উবুন্টু ও লিনাক্স মিন্টের জন্য নতুন All In One ইন্টারনেট কনফিগারেশন টুল!

উবুন্টু বা লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা, বিশেষ করে যারা অপেক্ষাকৃত নতুন, তারা উবুন্টুতে ঢুকেই প্রথমেই যে জিনিসটা খুজেন সেটা হল ইন্টারনেটে কানেক্ট করবো কিভাবে। যারা মোবাইলের এইজ নেট ব্যবহার করেন, তাদের বিশেষ সমস্যা হয়না কারন ওপরের প্যানেল থেকে অটোমেটিক্যলি নেটওয়ার্ক প্রোভাইডার সিলেক্ট করে দেওয়া যায়।

সমস্যায় পরেন ব্রডব্যান্ড ব্যবহারকারীরা।

আইপি দিমু কোথায়?
ডিএনএস এন্ট্রি বসামু কোথায়?
ম্যাক চেঞ্জ করুম ক্যামনে?
ডায়াল করবো কিভাবে?
😐

এত প্রশ্ন!!! উবুন্টুতে বাই-ডিফল্ট সবগুলোরই উত্তর আছে, তবে একটু ছড়িয়ে ছিটিয়ে। কয়েকটা আবার কনসোলে ঠিকঠাক করতে হয়, যেমন ম্যাক বদলানো/ডায়াল করা। নতুন উবুন্টুতে ঢোকার পরই কনসোল ব্যবহারে একটু আনইজি লাগতেই পারে। প্রতিবার মেশিন রিস্টার্ট দেওয়ার পর ম্যাক সেটিংস ঠিকঠাক করতে হয়।

এই সব সমাধানগুলোকেই একত্রে করার চেষ্টা করে নতুন একটা নেটওয়ার্ক-কানেক্টর বানিয়ে ফেলা হয়েছে, যেটার নাম হল My Network Connector B-)

এটা গ্রাফিকাল একটা উইন্ডো, যেখানে ইউজার একই উইন্ডো তে সব রকম সেটিংস ঠিকঠাক করে দিতে পারবে। আইপি-নেমসার্ভার-ম্যাক-ডায়ালিং সব!! স্টেবল ভার্সনের একটা ইজি ইনস্টলার প্যাকেজও তৈরি করা হয়েছে (৬ মেগাবাইট), যেটা একবার ডাউনলোড করে রেখে দিলে উবুন্টু ইনস্টল করার পর সরাসরি ইনস্টলার টা চালিয়েই সফ্টওয়ার টা সেটাপ করে নেওয়া যাবে। ধরেই নেওয়া হয়েছে সফ্টওয়ার টা সেটাপ করার সময় আপনার কম্পিউটারে কোন ইন্টারনেট কানেকশন থাকবে না! সেটাই স্বাভাবিক।

Muktosource - my network connector how to use

ইনস্টল করে নেওয়ার পর ওপরের ছবির মত সহজেই মেনু থেকে সফ্টওয়ার টা চালিয়ে নিতে পারবেন। একবার সেটিংস ঠিক করে দিলেই স্থায়ীভাবে সেগুলো সেইভ হয়ে যাবে, তাই বারবার এপ্লিকেশনটা চালালে বারবার সেটিংস ঠিক করার ঝামেলা পোহাতে হবে না।

যদি ম্যাক বদলাতে হয়/ডায়াল করতে হয়, প্রতিবার মেশিন রিস্টার্ট করার পর সফ্টওয়ারটা একবার চালিয়ে "কানেক্ট" বাটনে চাপ দিলেই কেল্লা ফতে! B-)

ডাউনলোড লিংক

অফিশিয়াল সাইট থেকে লিংক্সঃ

ইন্সটল হেল্প

যেভাবে এপ্লিকেশন্টা চালাবেন

সাইট হোম: http://muktosource.com/open/mnc

ইংরেজিতে ব্লগ

লাইসেন্স: এটি ফ্রি সফ্টওয়ার। সোর্স দেখার জন্য ডাউনলোড লিংক থেকে ঘুরে আসুন 🙂

Level 0

আমি অন্যসময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

install করার সময় বলে broken package আছে। পরে synapticএ যেয়ে ২ টা broken package remove করলাম। তারপর install হইসে।কিন্তু Applications > Internet > My Network Connector এ click করলে mnc launch হয় না।reinstall করলাম কিন্তু কাহিনী একই।

    try করার জন্য অনেক ধন্যবাদ। আপনি উবুন্টুর কোন ভার্সন টা ব্যবহার করছেন?

    লুসিড ১০.০৪ এ টেস্ট করে দেয়া হয়েছে….

    আর আপনার যেহেতু ইতোমধ্যেই নেট কনফিগার করা আছে উবুন্টুটে, ডাউনলোড লিংকে গিয়ে এডভানসড ইউজারের জন্য ভার্সনটা (শুঢু .ডেব ফাইল) নামিয়ে ইনস্টল করে একটু ফিডব্যাক দিলে ভাল হত 🙂

প্রিয় টিউনসে যুক্ত করে রাখলাম। ভাল টিউন, ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাল টিউন, ধন্যবাদ আপনাকে।

Level 0

আমি iconnect এর wifi modem ব্যবহার করি। উবন্টুতে ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। please help me……………

    আপনি System>>Preferance>>Network Connections>>Wireless এ গিয়ে সেট করুন , আপনার ডিভাইস যদি পেয়ে থাকে তবে সেখানে দেখাবে। নতুবা হার্ডওয়ার লিষ্ট এ গিয়ে দেখুন Install করতে হবে কিনা।

Level 0

মডেম কানেক্ট হচ্ছে । কিন্তু নেট ব্যবহার করা যাচ্ছে না।
আমার settings টা এই রকম–
ssid: iconnect
mode: Ad-hoc
MTU: automatic

security: none

IPv4 settings:
method: shared to other computers

Level 0

ভাই বাংলালায়নের মোডেম সেটাপ দিবো কিভাবে?

পুরোনো জিনিস, তবে ছবি সহ পোস্ট করতে নতুন এবং আগ্রহীদের(লিনাক্স) খুব কাজে লাগবে।
কষ্ট করে টিউন করার জন্যে ধন্যবাদ।

***জানতে থাকুন-জানতে থাকুন***