খেলতে খেলতে লিনাক্স পর্ব -১

টেকটিউন এ সবাইকে স্বাগতম। এটা আমার লেখা প্রথম টিউন। টেকটিউন এর সবগুলো বিভাগই  ভালো লাগে তবে লিনাক্স বিভাগ দেখে খুবই হতাশ হলাম । তাই আমার প্রথম টিউন হিসেবে এটাকেই বেছে নিলাম। সবার সারা পেলে চালিয়ে যাব। আসলে লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেটা আমরা সবাই যানি। এটি মূলত নেটওয়ার্কিং এ ভাল  Performance এর জন্য এটি সার্ভার হিসেবেই বেসি  ব্যবহার  করা হয় ( যেমনঃ DNS, FTP, WEB, MAIL, DHCP, PROXY Server etc.)। আপনাদের সারা পেলে ধারাবাহিক ভাবে আমি সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর আমি এখানে Red Hat Linux নিয়ে আলোচনা  করব।

খেলতে খেলতে লিনাক্স পর্ব -১ (Requirement & Hard disk Partitioning ):

লিনাক্স এমন একটি অপারেটিং সিস্টেম যা অনেক লো রেঞ্জ এর কম্পিউটারে চালানো যায়। এ জন্য দরকার হবে Up to 256 MB RAM, 5 GB Free Hard Disk Sspace (no drive) কম বেশি হলেও সমস্যা নেই।  CD or DVD ROM । লিনাক্স এমন একটি অপারেটিং  সিস্টেম যেখানে কোন Additional Driver  ব্যবহার করতে হয় না। এবং লিনাক্স PC -তে একই সঙ্গে অনেকগুলো অপারেটিং সিস্টেম চালানো যায়। আমারা যানি প্রত্যেক অপারেটিং সিস্টেম এর জন্যই তার নিজস্ব File System এর দরকার হয়। এ জন্য বিভিন্ন পার্টিশন কে  বিভিন File Systemএ ফরম্যাট করতে হয়। লিনাক্স এর জন্য যে ফাইল সিস্টেম প্রয়োজন তা হলো ext2 or ext3 এবং একটি swap partition করতে হয় । ext3 format এ Minimum একটি Partition এবং একটি swap partition যার সাইজ হবে RAM এর দ্বিগুন। এ পার্টিশন গুলো লিনাক্স এর সিডি ব্যবহার করেই করা যাবে তবে আপনার হার্ড ডিস্কে অবস্যই Unpartitioned space free থাকতে হবে। আগামী Installation পর্বে কিভাবে পার্টিশন করতে হয় তা নিয়ে আলচনা করব। আজকে এ প্রর্যন্ত থাক। আগামী পর্বে থাকবে লিনাক্স ইন্সটল । চলবে..............................redhat_logo

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ মেহেদী ভাই। চালিয়ে যান …

ভালো লাগলো লিনাক্স নিয়ে লেখা পোরে । মেহেদি ভাই চালিয়ে যান….

Level New

ধন্যবাদ ভালো লাগলো লিনাক্স নিয়ে লেখাটা পড়ে । মেহেদি ভাই চালিয়ে যান….

Level 0

ভাল লাগল । আপনার আর লেখা চাই।

আমি সাধারণত ৩টা পার্টিশন করার জন্য পরামর্শ দেই সকলকে:
১. সোয়াপ পার্টিশন। সাইজ: থাম্বরুল হল ড়্যামের দ্বিগুণ কিন্তু সর্বোচ্চ ১ গিগার বেশি দরকার নাই।
২. রূট (/) পার্টিশন। সাধারণত, ext3 বা ext4 ফরম্যাটে। সাইজ ৬ গিগা যথেষ্ট।
৩. হোম (/home) পার্টিশন। সাধারণত ext3 বা ext4 ফরম্যাটে। সাইজ ইচ্ছামত — এখানে মাই ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ হবে।

হোম আর রূট আলাদা করলে সুবিধা হল, নতুন ভার্সন ইনস্টল করার সময়ে আগের রূট পার্টিশনে করলে কোনও ডেটা হারাবে না, আর আগের পার্সোনাল সেটিংগুলো (ওয়ালপেপার/থিম) ইত্যাদিও রয়ে যাবে।

ভাই আমি জানতে চাই প্রথম থেকে আসলে লিনাক্স দিয়ে কি কাজ করা হয়।।।।।।।।।।।।।।।। আসলে এর ব্যবহার কি??????????????

আমি Linux রেড হাট ৯ ব্যবহার করার চেষ্টা করতাছি। কিন্তু আমি ইন্টারনেট লাইন কানেক্ট করতাছি পারতাছিনা ।

আমি Broadband ইন্টারনেট লাইন ব্যবহার করি। আমার লাইনের বিস্তারিত দিলাম আমাকে হেল্প করবেন প্লিজ।

IP address.. 192.168.16.159

subnet Mask==255.255.255.0

Default Gateway= 192.168.16.1
——————————
Preferred DNS server—- 58.147.168.7

Alternate DNS Server– 4.2.2.6

—————————————
কিন্তু মূল সমস্যা হল নেটওয়ার্ক কার্ড়ের (Network Adapter) এর Network Address টি দিতে পারতাছি না

Network Address টি হল— Value :- 001D0FC9A173

    আপনাকে প্রথমে confirm হতে হবে যে আপনার linux আপনার LAN card support করেছে কি না। এ জন্যে আপনি এই কমান্ডটি ব্যবহার করতে পারেন। # dmesg | grep eth যদি LAN card টি সাপোর্ট করে তাহলে eth0 দেখাবে এবং তারপরই আপনি IP দিতে পারবেন। যদি eth0 or eth1 কিছুই না আসে তাহলে বুঝতে হবে আপনার LAN card টি সাপোর্টকরেনি এ জন্যে নতুন LAN card লাগাতে হবে। RED HAT 9.0 এ RTL8139 chief এর লান কার্ড সাপোর্ট করে। আর যদি eth0 or eth1 শো করে তাহলে কমান্ড দিয়ে IP দিতে হবে। আপনি আগে এইটা চেক করেন ip দিতে না পারলে আমাকে বলবেন আমি বলে দেব।

    ভাই আপনার ডিএনএস পালটিয়ে এটা দিন হয়ে যাবে : 8.8.8.8;8.8.4.4

    #setup the configure Network {to ip configuration}
    #vi /etc/resolve.conf {to dns configuration}@আতিকুর রহমান:
    # route {to check the route}
    # route add default gw 192.168.16.1 dev eth0

    http://ronunix.blogspot.com

Level 0

স্বাগতম আপনাকে।

হাসান ভাই,
আপনার লিনাক্স টিউনটি দেখে খুশি হলাম। আমি লিনাক্স শিখতে আগ্রহী অনেকদিন থেকেই। লিনাক্স ইনসটলেশন থেকে শুরম্ন করে আপনার ধারাবাহিক টিউন পেলে আমার জন্য ভাল হতো। আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই !!!!!!!!!!!!

#setup the configure Network {to ip configuration}
#vi /etc/resolve.conf {to dns configuration}
# route {to check the route}
# route add default gw 192.168.16.1 dev eth0

Level 0

ধন্যবাদ ভাই