানি কিভাবে উইন্ডোজ এ গুগল আর্থ ইন্সটল দেয়া লাগে কিন্তু আমরা অনেকেই জানি না লিনাক্সে মানে উবুন্টু বা মিন্টে গুগল আর্থ কিভাবে ইন্সটল হয়। আজকের এই পোষ্ট এ নিয়েই লিখা। এর আগে যদি এই বিষয় নিয়ে কেউ লিখে থাকেন তাইলে আমাকে ক্ষমা করে দিবেন দয়া করে।

প্রথমেই আমাদের যে কাজ করতে হবে তা হল গুগল আর্থ এই ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে হবে

এরপর যে ফাইলটি ডাউনলোড হবে তা (GoogleEarthLinux.bin) এই নামের হবে। এইটা খুঁজে বের করে তার উপর রাইট ক্লিক করে open with other application দিন। দেয়ার পর দেখবেন একটা ডায়ালগ বক্স খুলেছে সেখানে (Use a custom command) এই লিখাটিতে ক্লিক করুন ঐখানে sh লিখে open ক্লিক করুন। নীচের স্ক্রীণশট দেখুন।

উপরের কাজ করার কিছুক্ষণ পর (Google Earth Setup) এর উইন্ডো স্টার্ট হবে। তখন (Begin Install) বাটনে ক্লিক করুন। এখন ইন্সটলেশন শুরু হবে এবং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পরে close দিয়ে বেরিয়ে আসুন।

এখন Applications->Internet->Google Earth থেকে গুগল আর্থ অপেন করুন।

একটা সমস্যাঃ অনেক সময় গুগল আর্থ সেটাপের পর অপেন করতে গেলে স্ক্রীণ একবার কেঁপে বন্ধ হয়ে যায় গুগল আর্থ। আপনাদের সময় এইরকম করলে ভুল আছে কিনা তা দেখার জন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুনঃ
~/google-earth/googleearth
তখন নীচের মেসেজ পাবেন
./googleearth-bin: relocation error: /usr/lib/i686/cmov/libssl.so.0.9.8: symbol BIO_test_flags, version OPENSSL_0.9.8 not defined in file libcrypto.so.0.9.8 with link time reference

সমস্যার সমাধানঃ এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে যে ফোল্ডারে ইন্সটল হয়েছে সেখানে যেতে হবে। সাধারণত হোম ফোল্ডারে google earth নামে সেইভ হবে। সেখান থেকে (libcrypto.so.0.9.8) এই নামের ফাইলটি খুঁজে বের করুন এবং সেটাকে (libcrypto.so.0.9.8.bak) এই নামে rename করুন। এখন আপনার গুগল আর্থ কাজ করবে।

এই লিখাটি এর আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল।

Level 0

আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক সময় লিনাক্স ব্যবহার করব তাই প্রিয়তে রাখলাম, লিনাক্স নিয়ে আরও লিখুন

    আমরা সর্বদা লিনাক্স নিয়ে আছি। আপনার চাইলেই আমাদেরকে পাবেন। আপনার লিনাক্সে আসার অপেক্ষায় রইলাম।
    ধন্যবাদ…

আমিও খুব তারাতারি উবুন্টু ব্যবহার করব তখন আপনার টিউনের কথা অবশ্যই মনে থাকবে।
খুব ভাল ও সুন্দর টিউন উবুন্টু নিয়ে এগিয়ে যান সফলতা আসবেই ইনশাল্লাহ,ধন্যবাদ টিউনের জন্য।

    আতাউর ভাই আপনারা যদি আমার মত ছোটখাটো ব্লগারের পোষ্ট মনে রাখেন তাইলেই যথেষ্ঠ। আর আপনারা সবসময় আমাদের কাছে পাবেন যেকোন কাজের সময়। আর এই ভার্চুয়াল জগতে লিনাক্স তখনি আলোকিত হবে যখন আপনাদের মত মানুষ্কে আমরা লিনাক্সের আসল মজা দেখাতে পারবো। সাহস যোগান দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার জন্য অপেক্ষায় রইলাম।

