উবুন্টু/মিন্টে কিছু ব্যাকআপ সফটওয়্যার পার্ট ১:Aptoncd

পিসির গুরুত্বপূর্ণ ফাইল কোনো কারণে হারিয়ে গেলে অথবা নষ্ট হলে মাথার চুল ছেড়া ছাড়া কোনো উপায় থাকে না। তাই বুদ্ধিমানের মত সময়মত প্রয়োজনীয় সফটওয়্যার ও ফাইলগুলোর ব্যাকআপ নেওয়া যরুরী। প্রতিটি OS এ কমবেশি ব্যাকআপ ইউটিলিটি বাই ডিফল্ট দেওয়া থাকে। উবুন্টুতে বাই ডিফল্ট rsync(বস পাবলিক) দেওয়া থাকলেও এটা কমান্ড লাইনভিত্তিক টুল। তবে উবুন্টুর রিপোতে বেশ কিছু চমতকার ব্যাকআপ টুল দেওয়া আছে যার মাধ্যমে আপনি শুধু সফটওয়্যার অথবা সফটওয়্যার এবং ফাইল দু'টোই ব্যাকআপ নিতে পারেন। উল্লেখযোগ্য কিছু টুল হলো:

AptonCD

Simple Backup Tool(sbackup)

Remastersys

Mint backup(মিন্টে বাই-ডিফল্ট থাকে, তবে উবুন্টুতে ইন্সটল করা যায়)

এছাড়াও আছে Grsync(rsync এর GUI), rsync(বস একটা কমান্ডলাইন টুল), Backintime, Lucky backup(rsync এর GUI) ইত্যাদি।

আজকে আমি aptoncd দিয়ে কিভাবে ব্যাকআপ করবেন, সেসম্পর্কে আলোচনা করব।

Aptoncd এর সাহায্যে আপনি শুধুমাত্র আপনার সিস্টেমে ইন্সটল্ড হওয়া সফটওয়্যার এবং আপডেটসমূহ ব্যাকআপ/রিস্টোর করতে পারবেন। এর প্রধান সুবিধা হচ্ছে যদি অন্তত একটি কম্পিউটার আপডেটেড থাকে তাহলে সেই কম্পিউটার থেকে সফটওয়্যার এবং আপডেটগুলো নিয়ে নেট ছাড়াই অন্য কম্পিউটারে ইন্সটল করা যায়। এই টুলটি মূলতঃ আপনার উবুন্টু/মিন্টের /var/cache/apt/archives ফোল্ডারে থাকা deb প্যাকেজগুলোর ব্যাকআপ।

ইন্সটল করতে চাইলে টার্মিনাল খুলে লিখুনঃ

sudo apt-get install aptoncd

অথবা USC কিংবা synaptic চালু করে apton লিখে সার্চ দিয়ে ইন্সটল করে ফেলুন।

যেভাবে ব্যাকআপ করবেনঃ

ইন্সটল করার পর System=>Administration থেকে aptoncd চালু করুন। চালু হওয়ার পর create আর restore নামে দু'টো অপশন পাবেন। ব্যাকআপের জন্য create অপশনটি সিলেক্ট করুন। কিছুক্ষন পর আপনার /var/cache/apt/archives ফোল্ডারে থাকা deb প্যাকেজগুলোর লিস্ট দেখাবে।

লিস্ট

সেখান থেকে burn এ ক্লিক করুন।আপনার aptoncd বানানো শুরু হবে। এটা বাই ডিফল্ট সেভ হবে আপনার হোম ফোল্ডারে(তবে আপনাকে অন্য ফোল্ডারে সেভ করার অপশন দেবে)


ক্রিয়েটইন্সটল

apply করুন। আপনার ISO তৈরি হতে থাকবে।শেষ হওয়ার পর নিচের ছবির মত দেখতে পাবেন।Image Ready

বার্ন করতে চাইলে Yes না হলে NO  সিলেক্ট করুন।

যেভাবে রিস্টোর করবেনঃ

পুনরায় System=>Administration থেকে aptoncd চালু করুন। চালু হওয়ার পর create আর restoreনামে দু'টো অপশন পাবেন। রিস্টোরের জন্য Restore অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনি নিচের উইন্ডোটি দেখতে পাবেন।


restore

এখানে ২ টি অপশন থাকবে। CD/DVD এবং ISO। আমাদের কাছে যেহেতু ISO আছে সেহেতু আমরা ISO সিলেক্ট করে ISO ফাইলটি যে ডিরেক্টরিতে আছে তা দেখিয়ে দেব। এরপর OK করলেই ফাইলগুলো /var/cache/apt/archives ফোল্ডারে জমা হবে।

