Boot করুন Pen drive দিয়ে (Boot from Pen-drive)
1.Using UNetbootin
এটি একটি অতি পরিচিত USB Creators । এর মাধ্যমে সহজে অপনি একটি bootable Linux Pendrive তৈরী করতে পারবেন ।
ব্যবহার পদ্ধতি
(1) Download করুন UNetBootin for Windows ।
(2) Download করুন আপনার প্রিয় Linux ISO ( যদি Download করা না থাকে )
(3) Unetbootin program টি ওপেন করতে Double click করুন ।
(1) Diskimage radio box এ ক্লিক করুন
(2) browse করে ISO file select করুন ।
(3) USB drive সেট করুন ।
(4) OK click করে কাজ শুরু করুন ।
2. Using Universal USB Installer
এটি প্রায় UNetBootin মতই শুধু Linux Distribution Select করতে হয়।
Step 1 Next চেপে প্রথমে Distribution Select করতে হবে ।
Step 2 iso file টি browse করে দেখাতে হবে ।
Step 3 USB Flash drive টি select করে হবে ।
Step 4 Create চেপে কাজ শুরু করতে হবে ।
3. Using Linux Live USB Creator
এটি Live CD Pendrive দ্বারা booting জন্য উত্তম । কারন এটি প্রথমে ISO ফাইল চেক করে এবং দেখে ISO File টির Live Mode আছে কিনা । আরেকটি মোজার বেপার হল এটি auto নাম ও Version বের করে।
ব্যবহার পদ্ধতি
(1) Download করুন Linux Live USB Creator এবং install করুন আপনার PC তে ।
(2) Linux Live USB Creator Folder থেকে LiLi USB Creator.exe RUN করুন ।
(3) Menu থেকে সহজে ১-৫ টি ধাপ অনুসরন করুন।
(4) সকল কাজ সঠিক ভাবে সম্পন্ন হলে আপনা Pendrive টি Live Booting এর জন্য প্রস্তুত হবে ।
Multiboot
1.Using YUMI – Multiboot USB Creator
এটি Multibooting এর জন্য জনপ্রিয় সফটয়ার । ব্যবহার ও খুব সহজ । এর boot menu ও সুন্দর এবং সহজ।
ব্যবহার পদ্ধতি
(1) YUMI-0.0.x.x.exe রান করুন এবং onscreen instructions মেনে চলুন।
(2) একাধিক ISOs/Distributions যোগ করতে প্রথম টি শেঘ হলে যে dialog box টি আসবে সেখান থেকেAdd More ISOs/Distributions Now >yes টিপুন ।
(3) যদি আর দরকার না হয় তবে No টিপে finish টিপুন ।
(4) boot করতে Restart করুন ।
(5) এর পর boot মেনু হতে অপনার দরকারী destro টি select করে boot করুন।
2. Using XBOOT – Multiboot ISO/USB Creator
Download, extract and run the latest version of XBOOT
(1)ISO file গুলো Drag করে XBOOT window এ রাখি ।
(2) Create USB তে click করি ।
(3) Droplist থেকে USB Drive টি Select করি ।
(4) একটি Bootloader Select করি।
(5) OK Click করে কাজ শুরু করি ।
একটি copy notification window দেখানো হবে. copy process complete হলে পেনড্রাইবটি Bootable হয়ে যাবে ।
Run Your LiveCD directly on Windows
Using MobaLiveCD
এর কাজ প্রায় VirtualBox এর মত । তবে সুবিধা হল এই যে এর size খুবই কম । তা ছাড়া install ও করা লাগে না ।
MobaLiveCD key features:
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আল্লাহহাফেজ।
দয়া করে যেকোনো ভুল মাফ করবেন।
দয়া করে মন্তব্য করবেন
আমি INZAMUL HAQUE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাটিয়ে দিয়েছেন!!!!!! Software এর ছড়াছড়ি!!!!!!!!!