কিভাবে উবুন্টু/মিন্ট ও উইন্ডোজ ব্যবহারের সময় ডুয়াল বুট থেকে ডিফল্ট ভাবে কোন অপারেটিং সিস্টেম চালু হবে তা নির্ধারন করে দেয়া যায়?

কিভাবে উবুন্টু/মিন্ট ও উইন্ডোজ ব্যবহারের সময় ডুয়াল বুট থেকে ডিফল্ট ভাবে কোন অপারেটিং সিস্টেম চালু হবে তা নির্ধারন করে দেয়া যায়|| How to select which operating system to be loaded by default while booting from dual boot system:

----------------------------------------------------------------------------------------------------------------------------------

১. প্রথমে মেনু বার থেকে system>administration>synaptic package manager এ যান। এর পরে ctrl+R চাপুন। এতে প্যাকেজ লিস্ট গুলো নতুন যেসব সফটোয়্যার বের হয়েছে আর ডাউনলোডের জন্য তৈরি, তার লিস্ট আপডেট হবে।

২. আপডেট শেষ এর পরে সার্চ অপশনে লিখুন startupmanager । দেখবেন লিস্টে startupmanager এসেছে। যদি ইতিমধ্যেই ইন্সটল করা থেকে থাকে তবে এটার সামনে চেক বক্স সবুজ দেখাবে। আর না করা থাকলে চেক বক্স সাদা দেখাবে। নামের উপরে ডাবল ক্লিক করুন, এবার ডায়ালগ বক্স থেকে ok চাপুন। এর পর apply চাপুন।

৩. ডাউনলোড হয়ে গেলে menu>system>administration>start up manager ওপেন করুন। দেখানো লিস্ট থেকে আপনার পছন্দনীয় অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করুন। ok দিয়ে বেরিয়ে আসুন।

৪. এবার থেকে কম্পিউটার স্টার্টের সময় দেখবেন আপনার ঠিক করে দেওয়া অপারেটিং সিস্টেমটি তে আগে থেকেই কার্সর বসে আছে। ফলে আপনাকে বার বার কি বোর্ড দিয়ে উপরে নিচে করে উইন্ডোজ বা লিনাক্স সিলেক্ট করতে হবে না।

স্ক্রিন শট লাগলে জানাবেন। আমি আপলোড করে দেব।

লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। নতুনদের কাজে লাগবে। ধন্যবাদ।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

@নাহিদঃ লিঙ্ক দিয়ে ঐটারে শুধু টাইটেল দে তাইলে হয়ে যাবে…

আমি খুব তারাতারি উবুন্টু ইন্সটল করব ইনশাল্লাহ এতে কোন ভুল হবেনা আপনাদের টিউন থেকে আমার খুবই আগ্রহ জন্মেছে উবুন্টুর প্রতি।
আসলে স্ক্রিন শটের একটা ভাল উপকারিতা আছে একেতো টিউনের মান ভাল হয় এবং টিউনটা বুঝতেও খুব সুবিধা হয় অনেকে লেখার মাধ্যমে বুঝতে না পারলেও স্ক্রিন শট থেকে বুঝে নিতে পারে তাই টিউনের সাথে প্রয়োজনীয় স্ক্রিন শট থাকলে ভাল হয়।
হিমায়িত দিহান আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

লিনাক্সের প্রতি আসক্ত হয়ে পড়ছি….. স্ক্রীনশট প্লিজ!!!!!!!

https://www.techtunes.io/linux/tune-id/32229/ এইটা পড়ে দেখতে পারেন, কিছুদিন আগে নির্বাচিত ছিল … start up manager টা ubuntu software center-এই পাওয়া যায় … …

Level 0

ধন্যবাদ ভাই, শেয়ার করার জন্য।

Level 0

kub kajae lagsae…thanks nahid vhai…(aknow linux mint a avro dia bangla liktae sikhi nai,tai english a liktae hossae)