এবার System=>Administration থেকে Synaptic চালু করে mark for updates ক্লিক করে apply করে আপডেটগুলো ইন্সটল করে নিন। এতে শুধুমাত্র আপডেট ইন্সটল করা যাবে।

আর সফটওয়্যার ইন্সটল করতে চাইলে সার্চ বক্সে নাম লিখে ইন্সটল করুন। ইচ্ছে করলে সব সফটওয়্যার একসাথে ইন্সটল করা যায়। তবে সেই কমান্ডটি আমার মনে নেই। পেলে অবশ্যই জানাবো।

synaptic

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর টিউন। আমিও ব্যবহার করেছিলাম আচ্ছা ভাই আপনার করা কোনো ব্যাকআপ মিডিয়াফায়ারে দিতে পারবেন? অনেকেই অনেক কিছু ব্যবহার করি, শেয়ার করলে এমন কিছু সফটওয়্যার আমরা পেতে পারি যা আপনি ব্যবহার করেছেন কিন্তু আমার করিনাই

    Level 0

    আসলে ভাইয়া ইচ্ছা থাকলেও নেট স্পিডের কারনে শেয়ার করা সম্ভবপর হয়ে ওঠে না। বর্তমানে আমি জিপি(লিমিটেড) ব্যবহার করছি। আমাদের এখানে ব্রডব্যান্ড+wimax সুবিধা নেই। আমার কাছে যেসব ব্যাকআপ আছে সেগুলো সবগুলোই ২৫০-৩০০ mb. এছাড়া আমার কাছে একটি কাস্টমাইজড DVD(ubuntu desktop+kubuntu desktop) আছে যার সাইজ প্রায় ১.৩ GB. আপনার প্রয়োজন হলে উপরের ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

ভাই আমার একটু সমস্যা হচ্ছে….. মনে এইটা নিয়ে না…… উবুন্তুতে ফায়ারফক্স ৪ বেটা ৩ ডাউনলোড করে এখন ইনিষ্টল করতে পারছি না….. কি করব? আর উবুন্তুর জন্য ভাল একটা ডাউনলোড সফট দিবেন কি?

    Level 0

    আপনি টার্মিনাল থেকেই ইন্সটল করতে পারতেন। এর জন্য যা করতে হবে
    টারমিনাল ওপেন করুন।
    sudo apt-add-repository ppa:ubuntu-mozilla-daily/ppa
    sudo apt-get update
    sudo apt-get install firefox-4.0
    এরপর firefox-4.0 কমান্ড দিয়ে ফায়ারফক্স বিটা ওপেন করতে পারবেন অথবা মেনুতে Shiretoko Web Browser এ ক্লিক করলে firefox-4.0 চালু হবে।
    উপরোক্ত পদ্ধতিতে ফায়ারফক্সের আগের ভারসন ও বিটা ভারসন আলাদা ভাবে ইন্সটল হবে। আর ডাউনলোড ম্যানেজার হিসেবে jdownloader ব্যবহার করতে পারেন। এ সম্পর্কে টেকটিউনে লিনাক্স বিভাগে টিউন আছে।

খুজতেছিলাম , তবে পাইলাম , ভালা লাগল

কাজে লাগবে তাই প্রিয়তে রাখলাম।

Level 0

ভাইয়া আমি রিমাস্টারসিস এবং এপটনসিডি দুইটাই ব্যবহার করি। কিন্তু রিমাস্টারসিস দি ব্যাকাপ কে রিস্টোর করে কিভাবে বলবেন? আমি উইন্ডোজ সেভেনে পুরো সিস্টেম ড্রাইভই ‘সিস্টেম ইমেজ’ হিসেবে ব্যাকাপ করে রাখি। উবুন্তুতে এমন কোন উপায় আছেকি ? থাকলে দয়া করে জানান ।

    Level 0

    Remastersys দিয়ে ব্যাকআপ করলে /home/remastersys ফোল্ডারে একটা ISO তৈরি হওয়ার কথা। সেটা DVD তে বার্ন করে ইন্সটল করে নিন। তবে ব্যাকআপ করার সময় খেয়াল রাখবেন ubiquity প্যাকেজটা যেন সাথে ইন্সটল হয়। এটাই ইন্সটলার নিয়ন্ত্রন করে। এই প্যাকেজ ছাড়া আপনি উবুন্তু ইন্সটল করতে পারবেন না।

Level 0

ভাই ধন্যবাদ। আমি লিনাক্সের একজন ভক্ত। লিনাক্স বিষয়ে আরও লেখা চাই।