আসসালামু আলাইকুম,এটা আমার ২য় টিউন। আপনারা অনেকেই উবুন্তু নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন। এগুলোর মধ্যে একটি হল Software Center দিয়ে ডাউনলোড করা সফটওয়্যারগুলো। আমাদের মধ্যে অনেকেই জানেনা যে এগুলো কোথায় ডাউনলোড হয়। তাই ২য় বার ঊবুন্তু ইনস্টল দিলে আপনারা আবার Software Center দিয়ে তা ডাউনলোড করেন(অনলাইন পিসি) আর যারা অফলাইন তারা পড়েন মহাবিপদে। কিন্ত আর চিন্তা করার কোনো কারণ নেই। কেননা Software Center দিয়ে ডাউনলোড করা সফটওয়্যারগুলো সব ডাউনলোড হয় File System/var/cache/apt/archives ফোল্ডারে। সেখানে partial নামক একটি ফোল্ডার আছে। এই ফোল্ডার বা এর কোন content কপি করবেন না। ভবিষ্যতে কোন সফটওয়্যার ডাউনলোড করলে এই ফোল্ডার থেকে .deb ফাইলগুলো কপি করে রাখবেন। যদি উবুন্টু ২য় বার ইনস্টল করেন তখন ইনস্টল শেষ হলে সফটওয়্যারগুলো যে ফোল্ডারে আছে তা ডেস্কটপে কপি করুন। ধরা যাক আপনি Installs ফোল্ডারটিতে .deb ফাইলগুলো রেখেছেন এবং তা ডেস্কটপে কপি করেছেন। এবার টার্মিনাল খুলুন। প্রথমে লেখুন,
cd Desktop/Installs
এরপর Enter চাপুন। এরপর নিন্মোক্ত কমান্ড দিনঃ
sudo dpkg -i *.deb
এরপর টার্মিনাল সফটওয়্যারগুলো ইনস্টল করবে। ইনস্টল করা শেষ হলে টার্মিনাল বন্ধ করুন। দেখতে পাবেন যে আপনার পূর্বে ইনস্টল করা সফটওয়্যারগুলো ইন্সটল হয়ে গেছে। আপনি চাইলে আপনার চেনা উবুন্টু ব্যবহারকারীকে সফটওয়্যারগুলো দিতে পারেন এবং ইন্টারনেটে আপলোড করে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
আমি দশম শ্রেনী হতে উবুন্টু ব্যবহার করা শুরু করি ও ধীরে ধীরে এটি আমার কাছে প্রিয় হতে থাকে। আমি বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যনরত এবং আজো আমি উবুন্টু ব্যবহার করছি। আমার জন্য দোয়া করবেন।
আমি MR 9 RI 9। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।