ইনফোগ্রাফিক হচ্ছে একধরণের ইমেজ যার মাধ্যমে খুব সহজেই যে কোনো জটিল বিষয়কে সহজেই উপস্থাপন করা যায়।আজ আপনাদের জন্য নিয়ে এলাম লিনাক্স অপারেটিং সিস্টেমের ইতহাস।ইনফোগ্রাফিকটি দেখে খুব সহজেই ইতিহাসটি জানা যায়।লিনাক্স হচ্ছে ওপেনসোর্স অপারেটিং সিস্টেম।মানে বিনামূল্যে এটি ব্যবহার করা যায়।বিল গেস্টের মাইক্রোসফটের অপারেটিং সফটওয়্যার বিনামূল্যে নয়।আমরা যেই ৫০ টাকার সিডি কিনে অপারেটিং সিস্টেম ইন্সটল দেই সেটা পাইরেটেড।সোজা বাংলায় ২ নম্বরি।
আসুন বেশী কথা না বাড়িয়ে,আসাধারণ এই লিনাক্সের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানি ।
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।
বুঝলাম না কিচ্ছু 8-|