Red Hat Enterprise Linux 5 কিভাবে ইন্সটল করবেন ( ধাপে ধাপে ) চিত্র সহকারে । ০১

Red Hat Enterprise Linux 5 হচ্ছে ফ্রী ওপেন সোর্স অপারেটিং সিস্টেম । আজ আমি আপনাদের দেখাব কিভাবে Red Hat Enterprise Linux 5 ইন্সটল করবেন খুব সহজে । ছবি সহকারে ইন্সটল এর পদ্দত্তি ধাপে ধাপে দেখান হয়েছে । অনেকে মনে করেন লিনাক্স ইন্সটল করা খুব কঠিন । নিজে নিজে এক টু চেসটা করে দেখুন আসলে খুব ই সহজ ।

১. প্রথমে আপনি লিনাক্স এর DVD টি কম্পিউটার এ প্রবেশ করান এবং boot করুন কম্পিউটার DVD থেকে ।

২. উপরের চিত্র র মত আক্তি স্ক্রীন পাবেন । যদি boot থিক মত হয় । আপনি যদি গ্রাফিকাল ভাবে ইন্সটল করতে চান তাহলে ENTER প্রেস করুন ।
আর যদি TEXT MODE এ ইন্সটল করতে চান তাহলে linux text লিখে ENTER প্রেস করুন।

৩. এরপর installer আপাঙ্কে DVD চেক করার জন্য বলবে । এই অপশন টি আপনি skip করুন ।

৪. Next প্রেস করুন । এটা হচ্ছে প্রথম পেজ ইন্সটল এর ।

৫. Language সিলেক্ট করুন ।

৬. keyboard type সিলেক্ট করুন

৭. এবার আপনার কাছে installation number চাবে । যদি না থাকে তাহলে skip করুন ।

৮. Disk partition করার জন্য "Create custom layout" সিলেক্ট করুন ।

৯. এখানে দেখােনা হচ্ছে Free disk space ( 30 gb) । এক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার এক টা Drive select করে free করে নিতে পারেন । যার মাধ্যমে একসাথে উইন্ডোজ ও চালাতে পারেন । Click "New" to create a partition.

১০. প্রথমে boot partition select করুন ।ছবিতে যে ভাবে দেওয়া আছে থিক সেভাবে চেসটা করেন ।

১১. tmp partition create করুন ।

১২. Swap partition create করুন । এই পার্টিশন এর সাইজ হবে আপনার কম্পিউটার এর Ram memory এর দিগুন ।

১৩। / (Root) partition create করুন । এক্ষেত্রে আপনি 5gb , 10 gb or 20gb select করতে পারেন । আপনি যদি 5 gb করেন তাহলে সাইজ ৫০০০ লিখতে হবে ।

১৪. Grub boot loader select করে নেক্সট এ ক্লিক করুন ।

১৫. এইবার আপনি আপনার কম্পিউটার এর নেটওয়ার্ক অ্যাডাপ্টার এ আইপি বসাবেন । অথবা DHCP ও সিলেক্ট করতে পারেন । নেক্সট এ ক্লিক করুন ।

১৬. আপনার zone select করুন । Asia/Dhaka select করুন ।

.

১৭. Root(/) user password দিন ।

১৮."Customize now " select করুন । Software develop & web server unchecked করুন ।

১৯. আপনি আপনার পছন্দের package গুলু select করতে পারেন । তবে অপ্রয়জনিও package গুলু unchecked করুন ।

২০. Next এ click করুন ।

২১.ইন্সটল processing ।

২২. install complete হলে আই রকম স্ক্রীন আসবে ।

২৩. Yes select করে Forward করুন ।

২৪. Disable select করে Forward করুন ।

২৫. Disable select করে Forward করুন ।

২৬. Forward করুন ।

২৭. Date and Time select করুন ।

২৮. No select করে Forward a ক্লিক করুন ।

২৯. Forward এ ক্লিক করুন ।

৩০. আপনি যদি আর ইউজার তইরি করতে চান করতে পারেন ।

৩১. Sound card check করতে পারেন ।

৩২. আপনি যদি সফটওয়্যার ইন্সটল করতে চান তাহলে আই অপশন টি ইউজ করতে পারেন ।

৩৩. username = root , password = আপনি যে password দিয়েছেন সেটা বসাবেন ।

৩৪ ঠিকমত ইন্সটল হলে ডেক্সটপ উপরের চিত্র এর মত আসবে ।

আশা করি এইভাবে আপ্নারা খুব সহজে Red Hat Enterprise Linux 5 ইন্সটল করতে পারবেন । যদি এর পরও কেউ সমসসা এ পরেন তাহলে আমাকে email করতে পারেন ।

আমাদের সাথে থাকুন ... এরপর টিউন করব Linux er Basic kisu command নিএ ।
আশা করি সবাই ভাল থাকবেন । আশা করি কেউ কপিরাইট করবেন না ।

পূর্বে প্রকাশিত
http://www.aitnet.co.cc

Level 0

আমি সজল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ইন্সটল করার উপায় তো দিলেন এখন দয়া করে আনইন্সটল করার উপায় দেন প্লিজ 🙂 বিশেষ করে যারা উইন্ডোজ এক্সপি ও Red Hat Enterprise Linux 5 এক সাথে ব্যবহার করে। ( যেমনঃ আমি 😛 )

    অবশ্যই এর সমাধান আছে । আপনার সমস্যা টার সমা ধান দিব নেক্সট এ । ধন্যবাদ কমেন্ট করার জন্য

thanksssssssss

সুন্দর পোস্ট।

Level 0

কেন Install করব আমি ? কারণ দেখাতে হবে …

    আপ্ন্রার কথা আর একটু clear করলে ভাল হতো । আমরা সবাই windows xp,vista,7,8 নিএ বিজি । কিন্ত linux অ ব্যবহার করা সহজ তা দেখানর জন্য ই প্রধান সমস্যা নিয়ে টিউন করলাম ( ইন্সটল) ।

Level 0

কাজের পোষ্ট ধন্যবাদ। আচ্ছা রেডহ্যাটের এটি কি লেটেষ্ট ভার্সন। এর ডাউনলোড লিংক দেবেন প্লিজ। আমি শুনেছি এতে নাকি সিরিয়াল কি লাগে? এর ডেস্কটপ ইনভাইরনমেন্ট কি GNOME নাকি KDE?

ভাই, আমিতো সার্ভার এর কাজ করার সময় এই ভার্সন ব্যবহার করি। অন্যান্য সময় উবুন্টু ব্যবহার করি। আপনি কি এখানে সার্ভার সম্পর্কিত কোন আলোচনা করবেন কিনা?

vai ekshate win 7 calaite cai.