জিএনইউ/লিনাক্স ইন্সটল ও ব্যবহার সহযোগীতা সেবা - ২০১২, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়
* ভাইরাস মুক্ত, নিরাপদ কম্পিউটিং করতে চান? * জিএনইউ,লিনাক্স, ডেবিয়ান, উবুন্টু, মিন্ট, ফেডোরা, রেডহ্যাট, স্ল্যাক্স, ওপেন সুয্যে, এন্ড্রয়েড এইগুলো কি, কেন? * এগুলো ব্যবহার করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না? * ব্যবহারিক সহযোগীতা কিভাবে, কোথায় পাবেন? যদি জানতে চান তো আপনার ডেস্কটপ/ল্যাপটপ নেটবুকটি সাথে করে নিয়ে আসুন। আমরা "এফওএসএস বাংলাদেশ" আসছি আপনারই কাছাকাছি গুলশান - ২ তে, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৭ই মে ২০১২ইং বৃহস্পতিবার, সকাল ১০টা-বিকাল ৫টা মতবিনিময়ের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তরের পাশাপাশি আরো পাবেন বিভিন্ন GNU/ Linux ডিস্ট্রো ইন্সটল ও কনফিগার করে নেবার সহযোগীতা মূলক সেবা।
আপনি আগ্রহী হলে
এখানে নিবন্ধন করুন। (নিবন্ধন করলে অগ্রাধীকার ভিত্তিতে সেবা দেওয়া হবে)
আমি আছি সেইখানে যোগাযোগ করতে চাইলে --- ০১৯২২৮০২৭২৪ (শরীফ)
পরিবর্তিত রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারনে এই আয়োজন আপাতরূপে স্থগিত করা হলো। আগামীতে এই আয়োজনের পরিবর্তিত সময়সূচী শীঘ্রই জানানো হবে ইনশাল্লাহ।
পরিবর্তিত রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারনে এই আয়োজন আপাতরূপে স্থগিত করা হলো। আগামীতে এই আয়োজনের পরিবর্তিত সময়সূচী শীঘ্রই জানানো হবে ইনশাল্লাহ।