২০১৪ সালের সেরা কিছু লিনাক্স ডেস্ট্রো

আজ আপনাদের সামনে নিয়ে এলাম সময়ের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি লিনাক্স ডেস্ট্রো এর তালিকা। এসকল ডেস্ট্রো গত ২০১৩ সালে ব্যবহারকারীর রেটিং এর দিক দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। যারা ওপেন সোর্স নিয়ে কাজ করতে চান এবং ভার্চুয়াল দুনিয়ার সব খুটিনাটি জেনে বর্তমান ফ্রিল্যান্সিং জগতে নিজেদের শক্ত অবস্থানের পাশাপাশি নতুন কিছুর উদ্ভাবনের নেশায় মত্ত তাদের জন্য লিনাক্স প্লাটফর্ম হচ্ছে একটি সঠিক এবং সময়োপযোগী মাধ্যম।আর লিনাক্সের ডেস্ট্রো নির্বাচন আপনাকেনিয়ে যেতে পারে সঠিক পরিবেশে যাকে আমরা বলি ভার্চুয়াল জগতের ইনভায়রনমেন্ট। লিনাক্সের কয়েকশত ডেস্ট্রো এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে সবচেয়ে ভাল ডেস্ট্রো যা আপনার শেখার গতিশীলতাকে করে তুলবে আরো বেগবান।

নিচে এমনকিছু ডেস্ট্রো এর তালিকা দেয়া হল যাআপনারভার্চুয়াল জগতের অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অনন্যস্থানে।

1. Ubuntu

2. SABAYON LINUX

3. LINUX MINT

4. ROSA

5. KNOPPIX

6. CORORA

7. NETRUNNER

8. PUPPY

9. BODHI LINUX

10. PEAR LINUX

11. PARSIX

12. GENTOO

13. Arch

যাদের রয়েছে নতুন কিছু শেখার অনবদ্য ইচ্ছে আর রয়েছে নতুন নতুন জ্ঞানের সাথে পরিচিত হবার অসীম সাহস তারা লিনাক্সের এই প্লাটফর্ম গুলোর সাথে পরিচিত হতে পারেন। আর সবসময় যে কথা আমি বলি শেখার জন্য সবচেয়ে বড় মূলধন হল শেখার অদম্য ইচ্ছাশক্তি। আপনার ইচ্ছা শক্তিই নিয়ে যেতে পারে জ্ঞানের মহাসমুদ্রে। লিনাক্স সম্পর্কে আরো জানতে আর সঠিক ভাবে জানতে লিনাক্সের অফিসিয়াল সাইটের পাশাপাশি ফ্রিল্যান্সার গোল সাইটটি ঘুরে আসতে পারেন। আপনার মতামত বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন ।আমরা আপনার মতামতে সর্বোচ্চ সম্মান দিতে চেস্টা করব।

ধন্যবাদান্তে, ফ্রিল্যান্সার গোল টীম

Level New

আমি অনুভূতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু করতে চাই,কিন্তু কিছুই হয় না ।মাঝে মাঝে নিরুপায় হয়ে বসে থাকি, করার কিছু নেই। মনের বিরুদ্ধে কথা বলতে হয়, অন্যরা মুখ বাঁকিয়ে নেই। আপন জন দূরে যায়, চার পাশ শূন্য মুরুভুমি । নিজেকে অসহায় মনে হয়, তবু বাঁচার আমরণ চেষ্টা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Linux Mint এর নতুন ISO বা DVD ঢাকার কোথায় কিনতে পাওয়া যাবে জানাবেন কি? আমাদের নেট স্পিড স্লো বিধায় ডাউনলোড করা সম্ভব হচ্ছে না।

    @SamuraixBD: যা ফ্রিতে পাবেন তা কেন কিনতে চান? আশে পাশের কারো কাছে খোজ নিতে পারেন, পেয়ে যাবেন, আর না পেলে যে কোন দোকানে কথা বলতে পারেন কিংবা বাংলাদেশ লিনাক্স টীমের সাথেও যোগাযোগ করতে পারেন…

Level 0

লিনাক্স নিয়ে আগ্রহের অন্ত নেই, তবে অলসতার কাছে ধরাশায়ী। অবশ্য সামনের দুনিয়া লিনাক্স তখা ওপেন সোর্সের – তা বলাই বাহুল্য।
টিউনারকে ধন্যবাদ।

If Linux ISO needed please call me 01712000876

sob gular download link dila valo hoto. ame akta download korce but setup dita parce na

ভাই এলিমেন্টরি ওএস দেন নাই!!

http://elementaryos.org/