অনেক দিন পর আজ আবার একটি টিউন লিখছি। আমি সর্ব শেষ টিউনে দেখিয়ছিলাম কিভাবে প্রক্সি সার্ভার করতে হয়। আজ আমি তার পর থেকে শুরু করছি।
প্রক্সি সার্ভার এর প্রতিটি ক্লায়েন্ট পিসির আইপি সেই পিসির ম্যাক অ্যাড্রেস এর সাথে ফিক্সড করে দিতে হবে। তাহলে বাহির থেকে অন্য কেউ আইপি বসিয়ে নেট ইউজ করতে পারবে না।
এই কাজটা আমরা করবো IPTABLES ব্যাবহার করে।
এজন্য Terminal open করে নিচের command লিখুনঃ
# arp
ওপরের কমান্ড দিলে সার্ভার এর সাথে যুক্ত সব ক্লায়েন্ট পিসির ম্যাক অ্যাড্রেস দেখা যাবে।
এবার নিচের command লিখুনঃ
# /sbin/iptables -A FORWARD -s 192.168.1.3/32 -m mac --mac-source 00:16:17:4B:A4:32 -j ACCEPT
# /etc/init.d/iptables save
# /etc/init.d/iptables save
--------------------------------------------
এখানে আমি 192.168.1.3 টাকে 00:16:17:4B:A4:32 ম্যাক অ্যাড্রেস এর সাথে bind করেছি।
এভাবে আপনারা যতগুলো খুশি আইপি অ্যাড্রেস কে ম্যাক অ্যাড্রেস এর সাথে bind করতে পারবেন।
আমি bdcisco। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am working as a System Administrator at Information services Network Ltd (ISN). ISN is first ISP in Bangladesh. I am living at Uttara
Apnar skypee id ta deowa jabe?