Proxy Server নিয়ে আমি ধারাবাহিক ভাবে টিউন করেছি। অনেক দিন পর আজ আবার টিউন করছি।
Proxy Server নিয়ে লেখা আমার আগের টিউন গুলো দেখে নিনঃ
Proxy Server এর কোন User কতটুকু Data Download/Upload করেছে অথবা কি কি URL visit করেছে তা আমরা Web এর মাধ্যমে দেখতে পারি। এটা করার জন্য আমরা ব্যাবহার করবো Squint Package. নিচের Step গুল ভালো ভাবে লক্ষ করুনঃ
#cd /user/local/src
[Chenge BASEDIR, LOGDIR and HTTPDCONF as follows]
BASEDIR="/var/www/html/squint"
LOGDIR="/var/log/squid"
HTTPDCONF=/etc/httpd/conf/httpd.conf
Save করুন।
এবার /var/www/html Directory তে গিয়ে লক্ষ করুন squint নামে একটা Directory তৈরি হয়েছে।
সব কাজ শেষ। এবার Browser open করে address টা Type করুনঃ
আমার করা একটা Live server এর Screen shot দিয়ে দিলাম।
আমি bdcisco। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am working as a System Administrator at Information services Network Ltd (ISN). ISN is first ISP in Bangladesh. I am living at Uttara
অনেক ধন্যবাদ……