লিনাক্স ইনস্টল করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে নিন।

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের টিউনটি একটু ভালো করে লক্ষ্য করবেন।

১। প্রথমে আপনাকে যেটা করতে হবে Linux সেটআপ দেওয়ার জন্য আপনার হার্ড ড্রাইভের যেকোন একটি ড্রাইভ থেকে ১৪ জি.বি জায়গা খালি করে নিতে হবে।

১। আপনি যে ড্রাইভে লিনাক্স সেটআপ দিবেন সেই ড্রাইভে একটা ফোল্ডার তৈরী করুন Linux নামে এরপর এই ফোল্ডারের ভিতরে আরো একটা ফোল্ডার তৈরী করুন Linux server নামে।

২। এইবার ভার্চুয়াল মেশিন সফটটি ইনষ্টল করুন। এবং এর প্যাচ নামানো থাকলে তা প্যাচ করে নিন। এবং সফটটি রান করুন। রান করার পর Tip of the day নামের একটি ডায়ালগ বক্স আসবে। এর Show on start up থেকে টিকমার্ক তুলে নিয়ে ok দিন।

৩। এখন V. M. ware workstation open করার পর new virtual machine এ click করতে হবে। তারপর Next > Next > Linux > Red Hat Linux 5 (সিলেক্ট করতে হবে) > Next > Use host only networking(সিলেক্ট করতে হবে)  > Next > Disk Size (Disk Size= 14 GB দিতে হবে।) > Finish.

(নিচে প্রয়োজনীয় স্ক্রীনসট গুলো দিলাম)

৪। এবার নিচের মত একটি পর্দা দেখা যাবে:

এখানের CD ROM এ Double Click করে ISO image select করুন এবং ব্রাউস করে তা নির্দিষ্ট করে দিন।

আমাদের লিনাক্স ইনষ্টল করারা সকল উপকরন এতে যোগাড় হয়ে গেছে। এবার আমরা লিনাক্স সেটআপ দিতে পরবো। কিন্তু আমি এখন এই টিউনে এই বিষয়টি অর্থ্যাৎ দেখতে চাচ্ছি না কারন আমি এখনো নিশ্চিত নই যে সকলে এই সকল উপকরন যোগাড় করতে পেরেছিন কিনা। আপনারা যদি করে থাকে তাহলে আমাকে মন্তব্যের মাধ্যমে জানান। আমি মন্তব্যের উপর নির্ভর করে ইনষ্টল এর উপর টিউন করবো কারন আপনি টিউন গুলো সংগ্রহে রাখলেই লিনাক্সের সার্ভার এডমিন হতে পারবেন না। আপনাদের মন্তব্যর অপেক্ষায় রইলাম।

এই টিউনটি পিডিএফ ফরম্যাট এ ডাউনলোড করে নিন : http://www.mediafire.com/view/?k6nkidb8v7ohzmu

আপনাদের মধ্যে যদি চট্টগ্রামের কেউ থাকেন তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আমার মোবাইল নং- +৮৮০১৮১৩-৬৭৫৩৯৬।

আমার FB ID : http://www.facebook.com/dibakar.s.barua

Level 0

আমি শূণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি লিনাক্স uninstall করতে চাই। প্লীজ, কেমনে করবো জানালে উপকৃত হতাম

Khub valo tune.Amar onek upokar holo.Kintu apnake ektai proshno jiggesh korbo.Jodi amar linux operating system ti oi list e nathake tahole ki korbo?.ami chesta kore dekhsi Other dia but hoy na.

    @••ƑЭɅЯ••: প্রশ্নটা বাঙলায় একটু ক্লিয়ার করে বললে ভাল হয়। আমি ঠিক বুঝতে পারতেছি না।

Level 2

ভাই আমার জানামতে ৪জিবি তেও সেট আপ দেয়া যায় ভার্চুয়াল বক্স এ
আর আপনি লিখলেন ১৪জিবি ঠিক বুঝলাম না ।

    @babu115: ৪জিবি দিয়ে এটাতেও সেটআপ দেওয়া যায়। কিন্তু আপনাকে আমি তো সাধারন লিনাক্স শেখাচ্ছি না। আমি শেখাচ্ছি কিভাবে একটি অফিস বা ওয়েব এর সার্ভার এডমিন কিভাবে লিনাক্সের মাধ্যমে তা পরিচালনা করে। এখানে আপনাকে গ্রুপ, ইউজার, মেইল, টেক্সট ক্রিয়েট করতে হবে। তাই জায়গাটাও একটু বেশী লাগবে। আমি তো আর বেসিক লিনাক্স শিখাচ্ছি না। এইটা শুধূ অফিস এর জন্য। আর আমি কাউকে লিনাক্সে আসতেও বলতেছি না। আপনারা আপনাদের মত করে xp, 7, vista etc. ব্যবহার করতে পারেন। কিন্তু লিনাক্স সার্ভারে তো আর এইগুলো ব্যবহার করতে পারবেন না।

Level 0

amar laptop e ubuntu 10.10 install kora ache.Ekhon amar ki ei software ta setup debar dorker ache naki ubuntu 10.10 e kaj hobe?

    @saymaahmed: না এইটাতে কাজ হবে না। কারন এইটা দিয়ে তো আর সার্ভার চালানো যায় না। আপনাকে একটা ভার্চুয়াল মেসিন ডাউনলোড করে নিতে হবে। এবং লিনাক্স 5 ইনষ্টল করেনিন।

বেশী বেশী টিউন চাই লিনাক্স এর।

টিউন চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ,ভাই আমার Ram 512 তাই আমি বলতে চাচ্ছি পাশাপাশি লিনাক্স শিখতে কোন সমস্যা হবে নাতো?

    @loginmaster: ভাই ২৫৬ র‌্যাম হলেও সমস্যা নাই চলবে। কিন্তু একটু স্লো হবে। সফটটা কি ডাউনলোড করে নিয়েছেন। আমার মনে হয় আপনি VM ware ৬.২ টা নিয়ে নিন। তাতে ভালো হবে।

ভার্চুয়াল মেশিন সফটটির প্যাচ নামানো নাই ।
[email protected] .এই মেইলে পাঠালে ভাল হবে।

    @loginmaster: ভার্সনটা একটু বলবেন। তাহলে আমি ক্রাক বা প্যাচ দিয়ে দিব।

Level 0

so many Thanks…. I want to HDD Partition stape….