হাই বন্ধুরা, আসসালামুআলাইকুম। আশা করি সবাই খুব ভাল আছেন। আপনারা ভাল থাকলেই আমি ভাল আছি। আর খারাপ থাকলে আমিও খারাপ। আপনাদেরকে ভালবাসি বলেই এখানে ছুটে আসি। আপনাদেরকে কোন কিছু দেওয়াতেই আমার জীবন সার্থক।
টেকটিউনে এসে শুধু পোস্ট গুলোই পড়ি আর মুগ্ধ হই। এখানকার টেকি ভাইরা অনেক জ্ঞান বুদ্ধি সম্পন্ন। অনেক কিছু জানেন এবং শেখান। দুয়া করি তারা আরও জ্ঞান অর্জন করুক এবং তা আমাদের মাঝে বিলিয়ে দেউক। তাই ভাবলাম আমিও কিছু লিখি।
অনেকদিন পর লিখতে বসলাম। সময় হয়ে উঠে না। সি প্রোগ্রামিং নিয়ে একটু ব্যস্ত তো। এটা আমার প্রথম পোস্ট। তাই কোনরকম ভুল ত্রুটি হলে আগেই ক্ষমা প্রার্থী।
আজকে আমি লিনাক্স এর সারভার এর ডাউনলোড স্পীড সম্পর্কে কিছু কথা বলার জন্য মুলত লিখতে বসেছি। এটা হয়তো অনেক ভাইয়েরা জানেন। যারা জানেন না তাদের অনেক কাজে লাগবে পোস্ট টা। কারন লিনাক্স চালায় গুটি কয়েক লোক। যারা চালানোর চিন্তা ভাবনা করছেন বা ভবিষ্যতে চালাবেন তাদের কাজে লাগবে আশা করি।
আমি এখন ঢাকায় আছি। যখন আমি বাসায় থাকতাম (কুড়িগ্রাম জিলা) তখন ওখানে ব্রডব্যান্ড কনেকশন না থাকায় রবি মডেম দিয়ে নেট ইউজ করতাম। আগে আমি উইন্ডোজ ইউজ করতাম। লিনাক্স অপারেটিং সিস্টেম চালানোর ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। টেক টিউন এ লিনাক্স এর একটা সেকশন ও আছে আপনারা সবাই সেটা জানেন। ওখানে দেখতাম যে অনেক ভাই অনেক পোস্ট করে লিনাক্স সম্পর্কিত। আমি শুধু দেখি আর দেখি। একদিন ভাবলাম আমিও লিনাক্স চালাব। উইন্ডোজ ইউজ করতে করতে একদিন শখ হল লিনাক্স ইউজ করার। ওখান এ দেখি উবুন্টু এর কার্যকলাপ। উবুন্টু ডাউনলোড করার সিদ্ধন্ত নিলাম। দেখি যে ফাইল টা ৭০০ এমবি এর মতো। আমার নেট এর স্পীড ছিল ২৭/২৮ কেবি। ভাবলাম যে এটা ডাউনলোড করতে তো ১ দিন সময় লাগবে। তবুও কিছু করার নাই আমার কারন লিনাক্স যে চালাতেই হবে। দেখতে হবে যে লিনাক্স এর জগত কেমন। তাই ওই স্পীড দিয়েই লিনাক্স ডাউনলোড করার সিদ্ধান্ত নিলাম। লিনাক্স এর আইএসও ফাইল টা ছিল ৭০০ এমবি এর মত। রাতে ডাউনলোড দিয়ে শুয়ে পরলাম। সকালে উঠে দেখি আরও ১৫০ এমবি নামতে বাকি আছে। তাই ডাউনলোড হতে দিয়ে ফ্রেশ হতে গেলাম। এটা ওটা করতে ফাইল টা পুরোপুরি ডাউনলোড শেষ হল। তারপর বাজার গিয়ে একটা ব্লাঙ্ক সিডি কিনে নিয়ে আসলাম। তারপর আইএসও ফাইল টা ডিস্ক এ রাইট করলাম। এরপর উবুন্টু সেটআপ করে চালাতে লাগলাম লিনাক্স। তারপর থেকে অনেকদিন ধরে লিনাক্স চালাচ্ছি।
আমি যখন এইস এস সি ১ম বর্ষে পরি এটা ছিল তখনকার কথা। এভাবে অনেকদিন থেকে লিনাক্স + উইন্ডোজ একসাথে চালাই এবং এখনও চালাচ্ছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চালানোর ইচ্ছা আছে।
