আমাদের প্রায় সবার বাসায় যাদের পিসি আছে তাদের বাসায় নেট থাকবে না এমন কোন কথা নেই... আর যাদের নেট আছে তারা কখনোও গুগল আর্থে প্রবেশ করেন নি তাও এমন লোক বিরল... আমরা সবাই জানি কিভাবে উইন্ডোজ এ গুগল আর্থ ইন্সটল দেয়া লাগে কিন্তু আমরা অনেকেই জানি না লিনাক্সে মানে উবুন্টু বা মিন্টে গুগল আর্থ কিভাবে ইন্সটল হয়। আজকের এই পোষ্ট এ নিয়েই লিখা। এর আগে যদি এই বিষয় নিয়ে কেউ লিখে থাকেন তাইলে আমাকে ক্ষমা করে দিবেন দয়া করে।
প্রথমেই আমাদের যে কাজ করতে হবে তা হল গুগল আর্থ এই ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে হবে।
এরপর যে ফাইলটি ডাউনলোড হবে তা (GoogleEarthLinux.bin) এই নামের হবে। এইটা খুঁজে বের করে তার উপর রাইট ক্লিক করে open with other application দিন। দেয়ার পর দেখবেন একটা ডায়ালগ বক্স খুলেছে সেখানে (Use a custom command) এই লিখাটিতে ক্লিক করুন ঐখানে sh লিখে open ক্লিক করুন। নীচের স্ক্রীণশট দেখুন।
উপরের কাজ করার কিছুক্ষণ পর (Google Earth Setup) এর উইন্ডো স্টার্ট হবে। তখন (Begin Install) বাটনে ক্লিক করুন। এখন ইন্সটলেশন শুরু হবে এবং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পরে close দিয়ে বেরিয়ে আসুন।
এখন Applications->Internet->Google Earth থেকে গুগল আর্থ অপেন করুন।
একটা সমস্যাঃ অনেক সময় গুগল আর্থ সেটাপের পর অপেন করতে গেলে স্ক্রীণ একবার কেঁপে বন্ধ হয়ে যায় গুগল আর্থ। আপনাদের সময় এইরকম করলে ভুল আছে কিনা তা দেখার জন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুনঃ
~/google-earth/googleearth
তখন নীচের মেসেজ পাবেন
./googleearth-bin: relocation error: /usr/lib/i686/cmov/libssl.so.0.9.8: symbol BIO_test_flags, version OPENSSL_0.9.8 not defined in file libcrypto.so.0.9.8 with link time reference
সমস্যার সমাধানঃ এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে যে ফোল্ডারে ইন্সটল হয়েছে সেখানে যেতে হবে। সাধারণত হোম ফোল্ডারে google earth নামে সেইভ হবে। সেখান থেকে (libcrypto.so.0.9.8) এই নামের ফাইলটি খুঁজে বের করুন এবং সেটাকে (libcrypto.so.0.9.8.bak) এই নামে rename করুন। এখন আপনার গুগল আর্থ কাজ করবে।
এই লিখাটি এর আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল।
আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...
এক সময় লিনাক্স ব্যবহার করব তাই প্রিয়তে রাখলাম, লিনাক্স নিয়ে আরও লিখুন