জেনে নিন Linux এর ইতিহাস (☑ইনফোগ্রাফিক☑)

ইনফোগ্রাফিক হচ্ছে একধরণের ইমেজ যার মাধ্যমে খুব সহজেই যে কোনো জটিল বিষয়কে সহজেই উপস্থাপন করা যায়।আজ আপনাদের জন্য নিয়ে এলাম লিনাক্স অপারেটিং সিস্টেমের ইতহাস।ইনফোগ্রাফিকটি দেখে খুব সহজেই ইতিহাসটি জানা যায়।লিনাক্স হচ্ছে ওপেনসোর্স অপারেটিং সিস্টেম।মানে বিনামূল্যে এটি ব্যবহার করা যায়।বিল গেস্টের মাইক্রোসফটের অপারেটিং সফটওয়্যার বিনামূল্যে নয়।আমরা যেই ৫০ টাকার সিডি কিনে অপারেটিং সিস্টেম ইন্সটল দেই সেটা পাইরেটেড।সোজা বাংলায় ২ নম্বরি। :cool:
আসুন বেশী কথা না বাড়িয়ে,আসাধারণ এই লিনাক্সের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানি ।

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝলাম না কিচ্ছু 8-|

    @Iron maiden: @Iron maiden: নরমাল ইংলিশ ভাষা যে ওয়ার্ডটা বুঝতে সমস্যা হয় সেটি গুগোল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নিন। 🙂

      @তৌফিক:হায়রে,গুগল ট্রান্সলেটরের কথা আর বোলেন না। :/
      বাংলায় টিউন করলে বেস্ট হত।আপনি তো তা করেননি,তাছাড়া অন্যের টিউনে দেয়া ইনফোগ্রাফিক্স এখানে ইউস করেছেন। 😉
      মনে কষ্ট পেলে দুঃখিত,কিন্তু বাস্তবতা মেনে নেবার মানসিকতা থাকাটা উত্তম বিকল্প। 😎

        @Iron maiden:সরি “টিউন” না “পোষ্ট” হবে।

        @Iron maiden: আহ! কষ্ট পাবো কেন? বাংলায় টিউন করলে অবশ্যই ভালো হত। 🙂

ব্রো Linux এর ইতিহাস টিউনটা একটু বাংলায় বর্ণনা দিন। বুঝতে একটু সমস্যা হচ্ছে।

Level 0

পোস্ট টা দারুন ভাল লাগছে। অনেকেই হয়তো পড়বে , কিন্তু সবাই হয়তো বুঝবে না । চালিয়ে যান।
Forever Geeks nerds are for dorks. মজা পাইছি।

    @Terminator: ইনফোগ্রাফিক্স সিস্টেমটা আমাদের পাঠ্যপুস্তকের কঠিন বিষয়গুলোতে প্রয়োগ করা যেতে পারে। কি বলেন? 🙂

      Level 0

      @তৌফিক: স্কুল কলেজের কম্পিউটার বিষয়ক পাঠ্য পুস্তক গুলো সাধারণত আপনার আমার মত করে ভাবে না। তবে হয়তো দেরিতে হলেও কোন একদিন লিনাক্স এর জন্ম তত্ত্ব থেকে এর প্রয়োগ পর্যন্ত সব কিছু আমাদের পাঠ্যপুস্তকের পাঠ্য সূচিতে অন্তরভুক্ত করা হবে আশা রাখি।

Level 0

ভাই আপনি নিজে কি লিখলেন?
এখান থেকে ছবিটা এনে পেস্ট করে দিলেন, আর টিউন হয়ে গেল। বাংলায় লেখার চেষ্টা করুন।

    @Net Asgor: আপনি বোধ হয় খুব কষ্ট পাইসেন।:P আসলে আমি ইনফোগ্রাফিক্স সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম।কিন্তু তেমন একটা গুরত্ব দিতাম না।Recently ইনফোগ্রাফিক্সের প্রতি খুবই শ্রদ্ধা বেড়ে গেছে।আর উপরের ইনফোগ্রাফিক্সটা পড়ে বেশী ভালো লেগেছে তাই শেয়ার করেছি। 😀

আমার যা মনে হয়,প্রাইমারি ও সেকেন্ডারি পর্যায়ের কম্পিউটার সায়েন্সের বই এর সিলেবাসের প্রচুর পরিবর্তন করা দরকার,সেই মান্ধাতা আমলের কম্পিউটার সায়েন্স শিক্ষা এ যুগোপযোগী না। 😎

    @Iron maiden: সহমত। কবে যে এসব জিনিসে সরকার নজর দিবে আল্লাহ জানে 🙁

ভালমানের কোনো অনলাইন ইংরেজি-বাংলা কনভার্টের লিন্ক চাই।