আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনে এটাই আমার প্রথম টিউন। আজকে আমি আপনাদের বলব কিভাবে উবুন্টু/মিন্টের ডিফল্ট ফাইল ম্যানেজার নটিলাস্কে আরো সুন্দর করা যায়। এর জন্য আপনাকে যা করতে হবেঃ
১। Application<<Accessories থেকে Terminal চালু করুন।
২। এরপর সেখানে নিচের কোডগুলো কপি-পেস্ট করুন
sudo add-apt-repository ppa:am-monkeyd/nautilus-elementary-ppa
sudo apt-get update
sudo apt-get upgrade
এরপর লগআউট/রিস্টার্ট করুন।
Elementary থিম এবং আইকন ইন্সটল করতে চাইলে নিচের কমান্ডগুলো লিখুন
sudo add-apt-repository ppa:elementaryart/ppa
sudo apt-get update
sudo apt-get install elementary-icon-theme elementary-theme
এবার মাউসে রাইট ক্লিক করে Change Desktop Background সিলেক্ট করে থিম চেঞ্জ করে নিন।
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আপনাকে টেকটিউন্স এ স্বাগত জানাই। আর আপনার পোষ্ট ভালোই লাগল। চালিয়ে যান আশা করি ভালোই হবে। আর একটা কথা বলি আপনি উবুন্টু নিয়ে কোন পোষ্ট করলে যদি কমেন্ট না পান তাহলে হতাশ হবেন না। কারন আপনি পরেই জান্তে পারবেন। তবে উন্মুক্ত জগতে চলার জন্য আপনাকে অ-নে-ক ধন্যবাদ…