এটা আমার প্রথম টিউন, যা সুপার গ্রাব এর উপর। সুপার গ্রাব এমন একটা প্রোগ্রাম যা কী না আপনার পিসি তে যে কয়টি অপারেটিংসিস্টেম আছে তার একটা লিস্ট দেয় এবং গ্রাব সম্বন্ধিত আরো কিছু অপশন দেয়।
তাইলে বিস্তারিত বলিঃ লিনাক্স ইউজার রা গ্রাব শব্দটির সাথে অপরিচিত নন। গ্রাব পিসি অন করার সাথে সাথেই আপনার কম্পিউটারে কয়টি অপারেটিং সিস্টেম আছে তার একটা লিস্ট দেয়। আর সুপার মানেই আমরা অসাধারণ কিছু বুঝি, এবং অবস্যই সুপারগ্রাব ডিস্ক একটা অসাধারণ গ্রাব। এটা লাইভ সিডিতে আপনার পিসিতে অবস্থিত অপারেটিং সিস্টেমের লিস্ট দেয় (একটা সুপার গ্রাব তৈরী করে)। আপনাকে যা করতে হবে, শুধু মাত্র একটা ডিস্ক এ একে রাইট করে, বায়াস এ সিডি রম সিলেক্ট করে সিডিতে বুট করলেই সামনে চলে আসবে সুপার গ্রাব।
এবার এটার কাজ সম্পর্কে বলি, অনেক লিনাক্স ইউজার রা পিসিতে একাধিক অপারেটিং সিস্টেম রাখেন। মুলত তার মধ্যে একটা হয় উইন্ডোজ। আর উইন্ডোজ এর সমস্যা হল এটা হ্যাং করে বা ব্যাবহার লারতে করতে স্লো হয়ে পড়ে। তখন প্রয়োজন পড়ে নতুন করে উইন্ডোজ সেটাপ দিওয়ার। আর উইন্ডোজ সেটাপ দিওয়ার পর অনেকে অনেক কাজ করেন, কেও নিজের লিনাক্স বেজড অপারেটিং সিস্টেমের লাইভ সিডি দিয়ে লাইনের পর লাইন কোড লিখেন, কেও EasyBCD নামক একটা অকর্মা সফটওয়্যার দিয়ে ফিরিয়ে আনার চেস্টা করেন, অনেকে আবার কমান্ড দিওয়ার ভয়ে লাইভ সিডিতেই নেট কানেকশন দিয়ে বুট রিপেয়ার নামক একটা সফট দিয়ে গ্রাব ইন্সটল করেন। আসল কথা হল প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষ এবং ঝামেলার। আর লিনাক্স অপারেটিং বলতেই হবে সিস্টেমের লাইভ সিডি খুবই সময় নেয় (আমার পিসিতে উবুন্টু লাইভ সিডি ৫-৭ মিনিট নেয়)। কিন্তু আপনাকে অবাক লাগতে পারে সুপার গ্রাব দিয়ে সম্পুর্ন কাজ করতে পারবেন মাত্র ৫ মিনিটের কমে (বুট টাইম কয়েক সেকেন্ড) , কোন ঝামেলা ছাড়াই।
এবার দেখুন এটা কিভাবে কাজ করেঃ প্রথমেই আপনাকে সুপারগ্রাব এর আইএসও ডাউনলোড করতে হবে। এটি মাত্র ১২ এমবি থেকে একটু বেশি। আইএসও ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
এবার টকে বার্ন করার পালা। ডাউনলোড কৃত আইএসও তে রাইট ক্লিক করে নিচের ছবির ন্যায় Open With > Brasero সিলেক্ট করুন।
তখন নিচের ছবির ন্যায় একটা বক্স আসবে, এখনে Burn বাটনে ক্লিক করে সিডি বার্ন করে নিন (অবস্যই পুর্বে আপনাকে ব্লাংক ডিস্ক ইনসার্ট করতে হবে)
যোদি আপনি উইন্ডোজ এ বার্ন করতে চান তাইলে Free ISO Burner নামক একটা সফটওয়্যার ডাউনলোড করে বার্ন করে নিন। Free ISO Burner ডাউনলোড লিংক
এবার নিশ্চিন্তে আপনি উইন্ডেজ সেটাপ দিন (যে ড্রাইভে লিনাক্স রাখেছেন ঐটাকে ফর্মাট না করে)। সেটাপ হয়ে গেলে বায়াস থেকে ফার্স্ট বুট এ সিডি-ডিভিডি রম দিন। এবং রিস্টার্ট করার কয়েক সেকেন্ডেই পাবেন নিচের মত একটা গ্রাব মেনু। এখন আপনি Detect any Operating System সিলেক্ট করুন।
তাইলেই দেখতে পারবেন আপনার পিসিতে কয়টা অপারেটিং সিস্টেম আছে। এখান থেকে আপনি GNU/Linux (অথবা আপনি যে ডিস্ট্রো ব্যাবহার করছেন ঐটার নাম) সিলেক্ট করুন। ব্যাস কিছুক্ষনেই আপনি আপনার লিনাক্স বেজড অপারেটিং সিস্টেম এর ডেস্কটপ দেখতে পাবেন।
এবার একটা কাজ করতে হবে, শুধু মাত্র দুইটা কমান্ড আপনার টার্মিনালে লিখুন। কমান্ড দুটি (শুধু মাত্র উবুন্টু বেজড ডিস্ট্রোর ক্ষেত্রে) হলঃ
$ sudo grub-install /dev/sda
$ sudo update-grub
ব্যাস, কাজ শেষ! এবার আপনি সিডিটিকে সেফলি রিমুভ করেন। আর আপনি আগের মতই পিসি অন করেই লিনাক্স গ্রাব পাবেন।
এটা আমার প্রথম টিউন, তাই আশা রাখি আপনারার আমার ভুল গুলি ধরিয়ে দিবেন এবং টিউন ভাল হলে উৎসাহ দিবেন।
~ধন্যবাদ~
🙂 ভাল থাকুন 🙂
আমি Duronto_Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tnqk u bro for ur nice sharing