আমরা অনেক সময় উবুন্টুকে দোষ দিয়ে থাকি যে উবুন্টু এতো বাজে!!! স্বাভাবিক এক ডাউনলোডার নেই কি আর করবে। আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করি তারা আইডিএম ব্যাবহার করি তাই আর কোন ডাউনলোডার ব্যাবহার করতে চাই না। আসলেই আইডিএম একটা ভালো ডাউনলোডার। কিন্তু আমরা চাইলে আইডিএম ছাড়াও অন্য ডাউনলোডারের দিকে নজর দিলে ঠিকই ভালো ডাউনলোডার পাব। আজকে আমি উবুন্টু ব্যাবহারকারীদের একটা হতাশা থেকে দূর করার জন্য এই পোষ্ট অনেকদিন পর লিখতে বসলাম। আমরা idm এর পরিবর্তে jdownloader ব্যাবহার করতে পারি। নীচে এর এক্টা স্ক্রীণশট দেয়া হল।
আসলে এটা java দিয়ে করা তাই এইটা লোড হতে অন্য ডাউনলোডারের থেকে ২০% সময় বেশি নেয়। কিন্তু কাজের ক্ষেত্রে এটি একেবারে idm এর মত কাজ করে। উবুন্টু ব্যাবহারকারীরা নেট ব্যাবহারের জন্য অবশ্যই ফায়ারফক্স ব্যাবহার করেন নিশ্চযই। তাহলে প্রথমেই আপনারা ফায়ারফক্সে flashgot নামক addonns টি ইন্সটল করে নিন।
এখন আপনারা applications/ubuntu software centre এ গিয়ে java runtime 6 environment সফটওয়্যারটি ইন্সটল করে নিন। আর যারা ubuntu restricted extras ইন্সটল দিয়েছেন তাদের আর এটি নতুন করে ইন্সটল দেয়া লাগবে না। কারণ এটি ubuntu restricted extras এর সাথে ইন্সটল হয়ে যায়। এটি না হলে কিন্তু jdownloader রান করবে না কারণ এটি java দিয়ে বানানো। এটি ইন্সটল হয়ে গেলে আপনারা এখন jdownloader ইন্সটলের জন্য প্রস্তুত।
এখন কাজ হল আমরা কিভাবে jdownloader ইন্সটল দিব?? আমরা jdownloader রিপসিটরির মাধ্যমে ইন্সটল দিতে পারি। কিভাবে করবেন তার জন্য লীচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমেই আপনি system/administration/software sources/other software এ যান। ঐখানে add দিন এবং লিখুনঃ
deb http://sudo add-apt-repository ppa:jd-team/jdownloader এবং add source এ ক্লিক করে reload করুন। এটা শুধু karmic ব্যাবহারকারীদের জন্য।
আর যারা lucid ব্যাবহারকারী তারা নিচের দুইটা রিপোতে যোগ করুন এবং reload করুন।
deb http://ppa.launchpad.net/jd-team/jdownloader/ubuntu lucid main
deb-src http://ppa.launchpad.net/jd-team/jdownloader/ubuntu lucid main
এখন আপনাদের রিপসিটরি add করা হয়ে গেল। এখন ইন্সটলের জন্য টারমিনালে গিয়ে নীচের কমান্ড দিন।
sudo apt-get update && sudo apt-get install jdownloader
ব্যাস কাজ শেষ। এখন ডাউনলোড এবং ইন্সটল হওয়ার পর আপনি একে applications/internet থেকে অপেন করে দেখতে পারেন। আর ডাউনলোড করে দেখুন্ কেমন লাগে???
আশা করি সবার কাজে লাগবে...:-)
আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...
ভাল টিউন আপনাকে ধন্যবাদ,সংগ্রহে রেখে দিলাম পরে ট্রাই করে দেখব।