আজ উবুন্টু টিউটরিয়াল এর শুরু করলাম । উবুন্টু নিয়ে টিউটরিয়াল লিখবো আর যদি আমরা ভালোভাবে নাই জানি উবুন্টু কী তাহলে তো খুব লজ্জার কথা 🙂
উবুন্টু নিয়ে প্রথম কথাই যেটা বলা হয় সেটা হল এটি একটি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিসটেম । তাইলে লিনাক্স আর উবুন্টু কী এক জিনিস ? এর উত্তর হচ্ছেঃ না ! লিনাক্স হচ্ছে একটা কার্নেলের নাম । এবার হয়ত জিজ্ঞেস করবেন এই কার্নেল টা আবার কে ?
কার্নেল হল কোন অপারেটিং সিসটেমের সেই অবিচ্ছেদ্য প্রধান অংশ যা সিসটেমের সকল হার্ডওয়্যারের সাথে যোগাযোগ রক্ষা করে , কোন এপ্লিকেশন চালানোর জন্য একটা যায়গা তৈরি করে , ফাইল ব্যবস্থাপনার কাজ করে , ড্রাইভার ম্যানেজ করে । মোট কথায় বলতে গেলে কার্নেল হল অপারেটিং সিসটেমের প্রাণ । এই কার্নেল ব্যবহার করে সাথে আরো নানা দরকারী এপ্লিকেশন যোগ করে মোট যে বান্ডল প্যাকেজটা দেয়া হয় সেটা হল অপারেটিং সিসটেম । তার মানেঃ
অপারেটিং সিসটেম = কার্নেল + দরকারী সফটওয়্যার + অন্যান্য
সুতরাং বুঝা গেলো যিনি লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিসটেম ব্যবহার করছেন তিনিই তিনিই লিনাক্স ইউজার । যিনি ৪ গিগা সাইজের ফেডোরা ব্যবহার করেন তিনিও লিনাক্স ইউজার আবার যিনি মাত্র ৫০ মেগা সাইজের ড্যাম স্মল লিনাক্স ব্যবহার করেন তিনিও লিনাক্স ইউজার । তাহলে প্রশ্ন আসছে উবুন্টু নিয়ে এতো মাতামাতি কেনো ?
উবুন্টু বা লিনাক্স নিয়ে মাতামাতি কিন্তু এই কিছু দিনের ব্যাপার । তার আগে কী লিনাক্স ছিল না ? ছিল! অবশ্যই ছিল । কিন্তু তা ব্যবহার করত গীক , নার্ড রা । ব্যবহার হত সুপার কম্পিউটারে , সার্ভারে কিংবা ডেডিকেটেড সিসটেমে । ব্যবহারকারীকে মোটামুটি কম্পিউটারের জাদুকর হতে হত - তার কারণ তখন পর্যন্ত কেউ সাধারণ ব্যবহারকারীর কথা মাথায় রেখে ছড়িয়ে দেবার চেষ্টা করেনি ।
অবশেষে এলেন সেই বরপুত্র নাম "মার্ক শাটলওয়ার্থ" - লিনাক্সকে গন মানুষের মাঝে ছড়িয়ে দেবার জন্য ক্যাননিক্যাল ফাউন্ডেশন তৈরি করলেন । সূচনা করলেন নতুন এক ডিস্ট্রো নাম - উবুন্টু । উবুন্টু একটা আফ্রিকান জুলু শব্দ যার অর্থ - মানুষ মানুষের জন্য ।
আগে যেখানে নানান রকম সফটওয়্যার দেয়া থাকত একটা ইন্সটলেশনের সাথে সেখানে শুধু ডেক্সটপ ব্যবহারকারীদের দরকার মাথায় রেখে ১ সিডি আনা হল ইন্সটলেশন । চমতকার গ্রাফিক্যাল ডিজাইন আর ব্যবহারবান্ধবতার কারণে উবুন্টু এখন একটা অন্যতম জনপ্রিয় ডিস্ট্রিবিউশন । অনেকেই ভাবেন লিনাক্স মানেই কমান্ড লাইন - কিন্তু দুনিয়া সেখানে আর নাই । এখনকার ডিস্ট্রিবিউশনগুলো ব্যবহারে কমান্ডলাইনে হাত দিতে হয়না বললেই চলে , উবুন্টুতে তো হয়ই না ।
