১. প্রথমে মেনু বার থেকে system>administration>synaptic package manager এ যান। এর পরে ctrl+R চাপুন। এতে প্যাকেজ লিস্ট গুলো নতুন যেসব সফটোয়্যার বের হয়েছে আর ডাউনলোডের জন্য তৈরি, তার লিস্ট আপডেট হবে।
২. আপডেট শেষ এর পরে সার্চ অপশনে লিখুন startupmanager । দেখবেন লিস্টে startupmanager এসেছে। যদি ইতিমধ্যেই ইন্সটল করা থেকে থাকে তবে এটার সামনে চেক বক্স সবুজ দেখাবে। আর না করা থাকলে চেক বক্স সাদা দেখাবে। নামের উপরে ডাবল ক্লিক করুন, এবার ডায়ালগ বক্স থেকে ok চাপুন। এর পর apply চাপুন।
৩. ডাউনলোড হয়ে গেলে menu>system>administration>start up manager ওপেন করুন। দেখানো লিস্ট থেকে আপনার পছন্দনীয় অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করুন। ok দিয়ে বেরিয়ে আসুন।
৪. এবার থেকে কম্পিউটার স্টার্টের সময় দেখবেন আপনার ঠিক করে দেওয়া অপারেটিং সিস্টেমটি তে আগে থেকেই কার্সর বসে আছে। ফলে আপনাকে বার বার কি বোর্ড দিয়ে উপরে নিচে করে উইন্ডোজ বা লিনাক্স সিলেক্ট করতে হবে না।
স্ক্রিন শট লাগলে জানাবেন। আমি আপলোড করে দেব।
লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
সুন্দর টিউন। নতুনদের কাজে লাগবে। ধন্যবাদ।
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত