এই বার লিনাক্স ইন্সটল কইরাই ছাড়মু। কে কে পারেন না দেখি হাত টা শের্টের পকেটে ঢুকান{তৃতীয় পর্ব)।

আমি খুবই দুঃখিত যে এই টিউটা করতে দেরি করলাম। এর দুটো কারন আছে-

  1. আপনারা দরকারী জিনিস গুলো ডাউনলোড করেছেন কিনা জানাননি।
  2. আমি ভিডিও টিউটোরিয়াল বানানোর অতি গুরুত্বপূর্ন এবং আমার প্রিয় সফটা হারিয়ে ফেলেছি।

এগুলোর জন্য আবারো দুঃখ প্রকাশ করছি। আশা করি ভালো আছন। রোজা কেমন কাটছে আর টিউনটা বুঝতে পেরেছেন কিনা জানাবেন।

আমি ভিডিও টিউটোরিয়াল দিতে চাইলেও দিতে পারি নি তাই নিচের লেখাটুকু কপি বা ডাউনলোড করে তা প্রিন্ট করে linux টা setup দিবেন। আমি যত তারাতারি পারি video টা দিতে চেষ্টা করবো।

Start This Virtual machine → Enter → Skip → Next → Next → Skip entering installation → Skip → Yes → Create Custom layout (Default এর জায়গায় হবে।) → Next → Ok → New → Mount Point → / (সিলেক্ট করতে হবে) → Size → 500 → ok.

এভাবে আরো তিনটা মাউন্ট পয়েন্ট বানাতে হবে। লিস্ট টা নিচে দিচ্ছি-

Mount Point                                                     Size

/home                                                               500

/usr                                                                  4000

/ver                                                                  4000

এবার একটা File System Type করতে হবে। নিয়ম টা হলো্-

New → File System Type → Swap → Size → 950 → ok.

এর পর যে টা করতে হবে। তা হলো →

Next → Next → Next → Asia, Dhaka → Next → Write Your Password → Next → Customized Now (এটা একদম নিচে লেখা আছে) → Next → এরপর এখানের System Tools এ গিয়ে → Tick up the Base System → Next → Next → Reboot → Forward → Yes → I agree → Forward → Forward → Forward → Forward → Forward → Tick up the (No, I prepare to regs) → Forward → No Thanks → Forward → Forward → Continue → Forward → Finish.

এবার User Name এর ঘরে root এবং Password এর ঘরে pass দিয়ে log in করুন।

আর আমি আগেও বলেছি যারা চিটাগং এ আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন- ০১৮১৩-৬৭৫৩৯৬ (please give me sms not call) ।

Level 0

আমি শূণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @নিওফাইটের রাজ্যে: তুমি মিয়া বাতাসের আগেই হাজির! 🙄

      @মিনহাজুল হক: 🙄 সবকিছু ডিএক্টিভেট করলে ভাল হইত।
      সামনে যখন পাইছি তখন জিজ্ঞাস করি। লশডী (lxde) তে অনেক সমস্যায় পড়ছি। প্রথমে তো কিবোর্ড লে-আউট টগলিংয়ে সমস্যা ছিল প্রভাত মোটেই আসত না পরে সারিম ভাই আর অনিরুদ্ধরে মেসেজ দিসিলাম। সারিম ভাই হেল্প করলেন এবং কাজও হয়েছে। কিন্তু অনি রিপ্লাই দেয় নাই। 😐

      এখন সমস্যা ফন্ট ইন্সটল নিয়া, ফোল্ডার রান এজ এডমিনে খুলতে পারতেছি না। মেনুতে Run as administrator অপশন নাই। 🙁 , কাস্টোমাইজড সোলাইমানলিপি ইন্সটল করা দরকার। ফোল্ডার কীভাবে zorin lite lxde তে খুলব? 😐
      Run as admin না দিলে আবার ফাইল পেস্ট করা যাচ্ছে না। 🙁

      লিব্রে অফিস সেটাপ দেওয়ার দরকার, মডেম চলতেছে না। অফলাইনে ইন্সটল দেওয়ার সিস্‌টেম জানা থাকলে বলেন। নইলে বহুত সমস্যা 🙁

      তবে ভাল খবর যে Lubuntu এর চেয়ে Zorin ভাল পারফর্মেন্স দিতাছে। 🙂

        @নিওফাইটের রাজ্যে

        ১। অনিরে মেইল দিয়া লাভ নাই, ওরে আমি অন্তত ১০ খানা মেইলকরেছি, কোনটারই রিপ্লাই পাইনাই।
        ২। সারিমের ফন্ট ফিক্সার <a href="http://download.opensuse.org/repositories/home:/sarimkhan/xUbuntu_12.04/i386/pyfontfixer_0.3_i386.deb"এই লিংক হতে নামায়া নাও। তারপর ইহা অপেন করে সকল অপশনের ২য়টিতে সোলায়মানলিপি দাও। ফন্টটি সিস্টেম ফোল্ডারে না রেখে হোমে .fonts এ রাখলেও চলবে। মূল টিউটো এখানে।
        ৩। অ্যাডমিনিসট্রেটর হিসেবে ওপেন করতে আগে জানতে হবে ফাইল ম্যানেজারের নাম। জরিনের ফাইল ম্যানেজারের নাম সম্ভবত pcmanfm তাহলে Alt+F2 চেপে নিচের কমান্ড দিয়ে ফেল, রুট ফাইল ম্যানেজার অপেন হবে।

        gksu pcmanfm

        ৪। মডেমের ডকুমেন্টেশন দেখ। আমার প্যাকেজটা ইন্সটল করো sudo ./banglalion…. এভাবে। তারপর গ্রাফিকাল ইন্টারফেস আসবেনা। কিন্তু কমান্ডলাইনে কনফিগরা ও কানেক্ট করতে পারবা। যেমন

        wimaxc set UserIdentity 'username'
        wimaxc set UserPassword '123456'
        wimaxc set TTLSAnonymousIdentity '[email protected]'
        wimaxc options save
        wimaxc search
        wimaxc connect 1/2/3
        

        কানেক্ট হইলে কিউট লাইব্রেরী নামাইয়া নিও, লিব্রে সহ যা লাগে নামিও।

/usr, /var আলাদা করা বোকামী যদিনা / আলাদা করেন। হোম আলাদা ঠিক আছে। কিন্তু রুট কই? চেষ্টা করতে হবে অন্তত ‘/’ এবং ‘/home’ আগে আলাদা করা। ধন্যবাদ।

Level 0

ভাই আপনি যে ভাবে লিখছেন তাতে সবার মাঝে লিনাক্স ভীতি বেড়ে যাবে। আমি তো শুধুমাত্র রুট “/” এবং সোয়াপ পার্টিশন করে ব্যবহার করছি। আমিতো লিনাক্স নিয়মিত ব্যবহার করছি আমরই তো মাথা ঘুরছে। ধন্যবাদ

    @Joy: লিনাক্স শেখানো এমন এমন অবস্থা হয়েছে যে রেড হ্যাট অ্যানাকেন্ডা, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আর সার্ভার সেটআপ ছাড়া কোন কাজ নাই। কি আর বলো!

আসলে শূণ্য ভাই এইভাবে ইন্সটল করার system দেখাসেন আমারি ভয় লাগছে । আর এক টু সহজ করে দেখলে ভাল হতো । আর জারা নতুন তারা ত কিছু বুজবে না । তাই সহজ করে টিউন লিখুন ।
আই টিউন টা দেখুন
https://www.techtunes.io/linux/tune-id/141539

Level 0

valo laglo bt screenshot dele valo hoto

হেল্পঃ আমি লিনাক্স ১০.০৪ ইউজ করি + সাথে জিপি মডেম বাংলালিঙ্ক সিমে নেট চালাই। সমস্যা হল এখন নেট কানেক্ট করার আইকন হারিয়ে গেছে। add this panal থেকে notification aria অ্যাড করার পরও এটা show করছে না।

ami shobayra kotha ditasi…. jaydin mint/ubontu/zrn jakono 1ta te banglalion cnct.dite parbo.. oy din e faltu windows rre lathy dia falay dimu…

ami ay faltu windws cholaita gia klantto 20mint cholaila 30 mint ar sheba kora lage.. plz amare kaw ay jontrona thake mukti dan linx a banglalion cholanor akta soft.dan

হোমের জন্য ৫০০ বিট জায়গা?

………।।

Level 0

vai ami ubuntute grahics driver install dite partasina. aita nia banglay tune korle valo hoito. amar graphics model “82845G/GL[Brookdale-G]/GE Chipset Integrated Graphics Device” intel er. kemne install korbo aktu jodi help korten. amar mail address [email protected]