আমি খুবই দুঃখিত যে এই টিউটা করতে দেরি করলাম। এর দুটো কারন আছে-
এগুলোর জন্য আবারো দুঃখ প্রকাশ করছি। আশা করি ভালো আছন। রোজা কেমন কাটছে আর টিউনটা বুঝতে পেরেছেন কিনা জানাবেন।
আমি ভিডিও টিউটোরিয়াল দিতে চাইলেও দিতে পারি নি তাই নিচের লেখাটুকু কপি বা ডাউনলোড করে তা প্রিন্ট করে linux টা setup দিবেন। আমি যত তারাতারি পারি video টা দিতে চেষ্টা করবো।
Start This Virtual machine → Enter → Skip → Next → Next → Skip entering installation → Skip → Yes → Create Custom layout (Default এর জায়গায় হবে।) → Next → Ok → New → Mount Point → / (সিলেক্ট করতে হবে) → Size → 500 → ok.
এভাবে আরো তিনটা মাউন্ট পয়েন্ট বানাতে হবে। লিস্ট টা নিচে দিচ্ছি-
Mount Point Size
/home 500
/usr 4000
/ver 4000
এবার একটা File System Type করতে হবে। নিয়ম টা হলো্-
New → File System Type → Swap → Size → 950 → ok.
এর পর যে টা করতে হবে। তা হলো →
Next → Next → Next → Asia, Dhaka → Next → Write Your Password → Next → Customized Now (এটা একদম নিচে লেখা আছে) → Next → এরপর এখানের System Tools এ গিয়ে → Tick up the Base System → Next → Next → Reboot → Forward → Yes → I agree → Forward → Forward → Forward → Forward → Forward → Tick up the (No, I prepare to regs) → Forward → No Thanks → Forward → Forward → Continue → Forward → Finish.
এবার User Name এর ঘরে root এবং Password এর ঘরে pass দিয়ে log in করুন।
আর আমি আগেও বলেছি যারা চিটাগং এ আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন- ০১৮১৩-৬৭৫৩৯৬ (please give me sms not call) ।
আমি শূণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্ক্রিনশট দিলে ভাল হইত। 😐
লিনাক্স ইন্সটলেশনের চরম টিউটোরিয়াল দেখতে ক্লিক কইরেন, স্ক্রিনশটসহ বিস্তারিত আছে 😛