উবুন্টু নিয়ে অসুবিধা, সাহায্য চাই

আসসালামু আলাইকুম। আমি এতদিন উইন্ডোজ xp এর সাথে ডুয়েল বুটে উবুন্টু ৯.১০ চালাচ্ছিলাম। কিন্তু কিছুদিন আগে সমস্যার কারনে আমার হার্ডডিস্ক এর সব পার্টিশন ভেঙ্গে উইন্ডোজ সেটআপ করতে হয়েছে। কিন্তু আমার উবুন্টু ৯.১০ এর ডিভিডি নষ্ট হওয়ার কারনে এখন আর উবুন্টু ইন্সটল করতে পারছি না। আমি আগে উবুন্টু ৯.১০ এর ডিভিডি কপি করে পেন ড্রাইভে রেখেছিলাম। এখন পেন ড্রাইভের ব্যাপআপ থেকে কিভাবে বুটেবল ডিভিডি বানাব।  আমার কম্পিউটারে উবুন্টু ১১.১০ ট্রাই করেছিলাম কিন্তু কেন জানি অনেক ধীর কাজ করে, উবুন্টু ৯.১০ ই সুন্দর কাজ করে।

Level 0

আমি Faisal Molla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনি নিশ্চই আমার মতই ভুল করেছেন। dvd থেকে file গুলো copy করলেই ধরা। আপনার উচিত ছিল dvd drive এ ubuntu এর dvd রেখে directly iso বানানো। আপনি এখন নতুন একটা dvd কিনে নিন বা download করে নিন।

    Level 0

    @ashikrobi: ভাই অনেক ধন্যবাদ । আসলেই আগে ISO বানানো উচিৎ ছিল। কিন্তু কি আর করা। তবে একটা সাইটে 9.10 এর ISO পাইছি এবং ডাউনলোড করে ইন্সটল করছি।

Level 0

রনি ভাই, আপনিও কি আমার মত unity খুব বেশি পছন্দ করতে পারছেননা? uniti কিন্তু খুব একটা খারাপ না। এখন 12.04 বেবহার করছি। ভালোই। আমার কাছে linux mint 14 আর আমার নিজের configure করা ubuntu 12.04 আছে। দরকার হলে নিতে পারেন। আমার cell number 01914999706.

    Level 0

    @ashikrobi: ধন্যবাদ, আসলে আমার ডেস্কটপটাতে কেন জানি 11.10 এবং 12.4 অনেক স্লো কাজ করে, তাই বাধ্য হয়ে 9.10 চালাতে হয়। কিন্তু আমার অফিসের ডেস্কটপ এ 11.10 এবং ল্যাপটপ এ আমি এখন 12.4 ব্যাবহার করি। অবশ্য লিনাক্স মিন্ট চালানোর ইচ্ছাও আছে, আপনার ফোন নাম্বার তো থাকল, কথা হবে। আমার মেইল [email protected] । আবারও ধন্যবাদ।

Level 0

আশিক ভাই উবুন্টু 12.4 এর জন্য ভিডিও এডিটিং এর কোন সফটওয়্যার ব্যাবহার করতে হয় তা জানালে এবং লিঙ্ক দিলে উপকৃত হতাম।

Level 0

avidemux আর openshot. আপনি ubuntu software center এ search করলে পেয়ে যাবেন। আর mobile device এর video convert করার জন্য mobile media converter. তবে এটা ubuntu software center এ পাবেন না। google এ search করে website থেকে download করতে হবে।