আসসালামু আলাইকুম। আমি এতদিন উইন্ডোজ xp এর সাথে ডুয়েল বুটে উবুন্টু ৯.১০ চালাচ্ছিলাম। কিন্তু কিছুদিন আগে সমস্যার কারনে আমার হার্ডডিস্ক এর সব পার্টিশন ভেঙ্গে উইন্ডোজ সেটআপ করতে হয়েছে। কিন্তু আমার উবুন্টু ৯.১০ এর ডিভিডি নষ্ট হওয়ার কারনে এখন আর উবুন্টু ইন্সটল করতে পারছি না। আমি আগে উবুন্টু ৯.১০ এর ডিভিডি কপি করে পেন ড্রাইভে রেখেছিলাম। এখন পেন ড্রাইভের ব্যাপআপ থেকে কিভাবে বুটেবল ডিভিডি বানাব। আমার কম্পিউটারে উবুন্টু ১১.১০ ট্রাই করেছিলাম কিন্তু কেন জানি অনেক ধীর কাজ করে, উবুন্টু ৯.১০ ই সুন্দর কাজ করে।
আমি Faisal Molla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি নিশ্চই আমার মতই ভুল করেছেন। dvd থেকে file গুলো copy করলেই ধরা। আপনার উচিত ছিল dvd drive এ ubuntu এর dvd রেখে directly iso বানানো। আপনি এখন নতুন একটা dvd কিনে নিন বা download করে নিন।