এইস এস সি পাশ করার পর ঢাকা আসলাম ইউনিভার্সিটি ভর্তি কোচিং করতে। শুধু ঢাকা ইউনিভার্সিটি এর পরীক্ষা দিয়েছিলাম। ওখানে চান্স পাই নাই। পরে আর কোন খানেই পরীক্ষা দিই নাই। শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইছি। এখন আমার ১ম সেমিসটার চলতেছে।
ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসার সময় হার্ডডিস্ক টা সাথে করে নিয়ে এসেছিলাম। ভাবছিলাম যে চাচাতো ভাইয়ের পিসি তে তো অনেক মুভি আছে ওগুলো হার্ডডিস্ক এ ঢুকায় নিয়ে বাসায় গিয়ে দেখা যাবে যতদিন ক্লাস শুরু না হচ্ছে। কিন্ত ভাগ্যবশত ওর পিসি তে আমার হার্ডডিস্ক ঢুকানোর পর আমার হার্ড ডিস্ক পুরে গিয়েছিল। ফলে ২/৩ মাস হার্ড ডিস্ক ছাড়াই পেনড্রাইভ এ উবুন্টু সেটআপ দিয়ে চালাইতে হয়েছিল। আমার সমস্ত ডাটা, গান, মুভি, সফটওয়্যার সব এক নিমিষেই ধ্বংস হয়। আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক পরে হার্ড ডিস্ক অবশ্য মেকার দ্বারা ঠিক করে নিয়েছিলাম। কিন্তু ডাটা গুলো আর ফিরে পাই নি। এখন আমার পিসি টা ঢাকায় নিয়ে এসেছি সাথে। প্রোগ্রামিং করা লাগে পিসি ছাড়া কি আর চলে? তাই সবকিছু সাথে নিয়ে এসেছি।
অনেক কথা বলে ফেললাম। যাই হোক ওদিকে আর না যাই। এখন আসি আসল কথায়। এই ১ মাস এর মত হল হার্ড ডিস্ক টা ঠিক হওয়ার। আবার সেই পেইনিং উইন্ডোজ সেটআপ দেওয়ার ঝামেলা। দিলাম উইন্ডোজ ৮। ২/৩ দিন উইন্ডোজ ৮ ঘাটাঘাটি করলাম। এরপর সেই লিনাক্স সেটআপ দেওয়ার পালা। ডিভিডি এর বাটন চাপ দিয়ে ডিভিডি এর সাটার বের করলাম। তারপর টেবিলের ড্রয়ার এ উবুন্টু এর ডিস্ক খুঁজতে গেলাম। দেখি যে সব ডিস্ক আছে কিন্ত উবুন্টু এর ডিস্ক টা নাই। মাথা পুরো গরম হয়ে গেল আমার। তারপর হাতে গোল্ডলিফ সিগারেট নিয়ে সেই রকম টান শুরু করে দিলাম। মাথা তবুও ঠাণ্ডা হল না আমার। আবার একটা সিগারেট জ্বালাইলাম। মাথা গরম হবে না বা কেন বলেন? উবুন্টু টা ডাউনলোড করতে তো আমার একদিন সময় লেগেছিল। তা আবার রবি এর ৩ জিবি প্যাকেজ দিয়ে যা নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। একদম লস লস মনে হচ্ছিল সেই সময়ে। চাচাতো ভাইয়ের পিসি তে ছিল ব্রডব্যান্ড কনেকশন। এটারও ডাউনলোড স্পীড ছিল ২৭/২৮ কেবি। এটা ছিল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর স্পীড। কিন্ত ব্রডব্যান্ড লাইনের ক্যাপাবিলিটি থাকে ১০০ এমবি পি এস। যে যেমন কনেকশন নেয় তার ডাউনলোড স্পীড অমন হয়। ভাবলাম উবুন্টু আবার ১ দিন ধরে নামাতে হবে। এটা একটা পেইন মনে হল আবার। কি আর করার ডাউনলোড তো করাই লাগবে নো ওয়ে। ওর পিসি তে বসে উবুন্টু ডাউনলোড শুরু করলাম। আমি একদম অবাক হয়ে গেলাম। মাত্র ১০ মিনিটে উবুন্টু ডাউনলোড কমপ্লিট। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ১ এমবি পি এস স্পীড এ ডাউনলোড হল উবুন্টু। আমি তো মহাখুশি। যেখানে উবুন্টু ডাউনলোড করতে ১ দিন সময় লাগত মডেম দিয়ে সেখানে ব্রডব্যান্ড দিয়ে মাত্র ১০ মিনিটে ডাউনলোড করলাম উবুন্টু। পরে বুঝলাম যে উবুন্টু সারভার এ ডাউনলোড স্পীড হাই করে দেওয়া আছে। যার যেমন কানেকশন ওই হিসেবে সারভার স্পীড পাঠাবে। খুব ভাল লাগলো উবুন্টু সারভার এর স্পীড দেখে। যাই হোক উবুন্টু এবার পেনড্রাইভ এ বার্ন / রাইট করে আমার পিসি তে ইন্সটল করলাম। উইন্ডোজ ৮ প্রো উইথ মিডিয়া সেন্টার (৬৪ বিট) + উবুন্টু ১২.১০ (৬৪ বিট) দুটোয় পিসি তে ইন্সটল হল। খুব ভাল লাগতেছিল। কিন্ত উবুন্টু তে সাউন্ড, ভিডিও ইত্যাদি দেখা ও শোনার জন্য উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে কিছু প্লাগিন ইন্সটল করা লাগে। এগুলোও কিন্ত একটু বড় সাইযের। যেমন ভিডিও প্লাগিন টাই ৫৫ এমবি এর মত। আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো ১০০, ১৫০ , ২০০ এমবি এরকম। বাসায় থাকতে এগুলো মডেম দিয়ে নামাতে ২-৩ ঘণ্টা করে সময় লেগেছিল। মনে হচ্ছিল আবার এগুলো ডাউনলোড করতে অনেক ধকল যাবে আমার। আমার পিসি তে নেট কানেকশন ছিল না। তাই চাচাতো ভাইয়ের ব্রডব্যান্ড লাইন টা খুলে এনে আমার পিসিতে লাগিয়ে আইপি আর ম্যাক অ্যাড্রেস বসিয়ে নেট চালু করলাম। তারপর উবুন্টু তে ঢুকে একটা ভিডিও প্লে করলাম সেটি চালু না হয়ে প্রয়োজনীয় প্লাগিন খুঁজত লাগল। ভিডিও প্লাগিন টা ৫৫ এমবি এর মত। ভাবলাম ঘণ্টা খানিক তো সময় লাগবে তাতে একটা বিড়ি জ্বালাই। বিড়ি হাতে নিয়ে ম্যাচ দিয়ে আগুন জ্বালাতে না জ্বালাতেই প্রায় ২ মিনিট সময় ও হয় নি তাতেই দেখি সাউন্ড বক্স ধাম ধাম করে বীট দিচ্ছে। আমি তো রীতিমত অবাক। প্লাগিন তো ৫৫ এমবি, এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না। মনে করলাম উবুন্টু এর আপডেট ভারসন তো, এই জন্য বোধ হয় অল্পকিছু প্লাগিন সেটআপ নিয়েছে আর বাকিটা আগে থেকে মনে হয় দেওয়া আছে। আমি আবার খুতখুতে স্বভাবের তো তাই সফটওয়্যার সেন্টার এ গিয়ে চেক করলাম যে দেখি কি অবস্থা। দেখি যে না সফটওয়্যার তো ৫৫ এমবিই নামছে। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কেমনে সম্ভব। পরে চিন্তা করলাম আর একটা সফটওয়্যার নামায় দেখি তো কি অবস্থা। পরে একটা ১০০ এমবি এর সফটওয়্যার ডাউনলোড করতে দিলাম। দেখি যে ১ এমবি পি এস স্পীড এ ডাউনলোড হচ্ছে। খুব ভাল লাগল তখন। ঘণ্টা খানিকের মধ্যে ৪/৫ জিবি সফটওয়্যার ইন্সটল দিয়ে নিলাম।
