উবুন্টু,উবুন্টু মিন্ট বা আপনি লিনাক্সের যে ডিস্ট্রো ব্যবহার করুন না কেন । ফাইল এবং ফোল্ডার হাইড করতে আপনি নিচের উপায় অনুসরণ করতে পারেন।
ফাইল বা ফোল্ডারটির নামের আগে একটি ‘.’ (একটি ডট) দিয়ে নাম পরিবর্তন করুন। যদি আপনি ডাউন-লোড ফোল্ডারটি(download) হাইড করতে নাম পরিবর্তন করে .ডাউন-লোড(.download) করুন।যদি আপনার কম্পিউটারে penguin.txt নামের একটি ফাইল থাকে তাহলে এটি লুকানোর জন্যে penguin.txt নামের শুরুতে চিত্রের মত একটি ডট(.) যুক্ত ডট দিয়ে শুরু ফাইল লিনাক্সে লুকিয়ে রাখা হয়।
আরেকটি উপায় হল ফোল্ডার বা ফাইল লুকানোর জন্য তার নামের শেষে ‘~’ যুক্ত করে নামকরণ করলে ফাইলটি লুকানো হবে।
লুকানো বা হাইড করা ফাইল বা ফোল্ডার দেখার জন্য CTR+H চাপুন।নটিলাস ফাইল ম্যানেজারে ভিউ-> আড়াল করা ফাইল প্রদর্শন কর(View->Show Hidden Files)।
গুরুত্বপূর্ণ ফাইল লুকানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করবেন না।
পূর্বে আমার ব্লগে প্রকাশিত ।
আমি মোঃ রানা মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরিসংখ্যান নিয়ে পড়ছি সাস্টে ।