গরম জিনিস জানাইলা। আমিও অনেক চিন্তিত ছিলাম কিকরে করব। তুমি বলেই এইটা পাওয়া গেলো, আফটার অল তুমি আমার লিনাক্স গুরু।
আরো গরম গরম টিউন চাই।
এইরকম খাঁটি টিউন।

    নাহিদ ভাই তুমিতো এখন আমারো গুরু হয়ে যাচ্ছো… যে ব্লকবাস্টার এক একটা টিউন কর পড়ে মাথা ঘোরায়… চালিয়ে যাও তোমার সাথেই আছি, আর ইনশাআল্লাহ থাকবো…

তানিম ভাই আমার কথা মনে আছে? কিউবির USB মডেম দিয়ে উবুন্টুতে নেট চালাবো কি করে আপনাকে ফোনে জিজ্ঞাসা করেছিলাম। অনেক দিন হয়ে গেল এখনও সমাধান পেলাম না।

    আপনার কথা অবশ্যই আমার মনে আছে… আসলে আমি ঐ মডেম নিয়ে কাজ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে usb মডেম লিনাক্সে কাজ করবে না। লিনাক্সে ওয়াইম্যাক্সের শুধু ইন্ডোর আর আউটডোর ডিভাইস কাজ করে… তবুও চেষ্টা করছি দেখি আর কোন উপায় আছে নাকি এটা কানেক্ট করার… এক কাজ করেন একদিন আপনি আমাকে এই মডেমটা দিয়ে যান আমরা আপনার মডেমটা একটু খেটে দেখি করা যায়…

    usb দিয়ে করা যায় না। ইন্ডোরটা দিয়ে করা যায়।

গ্রেট টিউন।
এইটা মনে হয় রিপোতে পাওয়া যায়। তবে কোনটায় ঠিক মনে নেই।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    হ্যা রিপোতে পাওয়া গেলেও সুবিধা হল এভাবে করলে অফ-লাইনেও ইন্সটল করা যাবে। bin ফাইলটা নামিয়ে রাখলেই হল

    নাহিদ ঠিক কথা বলেছে… রিপোতে হলে বারবার নামানোর সমস্যা আর এটা দেখলাম প্রায় ৩০ এম.বি এর মত। রিপো থেকে মানুষ কয়বার ডাউনলোড দিবে। এর থেকে এই প্রসেসই উত্তম আমি মনে করি…

লিনাক্সে আসছি, তখন কাজে লাগবে। ধন্যবাদ…………..

Level 0

আমিও আসতেছি লিনাক্সে

    আপনাকেও অগ্রীম স্বাগতম।

    —————————————
    আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    আমরা এই ভার্চুয়াল জগতে ছোট একটা জগৎ করেছি শুধুমাত্র আমাদের এই প্রাণপ্রিয় লিনাক্সের জন্য… এই ছোট, সুন্দর এবং স্বাধীন জগতে আপনাকে স্বাগত জানাই আগে থেকেই…

বাপ্রে….. সবাই দেখি লিনাক্সে কনভার্ট হবার জন্য উইঠা পইড়া লাগছে….. 😀
উইন্ডোজের লাইগা ক্রাক, কিজেন, সিরিয়াল কি খোঁজার দিন শ্যাষ হইয়া গেলো নাকি….???

    শুভ ভাই একদম খাটি কথা বললেন। এখন আর আমাদের কষ্ট না দেখার মত মানুষ কমে যাচ্ছে। আমাদের কষ্ট এখন প্রায় সবার চোখে পড়ে… আসলে সব লিনাক্স ব্যাবহারকারীকে কি বলে যে ধন্যবাদ জানাবো…

ধন্যবাদ আপনাকে। কজে লাগবে।

    আপনাকেও অনেক ধন্যবাদ লিনাক্সের সাথে থাকার জন্য… যেকোন দরকারে পাবেন সবসময় আপনাদের পাশে…
    http://www.facebook.com/adnan.shawkat