লিনাক্স কি?
আপনারা হয়ত লিনক্সকে একটি সাধারন অপারেটিং সিষ্টেম হিসাবে চেনেন। যাতে ভাইরাস আক্রমন করতে পারে না। কথাটি সত্য এবং সর্বজন গ্রহনযোগ্য। কিন্তু যেসব সার্ভারে এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। সেখানে এটাকে সাধারন অপারেটিং সিষ্টেম হিসাবে ধরা হয় না। আমি সেই ধরনের কমান্ড গুলো আপনাদের শিখাব। যেগুলো এইসব সার্ভার চালানো জন্য ব্যবহার করা হয়।
আমি আপনাদের কাছ থেকে একটি অনুমতি চাচ্ছি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে লিনাক্স শিখাতে চাই ধারাবাহিকভাবে। আপনারা যদি এইটা শিখতে চান তাহলে নিচে মন্তব্য করুন। এই টিউনটা হচ্ছে, লিনাক্স এর প্রথম টিউন এবং আপনাদের কি কি সফটওয়্যার লাগবে সেটা নিয়ে টিউন করা।
সবার আগে আপনাদের যা লাগবে তা হল একটি Virtual machine software অর্থ্যা আমরা সবাই বেশিরভাগই xp ব্যবহার করি। যেহেতু আমরা লিনাক্স এর কাজ শিখব তাই আমাদের কম্পিউটারটাকে আমরা Virtual machine এ পরিনত করে নিব। তাই এই সফটওয়্যার। এই সফটওয়্যারটা নিয়ে নিন এখান থেকে: http://download1us.softpedia.com/dl/74b9235cd219ac1a1ed95c6e79d44f4b/4fc8a464/100005341/software/system/vmware/VMware-workstation-full-8.0.3-703057.exe।
তারপর আপনাদের লাগবে Red Hat Linux Version- 5 (Anaconda). এর আই এস ও ফাইল আপনারা চাইলে এইটা পাইরেটেট বে থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তাই এটার লিংক দিলাম না। আর যদি নিতে না পারেন তাহলে আমি একটা লিংক দিয়ে দিব।
আমার ফেবু লিংক- https://www.facebook.com/dibakar.s.barua
আমি শূণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল কথা। কিন্তু লিনাক্স একটি ফ্রি এবং ওপেনসোর্স ওএস। আপনি শুরুই করছেন পাইরেটেড ভিএমওয়্যার দিয়ে। কেন ভার্চুয়ালবক্স কি দোষ করলো? আর রেড হ্যাট দিয়ে শেখাতে গেলে লিনাক্সের জন্য আগ্রহও কমে যাব। তারচেয়ে বেসিক উবুন্টু, মিন্ট, জরিন ইত্যাদি শুরু করুন।
ধন্যবাদ।