উবুন্টু (লিনাক্স) অপারেটিং সিস্টেম এর তুলনা তো হয়েই না তার উপর আবার ওদের সফটওয়্যার ডাউনলোড এর স্পীড এক কথায় অতুলনীয়। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে উবুন্টু এর আই এস ও ফাইল টা ডাউনলোড করতে ডাউনলোড স্পীড ১ এমবি পি এস এর একটুকও নিচে নামে না। ওই স্পীড স্টিল থাকে। আর যাদের কানেকশন স্পীড বেশী তারা হয়ত বা আরও বেশী স্পীড পেতে পারে। আমি যে কানেকশন দিয়ে নামাইছি ওইটার স্পীড ছিল ৫১২ কেবি পি এস। আর সফটওয়্যার সেন্টার এ সফটওয়্যার ইন্সটল দিতে আরও বেশী স্পীড পাওয়া যায়।
উবুন্টু আমাদের কে এত রকম সুবিধা দেওয়া সত্ত্বেও অনেকেই লিনাক্স চালায় না। চালানো নাকি খুব কঠিন। ল...ল
লিনাক্স এখনে আমাদের কে যে যে সুবিধা দিয়েছে তা সত্যিই অসাধারণ। আমরা আশা রাখতে পারি ভবিষ্যতে উবুন্টু আমাদেরকে এত এত এত সুবিধা দেবে যা মানুষের ধরা ছোঁওয়ার বাইরে যাবে।
পরিশেষে একটি কথা। ওপেন সোর্স হিসেবে লিনাক্স একটি ওয়ার্ল্ড বেস্ট অপারেটিং সিস্টেম। আমাদের সবার উচিত এটির সংস্পর্শে আসা। নো ভাইরাস, প্রোগ্রামিং, হ্যাকিং, ওয়েব সারভার এর জন্য এর বিকল্প অন্য কিছু হতে পারে না।
সবাই ভাল থাকবেন। আমার জন্য সবাই দুয়া করবেন। আপনাদের ভালবাসাই আমার কাম্য।
কিছু স্ক্রীনসট দিই যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্য না মিথ্যা বলতেছি।
প্রথমে যখন উবুন্টু ডাউনলোড দিলাম দেখেন যে ডাউনলোড স্পীড ১.২৭৩ এমবি পি এস দিয়ে শুরু হল।
এখন আমি অন্য একটা সফটওয়্যার যেমন ইমুল প্লাস ডাউনলোড দিলাম। দেখুন এটি কিন্তু আমার নেট এর সাধারণ স্পীড ২০ কেবি পি এস এ ঠিক তখনি ডাউনলোড হচ্ছে। আমি আগেই বলেছি যে আমার নরমাল ডাউনলোড স্পীড কিন্তু ২৭/২৮ কেবি পি এস। এইটা ডাউনলোড এর সমইয় কিন্তু উবুন্টু টা ডাউনলোড হচ্ছিল কিন্তু উবুন্টু এর ডাউনলোড স্পীড কিন্তু একটুকুও কমে নি।
আবার দেখুন ৪০৪ এমবি নামার পরও কিন্তু উবুন্টু এর ডাউনলোড স্পীড স্টিল আছে। একটুকুও কমে নি।
এবং শেষেও দেখুন যে, যে স্পীড এ ডাউনলোড হচ্ছিল ঠিক ওই একই স্পীড শেষ পর্যন্ত বহাল আছে।
আমরা সবাই জানি যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ২ টা ফাইল একসাথে ডাউনলোড দিলে ডাউনলোড স্পীড কিন্তু ২ টাতে ভাগাভাগি হয়ে যায়। কিন্তু উবুন্টু ডাউনলোড এ কিন্তু সেটি হয় না। উবুন্টু ওর স্পীড এই ডাউনলোড হতে থাকে।
অনেক লিখছি...........................কষ্ট করে পরার জন্য মাফ প্লিজ।
..................ধন্যবাদ..................
আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.
ভাই আমার download speed 4 kbps ubuntu download করতে গেলেও 4 kbps ই থাকছে ।