আসুন দেখে আসি কিভাবে সেটআপ না দিয়ে USB থেকে লিনাক্স চালানো যায়

বিসমিল্লাহির রহমানির রহিম্‌,
আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।  টেকটিউনস এ এইটাই আমার প্রথম পোস্ট।

আপনারা এইটা অনাকেই জানতে পারেন, যারা জানেন না এইটা সুধু তাদের জন্য। আজ আমরা দেখব কিভাবে কমম্পিউটার এ সেটআপ না দিয়ে USB এর মাধ্যমে লিনাক্স অপারেটিং সিস্টেম চালু করা যায়। আমরা মাঝে মাঝে দেখি Windows বিভিন্ন কারনে সমস্যা সৃষ্টি করে ফলে নতুন করে আবার Windows সেটআপ দিতে হয়। ফলে আমাদের C ড্রাইভ এ থাকা অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায়। সেইটা থেকে রক্ষা পাবার জন্য আমরা যদি কোন ভাবে ফাইল গুলো সরিয়ে রাখতে পারি তাহলে ভালই হবে। কথা আর বাড়াব না।

প্রথমে আমাদের USB কে বুটেবোল করতে হবে(USB কে সেটআপ করার জন্য তৈরি করতে হবে) এই সফটওয়্যার দিয়ে। ডাউনলোড লিঙ্ক এখানে...............

এরপর আপনার আর একটা জিনিস লাগবে। সেইটা  হল যে কোন লিনাক্স এর iso ফাইল যা আপনি  ব্যবহার করতে চান। লিনাক্স iso ফাইল ডাউনলোড করুন এখান থেকে

USB ( পেন ড্রাইভ )কিভাবে বুটেবল করতে হবে তা নিচের ছবিতে দেওয়া হল......

সফটওয়্যার টা চালু করে  I agree  তে press করতে হবে।

step1: এ  USB কে সিলেক্ট করে দিতে হবে। Step 2: তে  বিভিন্ন অপশন আসবে  কোন অপারেটিং সিস্টেম টা লোড করতে চান সেটা সিলেক্ট করতে হবে। Then Step3: তে  Browse করে  লিনাক্স এর  iso ফাইল লোকেশান টা চিনিয়ে দিতে হবে। তারপর Create এ ক্লিক করলে পেন ড্রাইভ বুটেবল হতে থাকবে। এক সাথে কয়েকটা  লিনাক্সের  iso add করা যাবে ।

পেন ড্রাইভ বুটেবল হয়ে গেলে, পেন ড্রাইভ টা আপনার কমম্পিউটারের USB Port এ লাগিয়ে PC Restart দেন।  Boot Option এ প্রবেশ করে 1st Disk Preiroty তে USB পেন্ ড্রাইভ টা সিলেক্ট করে দেন।

এখান থেকে Linux Distribution এ সিলেক্ট করতে হবে।

আমি  Ubuntu 12.10 ব্যবহার  করেছি ।  পেন ড্রাইভ এ যে কয়টা  iso বুটেবল করা থাকবে সেই কয়টাই দেখাবে। এবার  যে অপারেটিং সিস্টেম টা Run করতে চান সেইটা  সিলেক্ট করতে হবে। Then.....

এখান থেকে যা ইচ্ছা তাই করা যাবে । USB থেকে হার্ড ডিস্ক এ সেটআপ দিতে পারেন অথবা USB থেকে Run ও করতে পারবেন।USB থেকে Run করতে চাইলে Run Linux OS From USB এ সিলেক্ট করলেই আপনার পিসি USB থেকে অপারেটিং সিস্টেম লোড নিবে।

যেহেতু এইটা আমার প্রথম টিউন সেক্ষেত্রে ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুল হলে ক্ষমা করে দিবেন। Facebook Id  তে আমার সাথে Contact  করতে পারেন।

ধন্যবাদ.........

Level 0

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thak you…..

দরকারী টিউন…

Level 0

Very nice & also very helpful tune. Thanks Bro…

ভাল।

Level 0

vai ai process ea ki windows 8 chalano jabe………………………..
thanx for nice tune.

না ভাইয়া উইন্ডোজ এর জন্য এই সিস্টেম টা কাজ করবে না…………………@Shahi

Level 0

good tune i knew that.plz upload your ISO file in mediafire.com.

Level 0

bro try this I hope you will like it tooooooooo

জটিল+কঠিন

Level 0

ভাই মাল্টিবুট করে ২ টা উইন্ডোস চালাবো কিভাবে…।আমি windows 7 ও 8 এক সাথে চালাতে চাই………।

    @redoy10: Sorry ভাই মাল্টিবুট করে উইন্ডোজ পেন ড্রাইভ থেকে চালানো যায় না। শুধু লিনাক্স পেন ড্রাইভ থেকে চালানো যায়।একসাথে উইন্ডোজ ৭ চলা অবস্থায় উইন্ডোজ ৮ ও চালানো যায় সেইটা অন্য পদ্ধতি। সেইটা নিয়ে আমি আরেকটা টিউন করব।