টেকটিউন এ সবাইকে স্বাগতম। এটা আমার লেখা প্রথম টিউন। টেকটিউন এর সবগুলো বিভাগই ভালো লাগে তবে লিনাক্স বিভাগ দেখে খুবই হতাশ হলাম । তাই আমার প্রথম টিউন হিসেবে এটাকেই বেছে নিলাম। সবার সারা পেলে চালিয়ে যাব। আসলে লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেটা আমরা সবাই যানি। এটি মূলত নেটওয়ার্কিং এ ভাল Performance এর জন্য এটি সার্ভার হিসেবেই বেসি ব্যবহার করা হয় ( যেমনঃ DNS, FTP, WEB, MAIL, DHCP, PROXY Server etc.)। আপনাদের সারা পেলে ধারাবাহিক ভাবে আমি সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর আমি এখানে Red Hat Linux নিয়ে আলোচনা করব।
খেলতে খেলতে লিনাক্স পর্ব -১ (Requirement & Hard disk Partitioning ):
লিনাক্স এমন একটি অপারেটিং সিস্টেম যা অনেক লো রেঞ্জ এর কম্পিউটারে চালানো যায়। এ জন্য দরকার হবে Up to 256 MB RAM, 5 GB Free Hard Disk Sspace (no drive) কম বেশি হলেও সমস্যা নেই। CD or DVD ROM । লিনাক্স এমন একটি অপারেটিং সিস্টেম যেখানে কোন Additional Driver ব্যবহার করতে হয় না। এবং লিনাক্স PC -তে একই সঙ্গে অনেকগুলো অপারেটিং সিস্টেম চালানো যায়। আমারা যানি প্রত্যেক অপারেটিং সিস্টেম এর জন্যই তার নিজস্ব File System এর দরকার হয়। এ জন্য বিভিন্ন পার্টিশন কে বিভিন File Systemএ ফরম্যাট করতে হয়। লিনাক্স এর জন্য যে ফাইল সিস্টেম প্রয়োজন তা হলো ext2 or ext3 এবং একটি swap partition করতে হয় । ext3 format এ Minimum একটি Partition এবং একটি swap partition যার সাইজ হবে RAM এর দ্বিগুন। এ পার্টিশন গুলো লিনাক্স এর সিডি ব্যবহার করেই করা যাবে তবে আপনার হার্ড ডিস্কে অবস্যই Unpartitioned space free থাকতে হবে। আগামী Installation পর্বে কিভাবে পার্টিশন করতে হয় তা নিয়ে আলচনা করব। আজকে এ প্রর্যন্ত থাক। আগামী পর্বে থাকবে লিনাক্স ইন্সটল । চলবে..............................
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ মেহেদী ভাই। চালিয়ে যান …