উবুন্টুর প্রথম ব্যবহারকারীদের একটা অভিযোগ থাকে মিডিয়া ফাইল চালানো নিয়ে । কারণ মিডিয়া কোডেকগুলো প্রোপাইরেটরি , কোন ডিস্ট্রিবিউটর চাইলেই তা অন্যদের কাছে বিনামূল্যে বিতরণ করতে পারেন না । কিন্তু ব্যবহারকারী তা ফ্রীতে সংগ্রহ করতে পারেন । যেহেতু উবুন্টু সিডিতে শিপ করা হয় তাই এর সাথে প্রোপাইরটরি মিডিয়া কোডেক গুলো দেয়া হয় না । এর জন্য আছে লিনাক্স মিন্ট 🙂 লিনাক্স মিন্ট ঠিক উবুন্টুই । তবে উবুন্টুকে ঘষেমেজে তার সাথে কোডেক , উইন্ডোসের স্টার্ট মেন্যুর মত দেখতে মিন্ট মেন্যু যুক্ত করে বানানো হয়েছে একে । কেউ যদি গান চলেনা বলে (!) উবুন্টু ইন্সটল না করতে চান তবে একবার লিনাক্স মিন্ট ব্যবহার করে দেখুন । "চোর" অপবাদ যাতে কেউ না দিতে পারে - কেউ যেনো বলতে না পারে "তুমি চোরাই মাল ব্যবহার কর" । কী দরকার এমন চমতকার সব জিনিস থাকতে চোরাইমাল ব্যবহার করার ?
উবুন্টু ডাউনলোড করা যাবে এখান থেকে ।
ফ্রী উবুন্টু সিডির জন্য অর্ডার করতে পারেন এখান থেকে ।
লিনাক্স মিন্ট ডাউনলোড করা যাবে এখান থেকে ।
তবে নবীন ব্যবহারকারীদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে লিনাক্স মিন্ট ব্যবহার করার । এতে আপনাকে আর কষ্ট করে কোডেক গুলো সংগ্রহ করতে হবে না । আর উবুন্টুর প্রত্যেকটা টিউটরিয়াল আপনি মিন্টে প্রয়োগ করতে পারবেন ।
আমি সাধারণত উবুন্টু নিয়েই লিখি । মাঝে মাঝে অপেন-সোর্স / ফ্রী সফটওয়্যার নিয়ে । টেকটিউনসে এসে আমি মোটামুটি হতাশ হয়েছিলাম । যেখানে সামহোয়্যারের মত একটা পাবলিক জেনারেল পারপাস ব্লগে উবুন্টু নিয়ে কত কথা-বার্তা হয় , সেখানে টেকটিউনসের মত একটা প্রযুক্তি ব্লগে উবুন্টু বা লিনাক্স নিয়ে কথা-বার্তা একদম নাই বললেই চলে । যেখানে একটা তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আমাদের অপেন-সোর্স / ফ্রী সফটওয়্যার নিয়ে কথা বলার কথা সেখানে টেকটিউনসে বেশিরভাগসময় ক্র্যাক করা , পাইরেটেড সফটওয়্যার নিয়ে আলোচনা হয় , শেয়ারিং হয় 😐
সেই চিন্তা থেকেই একটা সিরিজ শুরু করলাম - এখানে একদম ধাপে ধাপে চেষ্টা করব উবুন্ট/লিনাক্স মিন্ট নিয়ে আলোচনা করতে ।
সবাই ভালো থাকবেন ।। লিনাক্সের জয় হোক
আমি জামাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল আপনার টিউনটি। আপনি অবশ্যই উবুন্টু নিয়ে লিখবেন। আমরা যারা উবুন্টু ব্যবহার করতে চাই তাদের জন্য ভাল হবে আপনি যদি লেখেন। কি ভাবে ইনস্টল করব, ব্যবহার ইত্যাদি লিখবেন ধাপে ধাপে এটা আশা করি। আপনাকে ধন্যবাদ।