লিনাক্স নিয়ে কথা বলে মানুষের বিরক্তির কারন হচ্ছি তা বেশিদিন হয়নি। লিনাক্স ব্যবহার শুরু করেছি বলেই কিনা ফ্রি সফটওয়্যারের প্রতি আকর্ষন কাজ করছে। তাই কিনা টেকটিউনস এ পাইরেটেড সফটওয়্যারের টিউন দেখলে মনটা খারাপ হয়ে যায়। টিউনার রা কি সহজে সফটওয়্যারের পাইরেসি করা শেখাচ্ছেন একেবারে স্ক্রিন শট সহ। আমি ক'দিন আগে একটা পোস্ট করেছিলাম লিনাক্সের অচেনা/স্বল্প চেনা সফট আর উইন্ডোজ় বা লিনাক্স কার জন্য কোনটা এসব হাবিজাবি বিষয়ে। এখানে গিয়ে দেখে আসতে পারেন সেই লেখাটি।
আজকের লেখাটি সেই টিউনের মত বড় না। বরং প্রতিবেদনের মত ও ছোট।
আর কি লাগে? প্রতিদিন মাত্র ৩০ মিনিট করে লিনাক্স শিখেছি।
(*LTS = Long Time Support)
Linux আমাকে দিয়েছে স্বাধীনতা। আমাকে কোন সফটওয়্যারের ক্র্যাকের জন্যে কাউকে ধরনা দিতে হয়না,আমাকে কোন কি-জেন খুঁজতে হয়না। এমন অনেক সাইটের ফোরাম আছে যেখানে সরাসরি ক্রাক কিজেন সিরিয়াল দেয়া-চাওয়া নিষিদ্ধ। সেগুলোতে আমাকে চুপি চুপি বিভিন্ন ভাব ধরে কি জেনের যোগাড়ে কাউকেই রিকোয়েস্ট করতে হয়না।
পেন ড্রাইভের তো বটেই সব ধরনের ভাইরাস থেকে আমি মুক্ত। কোনো সফটওয়্যারের জন্যে বসে বসে গুগলিং করতে হয় না। সফটওয়্যার সেন্টারে অগুনতি সফটওয়্যার আমার ক্লিকের অপেক্ষায়। সাথে আমার সুবিধার্থে প্রতি সফটওয়্যারের রিভিউ ও স্ক্রিন শট সংযুক্ত আছে যেন আসলে কি সফট আমি নিচ্ছি তা বুঝে জেনে নিতে পারি।
Linux হল ওপেন সোর্স, ফ্রি। এর প্রচার প্রসারে কোনো লাভ আমার বা কারোরই নেই। লিনাক্সের সফট গুলোতেও এর প্রতিফলন পাওয়া যায়। সারা পিসি জীবন আমি উইন্ডোজে আইডিএম(তার আগে অবশ্য অরবিট,ফ্লাসগেট ইত্যাদি ব্যবহার করেছি) ব্যবহার করতাম আর ভাবতাম আইডিএমের চে ভাল বুঝি আর কিছু নেই। লিনাক্সে এসে আবিষ্কার করি আইডিএমের চেয়ে ভাল বললে একে এতদিন ব্যবহারের কৃতজ্ঞতা প্রকাশ হবেনা, কিন্তু অবশ্যই আইডিএম এর মত পাওয়ারফুল jDownloader আছে। আইডিএম এ ইউটিউব ভিডিও প্লে করলে ডাউনলোড লিঙ্ক আসে, না? jDownloader এ তাও লাগে না, খালি লিঙ্ক টা কপি করুন, দেখবেন ম্যাজিক। ওই ভিডিওর সব গুলো এভেইলএভল(available) রেজুলেশনের ফাইলের নাম আর সাইজ এনে আপনাকে লিস্ট দেখিয়ে বসে থাকবে, আপনার কাজ শুধু যেটি ডাউনলোড করবেন সেটি ডাউনলোড করে বাকিগুলো এক ক্লিকে ক্লিন করে দেয়া। আর বিভিন্ন ফাইল হোস্টিং সাইটে মাঝে মাঝে ক্যাপচা দেয়া থাকেনা? সেইটার ব্যবস্থাও jDownloader করে।
এরকম চমক প্রতিটা পদে পদে। এটা তো সামান্য একটা উদাহরন মাত্র।
Linux ব্যবহারে আমি সন্তুষ্ট। তাই আমার দায়িত্ব মনে করে এর প্রচার-প্রসার। এতে আমার কোনো স্বার্থ নেই। কেউ লিনাক্সে না আসলেও আমি ব্যবহার চালিয়ে যাব। আমার ভাল লেগেছে তাই। ক্যানোনিকাল যদি নিজেদের পয়সায় উবুন্টু বানিয়ে এমনকি আমাদের বাসায় তাদের খরচে সিডি পাঠাতে পারে তাহলে আমি কেন সামান্য সময় দিতে পারবনা? পডালেখা বা অন্যকিছুর এতে কোন ক্ষতি হবেনা। ইন্টারনেটে ফালতু কিছু উদ্দিপক ওয়েব সাইট, হ্যাকিং-ক্র্যাকিং আর ইয়াহু চ্যাটে সারাদিন পড়ে থাকার চে এ কাজ আমার কাছে অনেক যুক্তিসঙ্গত মনে হয়।
