লিনাক্স কম্পিউটার এর জন্য একটি পরিচালক ব্যাবস্থা (Operating System) । লিনাক্সের কার্নেল বা মূল অংশকেও লিনাক্স বলা হয়। লিনাক্সকে ওপেন সোর্স ও বিনামূল্য সফটওয়্যার ধারার একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ বা ম্যাক হতে লিনাক্স বিভিন্নভাবে আলাদা। লিনাক্সের অন্তর্নিহিত সোর্স কোড যে কেও বাধাহীন ভাবে ব্যাবহার করতে পারে, এর উন্নতি সাধন করতে পারেন, এমনকি এর পুনর্বিতরণও করতে পারে। অতি সঠিকভাবে লিনাক্স বলতে শুধু লিনাক্স কার্নেলকেই বুঝায়। তবে যে সব ইউনিক্স সদৃশ অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের ওপর ভিত্তি করে এবং মুলত নোম (ও অন্যান্য) প্রকল্পের লাইব্রেরী ও টুলস ঐ কার্নেলের সাথে যুক্ত করে বানানো হয়েছে সাধারনভাবে সে সব অপারেটিং সিস্টেমকে লিনাক্স হিসেবে ধরা হয়। আরও ব্যাপক অর্থে একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন বলতে লিনাক্স অপারেটিং সিস্টেম ও এর সাথে সরবরাহকৃত বিপুল পরিমানের অ্যাপ্লিকেশান সফটওয়্যার এর সমষ্টি বোঝায় । লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলো সহজে কম্পিউটার এ ইন্সটল ও আপডেট করা যায়। কিছু কিছু ডেস্কটপ পরিবেশ যেমন নোম এবং কেডিই সাধারণত কেবল লিনাক্সের সাথে জড়িত বলে ধারণা করা হলেও এগুলো অন্যান্য অপারেটিং সিস্টেমেও (যেমন ফ্রিবিএসডি-তে) ব্যাবহার করা হয়। প্রাথমিকভাবে কেবল কিছু উৎসাহী ব্যাক্তিই লিনাক্স ব্যাবহার ও এর উন্নতি সাধন করতেন। এখন বড় বড় কর্পোরেশন যেমন আইবিএম, সান মাইক্রোসিস্টেমস , হিউলেট প্যাকার্ড , নভেল ,ইত্যাদি সার্ভারে ব্যাবহারের জন্যে লিনাক্সকে বেছে নেয়া হয়েছে। ডেস্কটপ বাজারেও লিনাক্স এর জনপ্রিয়তা ও চাহিদা বারছে। ব্যাক্তিগত ল্যাপটপ , ডেস্কটপ এমনকি সুপার কম্পিউটারেও এখন লিনাক্স ব্যাবহার করা হয়।
ওপেন সোর্স এর মধ্যে অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে যা সবগুলো লিনাক্স এর ওপর ভিত্তি করে তৈরি। এখান থেকে এর তালিকা দেখে নাও।
লিনাক্স চালানোর অনেকগুলি পদ্ধতি আছে। আমি তার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করবো।
যে সকল CD/DVD থেকে BOOT করা ছারা অপারেটিং সিস্টেম চালু করা যায় সেগুলোকে লাইভ সিডি বলে। এর মাধ্যমে অতি সহজে লিনাক্স চালানো যায়। নিচে লিনাক্স ( উবুন্টু ) এর লাইভ সিডি তৈরি করার নিয়ম দেয়া হলো।
১. এখান থেকে লিনাক্স এর .ISO ফাইল ডাউনলোড করে নিন।
২. ডাউনলোড হওয়ার পর ফাইলটি ব্ল্যাংক সিডিতে বার্ন করে নিন।
Wuby আমার অন্যতম প্রিয় অপশন। এর মাধ্যমে উইন্ডোজ থেকে সরাসরি উবুন্টু ইন্সটল করা যায়। Wuby এর মাধ্যমে উবুন্টু ইন্সটল করার নিয়মঃ
১. বার্ন শেষে সিডি থেকে Autoplay বা wuby.exe ওপেন করুন।
২ . Install Inside Windows অপশন টি সিলেক্ট করুন।
৩ . পরবর্তী উইন্ডোতে ইচ্ছে মতো অপশন সিলেক্ট করে ইন্সটল দিন।
৪ . ইন্সটল সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করুন।
৫ . ইন্সটল সম্পূর্ণ হলে Reboot বাটনে চাপ দিন।
৬ . এবার কিছুক্ষন এর মদ্ধে উবুন্টু ইন্সটল হয়ে যাবে।
