Ubuntu 12.10 এ lost password recover করুণ খুব সহজে

রি মহান আল্লাহর অশেষ রহমতে সকল TJ ভাইরা ভাল আছে............

Title দেখে মনে হয় বুঝে গেছেন পোস্ট টা কি নিয়ে..................

একটু নিজের কাহিনী দিয়ে শুরু করি। কিছু দিন হল উন্মুক্ত সফটওয়্যারের দুনিয়ায় প্রবেশ করলাম।

সেদিন আমার উবুন্টু ১২.১০ এ লগিন করে দেখি নতুন আপডেট আসছে তাই OS টা আপডেট দিলাম

এবং কিছু personal কারনে পিসির password টা change করলাম

অবশ্য change করার সময় একটু অন্য মনস্ক ছিলাম তার কারনে পাসওয়াড আর মনে নাই

তাই উবুন্টুতে লগিন ও করতে পারছিলাম না । অনেক জায়গায় হেল্প চাইলাম but পেলাম না

পরে এক সাইটতে একটি tutorial পেলাম এবং আমার prob solve হল

আজকে তাই আপনাদের সাথে শেয়ার করতে বসলাম

অনেক কাহিনী বলা হল এবার কাজে যাই যাতে আমার মত কেও prob এ পড়লে মুক্তি পেতে পারে

কাজ শুরুঃ

প্রথমে আপনার পিসিটি রিবুট দিন নিচের মত grub অপশন আসবে

grub থেকে ২ নাম্বার অপশন মানে recovery mode চালু করুন

আর যদি grub না আসে তাহলে আবার রিবুট দিয়ে shift চেপে ধরুন
তাহলে নিচের মত আসবে এবং এখন থেকে advance mode এ যান এবং recovery mode চালু করুন

এবার recovery mode চালু হলে নিচের মত উইন্ডো পাবেন ঐ খান থেকে drop to root shell prompt সিলেক্ট করুন

এখন দেখবেন screen এর নিচে command terminal চালু হয়েছে । তাতে নিচের কমান্ড দিন
command:mount -rw -o remount /
এ কমান্ডটির ধারা আপনার root directory remount হবে

এখন আপনার বাকি কাজ হল আর একটি কমান্ড দেয়া
command: passwd your user name
মানে passwd আর আপনার ইউজারনেম
নিচের ছবিটি দেখলে বুজতে পারবেন

এখন আপনার নতুন password দিন এবং verify এর জন্য আবার দিন আর enter চাপুন
তাহলে এই রকম লেখা পাবেন
Enter new UNIX password:
Retype new UNIX password:
passwd: password updated successfully
root@ubuntu:~#
ব্যাস আপনার কাজ শেষ password change হয়ে গেসে
এখন পিসি normal ভাবে reboot দেন এবং নতুন পাসস্বরদ দিয়ে লগিন করুন

কেউ যদি user name ভুলে যান তাহলে এই কমান্ড use করতে পারেন
command: ls /home
এই কমান্ড ধারা আপনার user name দেখতে পারবেন

আশা করি কাজে লাগবে । ভাল থাকবেন

ভাল থাকুন আর ভালোবাসার মানুষ কে সব সময় ভালোবাসুন

Level 0

আমি ManiAc_BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেকের কাজে দিবে। কাজের জিনিস একটা ।

Thanks. i will minded.

ভাল পোষ্ট

Level 0

ভাই ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে ।

Level 0

boss ubuntu te net connect korte parte si na ……
plz help me
ami broadband use kori ( PPPOE )