আজ আমি YUM নিয়ে কিছু বলবো। YUM হচ্ছে Linux Software download করার একটি Source. Yum ব্যাবহার করে যখন কোন Software package download করার জন্য কমান্ড দেওয়া হয় তখন YUM বিভিন্ন Server থেকে Package টি প্রথমে খুজে তারপর download করে। মূলত Redhat/ CentOS এবং Fedora সব একই ঘরানার OS। Redhat/ CentOS এবং Fedora এগুলো আমরা ইন্টারনেট থেকে Free download করে ব্যাবহার করতে পারি। তারপর ও CentOS হচ্ছে Linux Free এবং Registered OS. যেখানে Redhat Free OS কিন্তু Registered না। Redhat এর Registered copy টাকা দিয়ে কিনতে হয়। CentOS এর সাথে YUM included. সেজন্য আমরা CentOS ব্যাবহার করবো।
rpmforge হল YUM এর জন্য সবচেয়ে বড় repository. এর software sollection বিশাল। By default RPMforge YUM এর সাথে থাকে না, একে Add করতে হয়। সেটাই আমি দেখাব
টার্মিনাল ওপেন করুনঃ
# uname -i [to view System version 32-bit or 64-bit ]
For 32-bit system
-------------------------
#cd /root/Desktop [To go Desktop]
#wget http://apt.sw.be/redhat/el5/en/i386/dag/RPMS/rpmforge-release-0.3.6-1.el5.rf.i386.rpm
For 64-bit system
-------------------------
#wget http://apt.sw.be/redhat/el5/en/x86_64/dag/RPMS/rpmforge-release-0.3.6-1.el5.rf.x86_64.rpm
Install DAG’s GPG Key
DAG’s দিয়ে Package এর Certificate check করা হয়।
#rpm --import http://dag.wieers.com/rpm/packages/RPM-GPG-KEY.dag.txt
#rpm -K rpmforge-release-0.3.6-1.el5.rf.i386.rpm [আমি এখানে ৩২-বিট এর জন্য দেখালাম]
#rpm -ivh rpmforge-release-0.3.6-1.el5.rf.i386.rpm [ইন্সটল করা]
ব্যাস হয়ে গেল।
এবার YUM ব্যাবহার করে একটি Package install করবো।
#yum install -y deluge [এখানে deluge নামের Package install করার জন্য কমান্ড দেওয়া হল]
Deluge হল Linux এর জন্য Torrent software । টার্মিনাল থেকে deluge লিখে এন্টার দিলে Graphical View আসবে। তারপর আপনার প্রয়োজনীয় Torrent Link add করুন।
আমি bdcisco। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am working as a System Administrator at Information services Network Ltd (ISN). ISN is first ISP in Bangladesh. I am living at Uttara
ধন্যবাদ