জিএনইউ/লিনাক্স ইন্সটল ও ব্যবহার সহযোগীতা সেবা – ২০১২, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়

জিএনইউ/লিনাক্স ইন্সটল ও ব্যবহার সহযোগীতা সেবা - ২০১২, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়

* ভাইরাস মুক্ত, নিরাপদ কম্পিউটিং করতে চান? * জিএনইউ,লিনাক্স, ডেবিয়ান, উবুন্টু, মিন্ট, ফেডোরা, রেডহ্যাট, স্ল্যাক্স, ওপেন সুয্যে, এন্ড্রয়েড এইগুলো কি, কেন? * এগুলো ব্যবহার করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না? * ব্যবহারিক সহযোগীতা কিভাবে, কোথায় পাবেন? যদি জানতে চান তো আপনার ডেস্কটপ/ল্যাপটপ নেটবুকটি সাথে করে নিয়ে আসুন। আমরা "এফওএসএস বাংলাদেশ" আসছি আপনারই কাছাকাছি গুলশান - ২ তে, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৭ই মে ২০১২ইং বৃহস্পতিবার, সকাল ১০টা-বিকাল ৫টা মতবিনিময়ের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তরের পাশাপাশি আরো পাবেন বিভিন্ন GNU/ Linux ডিস্ট্রো ইন্সটল ও কনফিগার করে নেবার সহযোগীতা মূলক সেবা।[ছবি: 0LfKeAF22VvYdywEgVm8cK]আপনি আগ্রহী হলে এখানে নিবন্ধন করুন। (নিবন্ধন করলে অগ্রাধীকার ভিত্তিতে সেবা দেওয়া হবে)
আমি আছি সেইখানে যোগাযোগ করতে চাইলে --- ০১৯২২৮০২৭২৪ (শরীফ)
পরিবর্তিত রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারনে এই আয়োজন আপাতরূপে স্থগিত করা হলো। আগামীতে এই আয়োজনের পরিবর্তিত সময়সূচী শীঘ্রই জানানো হবে ইনশাল্লাহ।

Level 0

আমি sa.mollick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরিবর্তিত রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারনে এই আয়োজন আপাতরূপে স্থগিত করা হলো। আগামীতে এই আয়োজনের পরিবর্তিত সময়সূচী শীঘ্রই জানানো হবে ইনশাল্লাহ।