লিনাক্স শিখতে চান চলে আসুন। {(প্রয়োজনীয় জিনিস গুলো জমা করে নিন), (০ পর্ব)}

লিনাক্স কি?

আপনারা হয়ত লিনক্সকে একটি সাধারন অপারেটিং সিষ্টেম হিসাবে চেনেন। যাতে ভাইরাস আক্রমন করতে পারে না। কথাটি সত্য এবং সর্বজন গ্রহনযোগ্য। কিন্তু যেসব সার্ভারে এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। সেখানে এটাকে সাধারন অপারেটিং সিষ্টেম হিসাবে ধরা হয় না। আমি সেই ধরনের কমান্ড গুলো আপনাদের শিখাব। যেগুলো এইসব সার্ভার চালানো জন্য ব্যবহার করা হয়।

 

আমি আপনাদের কাছ থেকে একটি অনুমতি চাচ্ছি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে লিনাক্স শিখাতে চাই ধারাবাহিকভাবে। আপনারা যদি এইটা শিখতে চান তাহলে নিচে মন্তব্য করুন। এই টিউনটা হচ্ছে, লিনাক্স এর প্রথম টিউন এবং আপনাদের কি কি সফটওয়্যার লাগবে সেটা নিয়ে টিউন করা।

 

সবার আগে আপনাদের যা লাগবে তা হল একটি Virtual machine software অর্থ্যা আমরা সবাই বেশিরভাগই xp ব্যবহার করি। যেহেতু আমরা লিনাক্স এর কাজ শিখব তাই আমাদের কম্পিউটারটাকে আমরা Virtual machine এ পরিনত করে নিব। তাই এই সফটওয়্যার। এই সফটওয়্যারটা নিয়ে নিন এখান থেকে: http://download1us.softpedia.com/dl/74b9235cd219ac1a1ed95c6e79d44f4b/4fc8a464/100005341/software/system/vmware/VMware-workstation-full-8.0.3-703057.exe

 

তারপর আপনাদের লাগবে Red Hat Linux Version- 5 (Anaconda). এর আই এস ও ফাইল আপনারা চাইলে এইটা পাইরেটেট বে থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তাই এটার লিংক দিলাম না। আর যদি নিতে না পারেন তাহলে আমি একটা লিংক দিয়ে দিব।

 

আমার ফেবু লিংক- https://www.facebook.com/dibakar.s.barua

Level 0

আমি শূণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল কথা। কিন্তু লিনাক্স একটি ফ্রি এবং ওপেনসোর্স ওএস। আপনি শুরুই করছেন পাইরেটেড ভিএমওয়্যার দিয়ে। কেন ভার্চুয়ালবক্স কি দোষ করলো? আর রেড হ্যাট দিয়ে শেখাতে গেলে লিনাক্সের জন্য আগ্রহও কমে যাব। তারচেয়ে বেসিক উবুন্টু, মিন্ট, জরিন ইত্যাদি শুরু করুন।

ধন্যবাদ।

must b শিখতে চাই। চালিয়ে জান……।

Start korun Lenix

ভাই উবুন্টু, মিন্ট, জরিন এইগুলো তো আর সার্ভারে ব্যবহার করা হয় না।
তাই এইটা। আর আমি যেখানে শিখছি সেখানে ভিএমওয়্যার দিয়ে শিখছি। তাই এইটা দিলাম। আর আমি ভার্চুয়াল বক্স এর নাম জানতাম না। আপনি দয়া করে আমাকে এই সফট এর লিংকটা দিন।

Level New

মনে হছে শাওন এ বিষয়ে অনেক জানেন তাই এটা টিউন অনার জন্য নয়। আমি বা আমরা জানি না টিউন টি আমাদের জন্য চালিয়ে গেলে উপকার হয়। ত্রুটি মার্জনীয়।

আমার কাছে Linux 10.10 ভারসান তা আছে আর আমি আমার কম্পুতার এ ও ইন্সটল করেছি কিন্তু Banglalinon Wimax এর USB মডেম ব্যবহার করতে পারছি না । Help Me Please !

আমি রেড হ্যাট এর ব্যাপারে আগ্রহী।চালিয়ে যান।

চালিয়ে যান, ধন্যবাদ।

ami microsoft TS-6292, 6425………
Pore linux , CCNA korbo.

Go ahead=>=>\o/

এটা কেউ না চাইলে আমি চাইব

Level 0

ভাই শুরু করেন

Level 0

chalie jan…sate asi

ভাই চালিয়ে জান।

Level 0

Interested……………

VM WARE DIA KIVABE BOOTABLE PEN DRIVE THAKE BOOT KORAR KONO SYSTEM JANA THAKLE JODI SOMVOB HOY BOLBEN PLEASE.

1) Lynda.com Photoshop CS5 One-on-One Mastery.torrent
2) Lynda.com Photoshop CS5 One on One Advanced.torrent

ai torrent 2 ta goole e search koren dl link paye jaban

ami cs5 dia aj pray 1.5 years kaj korchi, 20 ta photo edit kore print korte amar shomoy lagay 20 minit, (tao abar background change shoho). kaj kora onek shohoj, and finishing khub smoot
background change korle kono shed thakena. tutorial gulo dl kore practice korun only 2 month.
i m sure apni 90% kaj korte parben.

akhon cs6 download korchi torrent theke,
1) Adobe Photoshop CS6 13.0 Final Multilanguage (patch-PainteR) [ChingLiu].torrent

tutorials akhono khuje paini,

thanks to all

অবশ্যই চিলিয়ে যাবেন। না চালিয়ে গেলে কিন্তু খবর আছে।

ধন্যবাদ চালিয়ে যান,আমি কিন্তু লিনাক্স এর ABC-ও জানি না ,তাই আমার মত অধমের কথা মনে রাখেন।

    @loginmaster: ভাই যারা A B C D জানে না তারাই বেশি উন্নতি করে বলে আমার ধারনা। 🙂

Level 0

ami o apner student hoye galam , continue korben kintu

best of Luck

ভাই আমি টিউনটা রেডী করার চেষ্টা করতেছি। আপতত একটা সাধারন ইনষ্টলেশন পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

আপনারা লিনাক্স সর্ম্পকে জানার জন্য এই টিউনটা পড়েন: https://www.techtunes.io/linux/tune-id/129780 । তাহলে আপনারা লিনাক্সের গুরুত্ব বুঝতে পারবেন। আর আমি এই ধরনের সার্ভার কিভাবে চালাতে হয় তাই শিখাব।

শুন্য তুমি আগিয়ে চল আমরা আছি তোমার সাথে ।

Level 0

Red Hat Linux Version- 5 (Anaconda)……..ISO? please link lagbe

My boss has said me just 2 days before to learn Linux. Actually I m doing Job in communication line. so that if u refer me some book, pdf it will be very helpful for me.
[email protected]

Level 0

Redhat linux 5 e vlc media player kivabe install korbo …….please ektu bistarito bolen