বিঃদ্রঃ ইন্সটল এর সময় নেট বন্ধ রাখবেন নাহলে ওয়েব ইন্সটল এর মতো ইন্সটল হবে। ফলে সময় বেশি লাগবে।
VirtualBox(ভার্চুয়াল বক্স)
ভার্চুয়াল বক্স লিনাক্স চালানোর অন্যতম পদ্ধতি। এর মাধ্যমে উইন্ডোজ কিংবা ম্যাক থেকে যেকোনো লিনাক্স চালানো যায়।
১ . প্রথমে এখান থেকে ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিন।
২ . ইন্সটল করুন।
৩ . VirtualBox চালু করে ওপরের New বাটনে চাপ দিন।
৪ . Next বাটনে চাপ দিন।
৫ . নাম লিখে লিস্ট থেকে উবুন্টু বেছে নিন।
৬ . লিনাক্স চালানোর জন্য র্যাম এর মেমোরির পরিমান সিলেক্ট করুন। মুল র্যামের ১/২ বা ১/৪ অংশ মেমোরি দিলে ভালো হয়। আমার ১ জিবি র্যাম। আমি ৫১২ দিয়েছি।
৭ . Next বাটনে চাপুন।
৮ . এবার আপনাকে Dynamic বা Fixed অপশন সিলেক্ট করতে হবে। যদি HDD তে পর্যাপ্ত পরিমান যায়গা থাকে তাহলে Dynamic সিলেক্ট করুন। আর নাহলে Fixed Size Image অপশন সিলেক্ট করুন।
৯ . লিনাক্স এর জন্য যায়গার পরিমান নিরধারন করুন।
১০ . Finish এ চাপ দিন।
১১ . এটি নিজে থেকেই .ISO ফাইল খুজে নেবে। আপনি এবার Next চাপুন।
১২ . কাজ প্রায় শেষ।
১৩ . এখন পুনরায় পূর্বের স্থানে ফিরে আসবেন। এখান থেকে CD/DVD Rom এ চাপুন।
১৪ . Mount CD/DVD দিয়ে .ISO ফাইল ব্রাউজ করুন।
১৫ . ফাইল টি ব্রাউজ হবার পর সিলেক্ট চাপুন । এবার OK চাপুন।
১৬ . এখন আপনি ওই উইন্ডো তে পুনরায় ফিরে আসবেন। এখান থেকে Start চাপুন।
১৭ . এখন উবুন্টু Boot Menu আসবে । Try Ubuntu থেকে বিভিন্ন অপশন এর মাধ্যমে উবুন্টু ইন্সটল করুন।
এখন আপনি ভাবতে পারেন পরবর্তীতে কি করতে হবে। আপনার শেখা এখন শুরু করা উচিত। প্রায় প্রতিটি ডিস্ট্রিবিউশন এ একটি বিরাট কমিউনিটি রয়েছে যা আপনাকে সাহায্য করবে, এবং এটি একটি গুগল অনুসন্ধান এর মাধ্যমেই হতে পারে।
অনেক ওয়েবসাইট আছে যা সম্পূর্ণ লিনাক্স সম্পর্কে।নিচে কিছু ভালো ওয়েবসাইট এর নাম দেয়া হলোঃ
• http://www.linux-tutorial.info/
যারা ছবি ভা ভিডিও দেখে শিখতে চান তাদের জন্য কিছু ভিডিও দিলামঃ
• http://www.vtc.com/products/Ubuntu-Linux-tutorials.htm
এই লিঙ্ক থেকে লিনাক্স (উবুন্টু) এর ভিডিও পাবে।
আজই লিনাক্স ইন্সটল করুন এবং শেখা শুরু করে দিন 🙂 ।
আসসালামুয়ালাইকুম।
আমি Soltumia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@DarkMoon420: আরি তাই তো!!!এই দেখুন আমি আপনার কত কিছু হ্যাক করছি !!!—
আপনার টেক টিউনস নিক নেমঃ DarkMoon420
আপনার টিটি প্রফাইল ইউআরএলঃ https://www.techtunes.io/tuner/darkmoon420
আপনি 7 ঘন্টা 14 মিনিট আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছেন
টিউনার হয়েছেন : 27 August, 2013
মোট টিউন : 0
আপনি আমাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারবেন বলে আশা করেন।
আপনি ব্লগিং এ অনিয়মিত
প্রাক্তন ফেসবুক পেজ ঃ বিডি সাইটের ডন
লিঙ্কঃ http://www.facebook.com/bdsiterdon
ফেসবুক নিয়ে বেশি ব্যস্ত, আর আপনার ধৈর্য খুব-ই কম..,আর ফেসবুক পেজ এ অনেক লাইক পেতে চান.
কি
ঠিক না??? কেমন হ্যাক করলাম ?? 😀