মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। "সফটওয়্যার চোর" হিসেবে নিজের প্রানের প্রিয় এই বাংলাদেশকে কালিমামুক্ত করতে এবং সফটওয়্যার প্রযুক্তিতে স্বনির্ভর ও মুক্তপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্ত সফটওয়্যার, লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেবার প্রত্যয়ে মুক্ত প্রযুক্তি ভিত্তিক সফটওয়্যার, লিনাক্স এবং বিভিন্ন সেবাসমূহ নিয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ)।
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর জনসেবামূলক একটি আয়োজন "জিএ্নইউ/লিনাক্স ডিস্ট্রো ইন্সটল উৎসব"। বিশ্বের উন্নত দেশগুলোর বিখ্যাত বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র-ছাত্রী, কর্মী, প্রযুক্তিবিদদের উৎসাহে এবং আয়োজনে এই আয়োজনটি নিয়মিত হলেও আমাদের দেশে কখনোই হয়নি। বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন করছে এফওএসএস বাংলাদেশ। আসন্ন ২১শে মে ২০১২ইং সোমবার এ আয়োজন আয়োজিত হবে গুলশান-২ নম্বরের রাস্তা নং-৯২ এর বাড়ী নং-১১/এ তে অবস্থিত প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের যৌথ ব্যবস্থাপনায়।
উক্ত অনুষ্ঠানে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা অবদি অংশগ্রহনকারী দর্শকদের পিসি/নেটবুক/ল্যাপটপে পছন্দের লিনাক্স ডিস্ট্রো বিনামূল্যে ইন্সটলেশন এবং সাপোর্টের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও সফটওয়্যার পাইরেসি, মুক্ত সফটওয়্যার, ওপেনসোর্স ও লিনাক্স ইত্যাদি বিষয়ে মত বিনিময় সহ ওপেনসোর্সড থ্রি-ডি গেমস সহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি, মিন্ট ১১ ক্যাটিয়া'র মূল সংস্করনের ডিভিডি, নপিক্স ৬.৭ এর সিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহ করা যাবে।
সময় -- আগামী ২১শে মে ২০১২ইং সোমবার
প্রয়যনে- ০১৯২২৮০২৭২৪ (শরীফ)
আমি sa.mollick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো খবর