Linux কে আমি বেশি উপরে তুলব না। কারন কাউকে জোর করে লিনাক্সে আনার পক্ষে আমি না। আমারো উইন্ডোজের ইন্টারফেস আর সিম্পলিসিটি ভাল লাগে। ম্যাক ব্যবহার করিনি। তাই সেটি সম্পর্কে জানিনা। কিন্তু উবুন্টু যে আর কিছুদিনের মধ্যেই সবার মাঝে একটা আলোড়ন সৃষ্টি করে ফেললে তা আমি দেখতে পাচ্ছি। আশা করি মাইক্রোসফট ও ছেড়ে কথা বলবে না। উইন্ডোজও একদিন সাধারন মানুষের ক্রয় সীমার মধ্যেই থাকবে। নাহলে অসম লড়াই হবে। প্রতিযোগিতা না থাকলে হয় নাকি?? আর পাইরেসির দুনিয়ায় যে উইন্ডোজের জয় হবে বলার অপেক্ষা রাখে না। কেননা কেউ তো আর বুদ্ধি থাকলে উবুন্টু বিক্রি করবেনা। তাই না?
নতুন যারা হুজুগে পড়ে উবুন্টুতে আসতে চাচ্ছেন, তাদের সম্পর্কে বলি, আপনাদের কাছে সম্পুর্ণ নতুন একটা অপারেটিং সিস্টেম এটি। একে প্রথমেই প্রাইমারি OS হিসাবে নেবেন না। কেননা আপনি এটা ওটা করতে যাবেন দেখবেন উইন্ডোজের মত হচ্ছেনা। তখন মেজাজ খারাপ হবে। আমারো হয়।
পরিশেষে বলব যে, উবুন্টু আমার দেখা সেরা অপারেটিং সফটওয়্যার । কিন্তু হঠাৎ করেই কিছু একটা মানুষের পক্ষে করে ফেলা সম্ভব না। আস্তে আস্তে উবুন্টুও একদম সহজ সরল ডেস্কটপ এনভায়রনমেন্ট নিয়ে আমাদের সামনে হাজির হবে। মুক্ত দুনিয়ায় সফটওয়্যার বণিকদের নাগপাশ থেকে এরকম ওপেন সোর্স সফটওয়্যারই পারে আমাদের বাঁচাতে।
লিনাক্সের জয়গান চলতে থাকুক।
টেকটিউনস এর সব টিউনার কে আমার অনুরোধ, প্লিজ ক্র্যাক করা সফটওয়্যারের ব্যবহারের উপায় নিয়ে টিউন বাদ দিয়ে নিজেদের বিবেক কে জাগিয়ে তুলে ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে টিউন করুন। ওপেন সোর্স না পেলে অন্তত ফ্রি-ওয়্যার নিয়ে টিউন করুন। দেখবেন যে ওপেন সোর্স দুনিয়া আসলে অনেক শক্তিশালি, অনেক সমৃদ্ধ। তখন কোটি কোটি ডলারে গড়ে ওঠা ফটোশপ নির্মাতা প্রতিষ্ঠান এডবি যে সফটওয়্যার তৈরি করে, অবাক হবেন দেখে যে সে তুলনায় নগন্য বাজেটে গড়ে ওঠা ওপেন সোর্স সফটওয়্যার গিম্প এর চে কোনো অংশেই কম সমৃদ্ধ নয়।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
বরাবরের মতই সুন্দর লিখেছেন।
আপনার সমস্যা গুলোর দুই একটা বলি।
অফলাইনে সফট ইন্সটলের সবচেয়ে ভাল উপায় এপ্টন সিডি। (আমার মতে) পুরো পুরি অফলাইন।
কোডেক নামানো ঝামেলা মনে হলে মিন্ট একটা ভাল সমাধান।
উইন্ডোজ না থাকলে ড্রাইভগুলো ইএক্সটি করে নিলেই হয়। বারে বারে মাউন্ট করার ঝামেলায় যেতে হবে না।
থীমের জন্য এখানে দেখতে পারেন। http://www.gnome-look.org
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত