সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের টিউনটি একটু ভালো করে লক্ষ্য করবেন।
১। প্রথমে আপনাকে যেটা করতে হবে Linux সেটআপ দেওয়ার জন্য আপনার হার্ড ড্রাইভের যেকোন একটি ড্রাইভ থেকে ১৪ জি.বি জায়গা খালি করে নিতে হবে।
১। আপনি যে ড্রাইভে লিনাক্স সেটআপ দিবেন সেই ড্রাইভে একটা ফোল্ডার তৈরী করুন Linux নামে এরপর এই ফোল্ডারের ভিতরে আরো একটা ফোল্ডার তৈরী করুন Linux server নামে।
২। এইবার ভার্চুয়াল মেশিন সফটটি ইনষ্টল করুন। এবং এর প্যাচ নামানো থাকলে তা প্যাচ করে নিন। এবং সফটটি রান করুন। রান করার পর Tip of the day নামের একটি ডায়ালগ বক্স আসবে। এর Show on start up থেকে টিকমার্ক তুলে নিয়ে ok দিন।
৩। এখন V. M. ware workstation open করার পর new virtual machine এ click করতে হবে। তারপর Next > Next > Linux > Red Hat Linux 5 (সিলেক্ট করতে হবে) > Next > Use host only networking(সিলেক্ট করতে হবে) > Next > Disk Size (Disk Size= 14 GB দিতে হবে।) > Finish.
(নিচে প্রয়োজনীয় স্ক্রীনসট গুলো দিলাম)
৪। এবার নিচের মত একটি পর্দা দেখা যাবে:
এখানের CD ROM এ Double Click করে ISO image select করুন এবং ব্রাউস করে তা নির্দিষ্ট করে দিন।
আমাদের লিনাক্স ইনষ্টল করারা সকল উপকরন এতে যোগাড় হয়ে গেছে। এবার আমরা লিনাক্স সেটআপ দিতে পরবো। কিন্তু আমি এখন এই টিউনে এই বিষয়টি অর্থ্যাৎ দেখতে চাচ্ছি না কারন আমি এখনো নিশ্চিত নই যে সকলে এই সকল উপকরন যোগাড় করতে পেরেছিন কিনা। আপনারা যদি করে থাকে তাহলে আমাকে মন্তব্যের মাধ্যমে জানান। আমি মন্তব্যের উপর নির্ভর করে ইনষ্টল এর উপর টিউন করবো কারন আপনি টিউন গুলো সংগ্রহে রাখলেই লিনাক্সের সার্ভার এডমিন হতে পারবেন না। আপনাদের মন্তব্যর অপেক্ষায় রইলাম।
এই টিউনটি পিডিএফ ফরম্যাট এ ডাউনলোড করে নিন : http://www.mediafire.com/view/?k6nkidb8v7ohzmu
আপনাদের মধ্যে যদি চট্টগ্রামের কেউ থাকেন তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমার মোবাইল নং- +৮৮০১৮১৩-৬৭৫৩৯৬।
আমার FB ID : http://www.facebook.com/dibakar.s.barua
আমি শূণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি লিনাক্স uninstall করতে চাই। প্লীজ, কেমনে করবো জানালে উপকৃত হতাম